কোন SEO বা কষ্ট ছাড়া আলক্সা রেঙ্ক হুর হুর করে বাড়াতে চান?

আসসালামু আলাইকুম,

বর্তমানে  একটা সাইট বা ব্লগের যে বিষয়টি একজন ভিজিটর প্রথমে জানতে চায় তা হল আলক্সা  রেঙ্ক এবং গুগুল পেজ রেঙ্ক।

আমারা সবাই জানি, গুগুল পেজ রেঙ্ক পাওয়ার জন্য সাইটে নিয়মিত  ভিজিটর এবং ইত্যাদি দরকার।যা একজন SEO এক্সপার্ট ভাল জানেন।

মুল কথায় আসা যাক,আমার এই টেকনিকটা বর্তমানে বাংলাদেশের  হাজার হাজার নতুন অনলাইন পত্রিকা সমূহের বেশী কাজে লাগবে,কারন পত্রিকা সমূহের ১ম ১ম ভিজিটর পেতে খুব সমস্যা হয়,আর ভিজিটর কম থাকলে কোন প্রতিষ্টান বিঞ্জাপণ ও দিতে চায়না,একটি উদিয়মান প্রতিষ্টানের জন্য বিঙ্গাপণ খুব দরকার । আমার এই টেকনিক খুব সহজ ।

আলক্সা রেঙ্ক হুর হুর করে বাড়ানোর জন্য আপনাকে যা করতে হবেঃ

* প্রথমে এই সাইটে গিয়ে রেজিস্ট্রেসন করতে হবে লিঙ্ক এর জন্য আমার ব্লগে

* একাউন্টে লগ-ইন করে,ম্যানেজ ওয়েবসাইট ট্যাবে গিয়ে আপনি যে সাইটের আলক্সা রেঙ্ক বাড়াতে চান ঐ সাইট অ্যাড করতে হবে।

* এখন আপানার সাইটের রেঙ্ক কমানোর জন্য আপানর দরকার পয়েন্ট । পয়েন্ট কালেক্ট করার জন্য ওয়েবসাইটি খোলা রেখে

 Auto Surf এ ক্লিক করতে হবে

এখন শুরু,  একটা ট্যাব ওপেন হবে একটা একটা ওয়েবসাইট আসবে ৫০ সেকেন্ড থাকবে আবার বন্ধ হয়ে যাবে।সাথে সাথে আপনার পয়েন্ট কালেক্ট হতে থাকবে।আবার অটোমেটিক ঐ পয়েন্ট কেটে কেটে আপানর সাইটের আলক্সা রেঙ্ক হুর হুর করে কমা শুরু হবে।

আপনি চাইলে পয়েন্ট ক্রয়ও করতে পারেন

এইভাবে আমি আমার সাইটের রেঙ্ক বাংলাদেশের মধে ৩০০ এর মধ্যে এনেছি এবং অনেক বিঞ্জাপন পেয়েছি।

আজ এইখানে শেষ করলাম।

ভুল হলে কমা করবেন।

আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমিঃ 

Level 2

আমি atmzakaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Registration-er jaygai nijer blog’er link diyechen,lojja kora uchit.

Level 2

bi lozzar ki ace? aikane details dite parci na tai blog link dilam

ভাই, টিটিতে সংযম থাকতে চাই। এটা কি করলেন আপনি? আপনাকে বলার কিছুই নাই আমার। কিন্তু খুবই আশ্চর্য লাগছে টিটি মোডারেটররা জায়গা মত হাত না দিয়ে অযথা অন্য জায়গায় হাত দেয়। আমার লেখা অনেকেই পছন্দ করে টিটিতে, নিয়মিতই লিখি। একদিন এক পোস্টের নিচে আমার ব্লগের আর কিছু পোস্টের নাম আর লিংক দিছিলাম। মোডারেটর খুব ভালো ভাবে আমাকে নোটিশ দিয়ে দিলো ধরিয়ে। সেদিন থেকে লেখার আগ্রহ গেল কমে। কি দুনিয়া !

Level 2

ঠিক বলেছেন মারুফ ভাই,ধন্যবাদ

Level 0

APNER BLOGER TO KONO ALEXA RANK NAI….