কিভাবে Hard Disk Partition এর জায়গা বাড়াবেন?

আমরা কম বেশি সবাই একটা সাধারণ সমস্যার সম্মুখিন হয়, আর তা হল Hard Disk Partition এর জায়াগা নিয়ে। ধরূন আপনার কম্পিউটারে C: Drive-এ ১৫ জিবি জায়গা বরাদ্দ আছে। এবং এইখানে আপনার Windows file আছে। হঠাৎ করে আপনার ঐ C: ড্রাইভের জায়গা শেষ হয়ে গেল।যার কারণে আপনি নতুন কোন প্রোগ্রাম ইন্সটল করতে পারছেন না যতক্ষন না আপনি ঐ ড্রাইভের জায়গা খালি করছেন। কিন্তু আপনার সব ফাইলই অনেক প্রয়োজনিয় এবং আনইন্সটল করার মত নয়। এখন আপনি কি করবেন ? অনেকে হয়ত বলবেন Disk compress করবেন, Disk cleanup করবেন, অন্য ড্রাইভে প্রোগ্রাম ইন্সটল করবেন ইত্যাদি। যদি এইরকম হয় যে আপনাকে, আপনার কোন প্রোগ্রাম আনইন্সটল করতে হবে না এবং আপনার ঐ ড্রাইভের জন্য আপনি আরো নতুন করে আপনার ইচ্ছে মত জায়গা বরাদ্ধ দিতে পারবেন, তাহলে কেমন হবে। ভাল, বেশি ভাল নাকি অনেক ভাল হবে? আপনার উত্তর যাই হোক না কেন, দেখিয়ে দিই কিভাবে?

আমরা যে পদ্ধতিটা এইখানে ব্যবহার করব তাকে MOUNT বলে। এই MOUNT এর সাহায্যে আপনি C: ড্রাইভের সাথে আপনার Hard disk-এ থাকা অন্যান্য ড্রাইভের সাথে লিংক দিতে পারবেন।
উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনার Hard disk-এ ৪টি ড্রাইভ রয়েছে যথাক্রমে C, D, E এবং F. প্রতিটি ড্রাইভের জন্য বরাদ্ধ দেয়া আছে ২০ জিবি করে। আর আপনার Winodws রয়েছে C: তে। এখন আপনার C: ড্রাইভের জায়গা শেষ। এখন আমি এই C: ড্রাইভের জায়গা বাড়ানোর জন্য C: ড্রাইভের সাথে D: ড্রাইভের লিংক দিয়ে দিব যাতে করে আমি নতুন করে যে প্রোগ্রামগুলো ইন্সটল করব (যে প্রোগ্রামগুলো Windows ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে ইন্সটল হয় না) তা যেন এই D: ড্রাইভে ইন্সটল হয়ে যায়।

মনে রাখবেন যতক্ষন আপনার Mount করা ড্রাইভের জায়গা খালি থাকবে ততক্ষন আপনি ঐ ড্রাইভ ব্যবহার করতে পারবেন,। শেষ হয়ে গেলে আপনার আগের করা Mount ড্রাইভের সাথে নতুন করে আরেকটি Mount ড্রাইভ করে দিন।

আসুন তাহলে প্রক্রিয়াটা দেখে নিই।

প্রথমে আপনি আপনার ডেস্কটপ থেকে My computer এর উপর Right mouse ক্লিক করুন। এরপর এইখান থেকে Manage-এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডো আসবে।এইখান থেকে Disk Management -এ যান। এরপর আপনি আপনার যে ড্রাইভের জন্য Mount options ব্যবহার করবেন তার উপর Right Mouse ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন

emdadblog.blogspot.com

এখন এইখান থেকে "Change Drive Letter and Paths" এর উপর ক্লিক করে "Add" -এ ক্লিক করুন এবং Browse করে আপনার ঐ ড্রাইভটি দেখিয়ে দিন। (আপনি সরাসরি কোন ড্রাইভ ব্যবহার করতে পারবেন না, আপনাকে ঐ ড্রাইভের একটি ফোল্ডার দেখিয়ে দিতে হবে) নিচের ছবটি দেখুন

emdadblog.blogspot.com

এরপর OK করে বের হয় আসুন।

ফলাফল দেখুন ।

Mount করার আগে ফোল্ডারের অবস্থা

emdadblog.blogspot.com

Mount করার পর ফোল্ডারের অবস্থা

emdadblog.blogspot.com

এই Mount করা ড্রাইভের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে, আপনি যে ড্রাইভের সাথে এর Mount করেছেন তার ফাইলগুলো এইখানে কপি হয়ে গেছে। চিন্তার কোন কারণ নেই, এই ফাইলগুলো নতুন করে কোন জায়গা নিবে না।

আরো বিস্তারিত ছবিসহ এইখানে

আপনাদের কম্পিউটার বিষয়ে যে কোন সমস্যা আমাকে জানাতে পারেন এইখানে

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সমস্যায় আমি অনেক বারই পরেছিলাম এই জন্য এখন সি ড্রাইবে বেশী জায়গা রেখে windows সেটাপ দেই,আবার কখনো এই সমস্যায় পড়লে আপনার পদ্ধতি অনুস্বরন করব খুবই উপকারি একটা টিপস দিলেন আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ।আমার একটা জানার বিষয় ছিল তা হচ্ছে,অনেক সময় না বুঝেই অনেক সফট ইন্সটল করা হয়ে যায়,কিন্তু ইন্সটল করার পরে দেখা যায় আমার সি ড্রাইব ফুল দেখায়(মনে করেন ৪০ জিবি হার্ডডিস্কে ২০ জিবি windows এবং অন্যন্য সফট ছিল এখন বর্নিত উপায়ে সফট ইন্সটল করার পর ৩৮/৩৯ জিবি দেখায়)তখন উক্ত সফট খানা রিমোভ করার পরও কিন্তু সি ড্রাইব আর খালি হয়না,ইহার কি কোন সমাধান আছে এক সপ্তাহ আগেও ইহার কারনে আমার নতুন করে windows করতে হয়েছিল।

    Level 0

    @ আতাউর রহমান ভাইজান আপনাকে ধন্যবাদ।
    আপনার সমস্যার সমাধান হল ঃ
    প্রথমে আপনি My computer-এ যান। এরপর এইখান থেকে Tools->folder options->View-এ যান। এখন এইখান থেকে “Show hidden files and folders” এবং “Hide protected operating system file(Recommended)” অপশনে ক্লিক করে apply করুন। এখন আপনি আপনার C: ড্রাইভে গিয়ে recycler ফোল্ডার খুলে সব Recycle bin খালি করে দিন। (Windows XP)

    প্রথমে Control panel-এ যান। এরপর এইখান থকে ফোল্ডার অপশন গিয়ে Tools->folder options->View-এ যান। এখন এইখান থেকে “Show hidden files and folders” এবং “Hide protected operating system file(Recommended)” অপশনে ক্লিক করে apply করুন।এখন আপনি আপনার C: ড্রাইভে গিয়ে recycler ফোল্ডার খুলে সব Recycle bin খালি করে দিন।(Windows 7)

    ব্লগ এবং কম্পিউটার শিক্ষা

    আপনাদের কম্পিউটার বিষয়ে যে কোন সমস্যা আমাকে জানাতে পারেন কম্পিউটার সাহায্য

    ধন্যবাদ আপনাকে প্রয়োজনে আবারো আপনার দারস্থ হব।

    Level 0

    ভাই WIN 7 অপশন গুলো খুজে পেলাম না।

অনেক ধন্যবাদ আপনাকে অতি সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ।সুন্দর টিউন।

Level 0

ভাই টিউনটির জন্য অনেক ধন্যবাদ । টিউনটি যদি আর এক সপ্তাহ আগে করলে আমার অনেক উপকারে আসতো।আমি একটা সফট দিয়ে C DRIVE জায়গা বাড়াতে গিয়ে, পুরো HARD DISK টা ফরমেট হয়ে গিয়েছে।তারপর ও ধন্যবাদ জেনে ভাল লাগছে।

দরকার ছিল।ধন্যবাদ এমদাদ ভাই।

উপকারী টিউন।

ভালো হয়েছে এমদাদ ভাই।ধন্যবাদ টিউন এর জন্য।

Level 0

অনেকদিন এই সমস্যায় ছিলাম। আপনার টিপটি কাজে লাগবে বলে মনে হচ্ছে। ধন্যবাদ। আপনার ইমেল বা মোবাইল নং কি পেতে পারি?

জটিল লললললললল 🙂

আপনার টিপস গুলো বরাবরই খুব ভাল হয়। খুব সুন্দর বুঝতে পারি। অসংক্ষ ধন্যবাদভ

very nice

I pray for you to allah.

    Level 0

    @ সাইফুলাহ

    আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আল্লাহ আপনার ভাল করুক সে কামনা রইল।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Bhijan salam.
bios er password vule gechi. so vios er password kivave vanga jay.. sothik niyom janale khub upokrito hobo.
asha kori nirash hobo na.
may Allah bless u and ur family.
regards
Mohid

    Level 0

    @ মহাজগত

    ভাইজান আপনাকে ধন্যবাদ আপনার জিজ্ঞাসার জন্য এবং আপনার সালাম সাদরে গৃহিত। আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে আপনার Motherboard থেকে CMOS Battery খুলে আবার লাগিয়ে দিন। এতে করে আপনার BIOS এর Password চলে যাবে।

    Blog and windows tutorial

    আপনাদের কম্পিউটার সমস্যায় আমাকে জানাতে পারেন Computer help forum

Level 0

thanks emdad brother, it’s very helpful!!!