কোয়ালিটি ঠিক রেখেই কমিয়ে নিন ছবির সাইজ (ফটোশপ ছাড়াই !!!)

সবইকে অনেক অনেক শুভেচ্ছা। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই লেখাটা কিসের উপরে। তো অনেকেই হয়তো এটা জানেন, বিশেষ করে যারা নিয়মিত টিউটোরিয়াল লেখেন। কেননা লেখার মধ্যে যদি ছবি থাকে আর অবশ্যই ছবিটাকে রিসাইজ করে নিতে হয়। রিসাইজ করতে হয় এই জন্যে যে ছবির সাইজ খুব বেশি হলে ইন্টারনেটে আপলোড করতে যেমন অসুবিধা তেমনি যারা টিউটোরিয়াল পড়বে তাদের পেজ লোড হতেও অনেক বেশি সময় নেয়। শুধু এটা নয় মোবাইলে ব্যবহারের জন্যেও অনেক সময় ছবির রেজুলেশন কমানোর প্রয়োজন হয়। আপনারা নিশ্চয় জানেন ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিতে ছবির রেজুলেশন অধিকাংশ সময় একটু বেশি থাকে। এটা খুব সহজেই কমিয়ে ফেলা যায়। চলুন দেখা যাক সেটা কিভাবে করা যায়। (লেখাটি পড়ার মাঝে এই লিঙ্কে একটা ক্লিক করুন, পাশের ট্যাবে একটি পেজ ওপেন হবে যেখান থেকে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন )

আমার কম্পিউটারের ডেক্সটপে একটি ছবি আছে স্ক্রীণশর্টে যেটার সাইজ দেখা যাচ্ছে ৩.৮৪ মেগাবাইট। এই ছবিটার সাইজ আমারা কমিয়ে ফেলব এবং সেটা ফটোশপ ব্যবহার না করেই।

1

প্রথমে ছবিটার উপরে মাউস নিয়ে ডান বাটোনে ক্লিক করুন, একটি মেনু খুলে যাবে। Open With এর উপরে মাউস নিয়ে যান ডান পাশে আরো একটি ফ্লাই-আউট মেনু খুলে যাবে সেখান থেকে Microsoft Office 2010 এর উপরে ক্লিক করুন।

2

এবার মেনুবার থেকে Picture > Compress Picture এ ক্লিক করুন।

3

দেখুন ডানপাশে একটি মেনু খুলে গেছে। এখান থেকে আপনি ছবটিকে কোন ধরনের কাজে ব্যবহারের জন্য কম্প্রেস করতে চান তা ঠিক করে দিন। মনে করুন আপনি যদি এটিকে ইন্টারনেটে ব্যবহার করতে চান তাহলে Compress for > Web Page এ ক্লিক করুন এবং সাথে সাথে লক্ষ্য করুন নিচে আপনার ছবিটার সাইজ কমিয়ে কত হচ্ছে যা দেখিয়ে দেওয়া হয়েছে।

4

এবার OK বাটনে ক্লিক করে Ctrl + S চাপুন। ব্যাস কাজ শেষ। এবার উইন্ডোটি ক্লোজ করে দিয়ে দেখুন ছবিটার সাইজ একেবারে কমে গেছে।

5

আগেই বলেছি লেখাটি একেবারে নতুনদের জন্য তাই এক্সপার্টদের প্রতি অনুরোধ কোন ভুল হলে শুধরে দেবেন।

আপনার এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।  ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

eta ms office 2007 dea kora jabe na?

Level 0

MS Office 2007 dea o hoea6e.. Thanks… eta amar chub dorkar 6elo ….

এটাকী 07 এ হবে না।