আপনি কোন ফাইল সিস্টেম ব্যবহার করবেন FAT,FAT32 অথবা NTFS ?

আমরা কম বেশি সবাই জানি যে, Hard Disk ৩ ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করে। আর তা হল FAT, FAT32 এবং NTFS আর এই ৩ ধরনের ফাইল সিস্টেম নিয়ে অনেকের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেয়, কোন ফাইল সিস্টেমটা ব্যবাহার করব এবং কেন? আজকে আমি আমার এই পোষ্টে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।

FAT : এই ফাইল সিস্টেমটি windows xp এর আগের অপারেটিং সিস্টেমগুলোতে ব্যবহার করা হত। যেমন Microsoft Xp Professional, Microsoft Winodws 2000 Professional, Microsoft Windows NT Workstation 4.0, Microsoft 95 OSR2, Windows 98, Microsoft Windows Millennium Edition, MS-DOS এইগুলোতে। এই ফাইল সিস্টেম বেশি হলে ২ GB ব্যবহার করতে পারে একটি Hard dsik partition এর জন্য এবং এর বেশি ব্যবহার করার ক্ষমতা এর নেই। এই ফাইল সিস্টেম ৬৪ KB ব্যবহার করে Cluster এর জন্য।

FAT32 : এই ফাইল সিস্টেমটি  window xp professional, windows 2000 professional, windows 95, windows 98 এবং windows millennium ব্যবহার করা হয়। এই ফাইল সিস্টেম বেশি হলে ৩২ GB ব্যবহার করতে পারে একটি Hard dsik partition এর জন্য।এই ফাইল সিস্টেম ১৬ KB ব্যবহার করে Cluster এর জন্য।

NTFS : এই ফাইল সিস্টেম Windows এর একটি দারুন ফাইল সিস্টেম। এটি Microsoft Windows NT workstation 4.0, Windows 200 Professional, Windows XP Professional এবং এর পরের অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করে। এর কোন সীমাবদ্ধতা নেই Hard disk partition তৈরি করার জন্য। এটি মাত্র ৪ KB ব্যবহার করে cluster এর জন্য। এর মধ্যে নতুন যে বৈশিষ্ট্যগুলো আছে তা হল -

১। স্থায়িত্ব এর একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা মাঝে মাঝে বলে থাকি যে Hard Disk কোন সমস্যা থাকলে এর কোন Bad Sector আছে কিনা চেক করার জন্য। আর এর জন্য আমার যে কমান্ডটি ব্যবহার করি তা হল CHKDSK। আপনি যদি NTFS ফাইল সিস্টেম ব্যবহার করেন তাহলে ঐ Bad sector টি NTFS এর সাহায্যে ঠিক করা যায় এবং NTFS  ঐ Bad sector টি আর ব্যবহার করে না।

২। নিরাপত্তা এর অন্যতম বৈশিষ্ট্য। NTFS আপনাকে দুটি উপায়ে নিরাপত্তা দিয়ে থাকে। Security এবং Encryption.

৩। NTFS এর সাহয্যে আপনি আপনার Hard Disk-এর জায়গা সেভ করতে পারবেন Compress Utility ব্যবহার করে

৪। NTFS আপনাকে FAT এবং FAT32 এর মত সীমাবদ্ধতা দেয় না Hard Disk Partition তৈরি করার সময়।

৫। NTFS ফাইল সিস্টেম ব্যবহার করা যায় Windows XP, Windows 2000 Professional, Microsoft  Windows NT Workstation 4.0 এবং এর পরের অপারেটিং সিস্টেমগুলোতে।

৬। তাছাড়া এই NTFS ফাইল সিস্টেম এর সাহায্যে আপনি ব্যবহার করতে পারবেন Disk Quota (এর সাহায্যে আপনি ঠিক করে দিতে পারবেন কোন USER কি পরিমান একটি HARD Disk Partition এর জায়গা ব্যবহার করতে পারেব ), Disk Mmout (এর সাহায্যে আপনি একটি Hard Disk Partition এর সাথে অন্য Hard Disk Partition এর লিঙ্ক দিতে পারবেন, যাতে করে আপনার কোন Hard disk এর জায়গা শেষ হয়ে গেলে অন্য Partition ব্যবহার করে)

এখন আপনি ঠিক করুন আপনি কোন ফাইল সিস্টেম ব্যবহার করবেন FAT,FAT32 নাকি NTFS ?

তাছাড়া ছবিসহ আরো বিস্তারিত দেখতে পারবেন এইখানে

ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল ব্যপার
জানা ছিল
তবে নতুন যারা তাদের শিখার জন্য কাজে লাগবে

ভাল টিউন । ধন্যবাদ ।

Thanks for ur information.

thanks emdad bhai for nice tunes.

Level 0

শিক্ষণীয় টিউন। ধন্যবাদ। ভালো লাগলো

ফাইল সিস্টেম হিসাবে আমিও NTFS ব্যবহার কবর, এবং অন্যকেও NTFS ব্যবহারের পরামর্শ দেই। অন্য দুটির চাইতে NTFS এর সকল প্রকার নিরাপত্তার গ্যারান্টি আছি। তথ্যটি সবার নিক শেয়ার করার জন্য ধণ্যবাদ।

কিছু জানতে পারলাম ………।।
ধন্যবাদ আপনাকে

emdad bhai. apnar post padar age salam janachi. karan apnar pratiti post very healpful. Thanks you soooooo much.

ভাল জিনিষ
ডিজিটাল নেত্রকোণা
http://digitalnetrakona.blogspot.com/
অনুগ্রহ পূর্বক প্রবেশ করুন

বিষয়গুলো জেনে থাকা উচিত ….

আপনার দেখছি এই বিষয়ে অনেক ধারণা। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন, যা আমি অনেক আগে এই কমেন্টে করেছিলাম।
প্রশ্নঃ মেমরী card কে কিভাবে NTFS থেকে FT32 এ নিতে পারব?
(অফটপিকঃ আমার স্টার্ট মেনুতে সার্চ সমস্যার সমাধান হয়েছে। win সেটাপ দিয়েছি। )

    Congratulation ! সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও । তাহলে আপনি শেষপর্যন্ত ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হয়েছেন । এখন আপনার পিসি ভাইরাস এবং হ্যাকারদের হাত থেকে মুক্ত থাক – এই শুভকামনা রইল ।

    কই আর জয়ী হইছি? বলেন হেরে গেছি। বন্ধু সমাজের সামনে এখন আর যেতে পারব না। কারণ আমি একটা কথা সবসময় বলতাম, ” আমি যেদিন ভাইরাসের কারণে উইন সেটাপ দিব সেদিন আমি পরাজিত হব।” ভাইরাসের কারণে বহুবার অনেক বড় বড় সমস্যা হয়েছিল। নেট সার্চ করে উইন সেটাপ না দিয়েই সমাধান করে ফেলতাম। কিন্তু আমার স্টার্ট মেনুতে সার্চ সমস্যার সমাধান কোন ভাবেই করতে না পেরে সেটাপ দিতে বাধ্য হয়েছি। এখন আমি পরাজিত সৈনিক।

    এখানে আসলে জয়-পরাজয়ের কিছুই নাই । পৃথিবীতে এমন কোন কম্পিউটার ব্যবহারকারী খুঁজে পাওয়া যাবে না – যে ভাইরাসের কারণে উইন্ডোজ সেটাপ দেয়নি । এমনকি যে ভাইরাস তৈরি করে তাকেও হয়তবা উইন্ডোজ সেটাপ দিতে হয় ভাইরাসের এ্যাটাকের কারণেই !! এটা বর্তমান সময়ে সবার জন্য একটা সার্বিক এবং স্বাভাবিক ধারার মধ্যে চলে এসেছে বলা যায় ।

    Level 0

    @ সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও ভাইজান
    মাইক্রোসফটের কিছু ব্যতিক্রম নীতি আছে, আর তার মধ্যে একটি হল ফাইল সিস্টেম নিয়ে। আর এই ফাইল সিস্টেম-টা কাজ করে একমূখি হিসেবে। যেমন একবার আপনি যদি সামনে যান তাহলে পেছনে ফিরে আসতে পারবেন না। ঠিক তেমনি আপনি যখন FAT32 থেকে NTFS -এ যাবেন তখন আর কোন উপায় থাকে না পেছনে ফিরে আসার যতক্ষন না আপনি ঐ ড্রাইভকে ফরম্যাট অথবা ডিলিট করে নতুন করে Partition করবেন।

    আর আপনার যদি একান্ত প্রয়োজন থাকে তাহলে ঐ Memory card কে কোন 3rd party soft দিয়ে ফরম্যাট করে দেন যা FAT,FAT32 এবং NTFS ফরম্যাট করতে সাহায্য করে।

    আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি।

    ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

খুবেই সুন্দর হয়েছে, টিউন এর জ়ন্য ধন্যবাদ। আপনাকে একটা ইমেল করিছিলাম।

Nice Tune, Thanks……একটি বিষয়, কিভাবে DISK Management Utility ব্যবহার করা যায় বিষয়টি পরিস্কার নয়। অনেক সময় DOS এর মাধ্যমে অনেক রিপিয়ারিং টুল ব্যবহার সম্ভব হয়… কিন্তু বড় সাইজের হার্ডডিস্কগুলির বেলায় কী করতে হবে। ধারনা দিলে ভাল হতো সাথে NTFS মানেই DOS এর বিদায় সেক্ষেত্রে পুরাতন কোন Utility Soft কাজ করে না।

ধন্যবাদ ভাল থাকবেন সেই কামনায়………..

    Level 0

    @ monirsikder
    আপনি Disk management এর জন্য আপনার MY computer এর রাইট মাউস ক্লিক করে Manage-এ যান। একটি নতুন উইন্ডো আসবে এবং এইখানে DISK Management নামে একটি অপশন পাবেন।

    এই Disk management utility এর সাহায্যে আপনি Hard disk এর partition তৈরি করতে পারবেন,partition ডিলিট করতে পারবেন, Mounting করতে পারবেন।তবে আপনি system drive এবং boot drive এ কিছু করতে পারবেন না। আর ডস এর সব কাজ এই Hard disk management দিয়ে করা যায় না। যেমন ধরুন আপনি আপনার windows এর ফাইল চেক করবেন ডস দিয়ে এবং এর জন্য প্রয়োজনিয় কমান্ড হল CHKDSK. যা কিনা Disk management utility দিয়ে করা যায় না। মাইক্রোসফট এত সহজে DOS এর বিকল্প আনতেও পারবে না।

    ধন্যবাদ আপনাকে আপনার জিজ্ঞাসার জন্য।

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

Level New

সুন্দর টপিক , এবং ভাল উপস্থাপনা

আপনার কাছ থেকে এই ধরনের টিউনই আশা করি খুব ভাল টিউন হইছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

অনেক ভালো তথ্য 😀
FAT32 == File Allocation Table 32bit
NTFS == New Technology File System
ধন্যবাদ আপনাকে

Salam Emdad bai hru? Emdad bai NTFS(partiton) system kibaba korbo jodi bolen ba tunes koren kub upoker hoba.

    Level 0

    @ রোমন ভাইজান
    আপনার সালাম সাদরে গৃহিত এবং আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য। আপনি নিচের কমান্ডটি আপনার start->all programs -> accessories -> command prompt -এ গিয়ে লিখে ENTER।

    convert x: /fs:ntfs

    এইখানে X বলতে ড্রাইভকে বুঝানো হয়েছে। আপনি যদি আপনার ড্রাইভের কোন নাম দিয়ে থাকেন তখন আপনাকে ঐ নামটি দিতে হবে X এর জায়গায়। এই কমান্ড এর সাহায্যে আপনি আপনার FAT অথবা FAT32 ড্রাইভকে খুব সহজে NTFS ফাইল সিস্টেমে convert করতে পারবেন এবং আপনার কোন DATA হারাবে না।

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্যে

    🙂 Emdad bai Thanx a ton for your information. Amer HDD (C:)250gb akon jodi ami 4 partition kori (C drive soho) ai 4 drive ki 250gb ka AUTO Divide hoba :SSS naki drive GigaBite k ami choose kora divide korta hoba???
    Emdad bai waiting 4 your answer…

Level 0

ভাল তথ্য প্রদানের জন্য অনেক ধন্যবাদ।

thanks………………………………….

Level 0

ধন্যবাদ আপনাকে।

আমার ইমেল [email protected]

thanks

    Level 0

    @ মুরাদ

    ভাইজান আপনাকে ধন্যবাদ

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

এক কতাই দারুন আপনাকে আমি আমার গুরুমানলাম। সালাম গুরু। আমি খুব দরিদ্র আপনার কাছে।

    Level 0

    @ রানা ভাইজান

    আপনাকে ধন্যবাদ আপনার এই উপাধির জন্য, কিন্তু আমি এখনও এই উপাধির যোগ্য হয় নি।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

ভাই দারুন লিখছেন 😀 অনেক ধন্যবাদ আপনাকে

Level 0

Vai, amr pc te linuxmint-16-xfce-dvd-32bit.iso instal korte parce na…
ami eta win-7 er sate use korte chasse…. r j drive a eta instal korte chasse, seta hulo 17gb..
ekhon ami win er sate linuxmint-13-mate-dvd-32bit.iso chalai..
help me plz…