মাইক্রোসফট এক্সেল-এ দিন তারিখ উল্টাপাল্টা আসার সমাধান

আসসালামুআলাইকুম ।   সবাই কেমন আছেন?  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।  চলুন মূল কোথায় আসি...

 

মাইক্রোসফট অফিস প্রোগ্রাম-এ কাজ করেননি এমন মানুষ খুজে পাওয়া দুর্লভ । অফিসিয়াল কাজ, ব্যাক্তিগত, একাডেমিক কিংবা ব্যবসায়িকসহ যেকোন ক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এর শরনাপন্ন হতে হয় ।  মাইক্রোসফট এক্সেল এ হিসাব নিক্শ এর ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা ব্যবহারের পাশাপাশি তারিখও ব্যবহার করতে হয় । কিন্তু অনেক ক্ষেত্রেই দিন তারিখ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ।  বেশীরভাগ ক্ষেত্রেই দিন চলে যায় মাসের ক্ষেত্রে আর মাস চলে যায় দিনের ঘরে ।  তাই ছোট থেকে বড় আকারে সাজানো বা বিভিন্ন ছোটখাট ফর্মুলা ব্যবহার করতে গেলেই দিন তারিখ পরিবর্তন হয়ে যায় ।  প্রথম দেয়া সেটিংটি পরিবর্তন হয়ে যায় ।  সবচেয়ে ভালো হয় মাইক্রোসফট এক্সেল ওপেন করার পূর্বে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল-এ গিয়ে সেটিং ঠিক করে রাখেন ।

এজন্য আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল-এ যান ।  

 

Regional and Language options টি ওপেন করুন ।  

Ex 

 

 এখানে কাস্টমাইজে ক্লিক করুন  ।  

 Ex2

 

তারপর Date অপশনে ক্লিক করে mm/dd/yyyy এর স্থলে dd/mmm/yy সিলেক্ট করে ওকে করুন । 

Ex3

 

ব্যাস হয়ে গেলো । 


এখন আপনি মাইক্রোসফট এক্সেল-এ কাজ করতে গিয়ে আর দিন তারিখ কিংবা তারিখ দিন এর এলোমেলো বিড়ম্বনায় পড়বেননা ।

এ পোস্টটি ছোট পরিসরে করলাম, পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো, চেষ্টা করবো বিস্তারিত লিখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

এ লেখাটি ভালো না লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন, হয়তো সাইটটি ভালো লাগবে ।


আমার সাইট । 

ভালো থাকবেন সবাই...

 

সবশেষে সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ...

 

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo

Level 0

ধন্যবাদ