জেনে নিন কিবোর্ডের সাহায্যে কিভাবে (×গুন এবং ÷ ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি দেয়া যায়।

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, আশা করছি টিটির সদস্যরা সবাই ভাল আছেন। এটি আমার প্রথম টিউন। তাই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন।

আমাদের প্রয়োজনে আমরা (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড দিয়ে দিতে পারি না। কারন উক্ত চিহ্ন বা প্রতীক দুটি কিবোর্ড এ নেই। কিবোর্ড ছাড়া এই চিহ্ন বা প্রতীক দিতে হলে মেনু বারের Insert+Symbol এ গিয়ে খুজতে হয়। যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেক সময় খুজেও পাওয়া যায় না। তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এ কারনে আমি আপনাদের জন্য কিবোর্ড দিয়ে (×গুন এবং ÷ভাগ) এই চিহ্ন বা প্রতীক দুটি কিভাবে দেয়া যায় তার টিপস দিলামঃ

1.  (×গুন) এর জন্য=     কি বোর্ড এর Alt+0215 চাপুন।

2.  (÷ ভাগ) এর জন্য =  কি বোর্ড এর Alt+0247  চাপুন।

বি. দ্র: বাংলা টাইপ করার সময় অবশ্যই কিবোর্ড ইংরেজি ফন্টে পরিবর্তন করে নিতে হবে।

এই ধরনের টিউন পূর্বে কেউ করে থাকলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন।

আমার জন্য দোয়া করবেন।টেকটিউনসের সাথে যেন সবসময় পথ চলতে পারি।

ফেকবুকে আমি: http://www.facebook.com/al.mamun.5036459

Level 2

আমি Mamun Al Abdullah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার কাজে আসবে।
ধন্যবাদ ।

আপনাকে ও ধন্যবাদ।

Level New

আমার ল্যাপটপে(Model HP-430) কাজ হয় না । আমার কী বোর্ডে কি করে লিখতে হয় দয়া করে জানাবেন।

    আপনার ল্যাপটপের কী বোর্ডের কী গুলো প্রথমে ভালোভাবে চেক করুন।তারপর Alt চেপে উপরোক্ত নিয়ম অনুসরন করুন।

Level 0

জরুরী একটি টিপস শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

    আপনাকে অনেক ধন্যবাদ।

টিটিতে স্বাগতম, ছোট টিউন কিন্তু গোছানো টিউন অনেক সুন্দর হয়েছে ১ম টিউন হিসাবে @ ধন্যবাদ

    হোছাইন ভাই আপনাকে ধন্যবাদ।

অফিস ২০০৭, ২০১০ ও ২০১৩ এ Insert tab এ গিয়ে Symbol >> more symbol এ ক্লিক করলে যে বক্স আসে তার নিচে দেখুন সবগুলো symbol আছে। সেখানে গুন ও ভাগ চিহ্নতে ক্লিক করে নিচে shortcut key তে ক্লিক করে যে বক্স আসবে তাতে Press new shortcut key এর ঘরে Ctrl চেপে ধরে . (ফুলস্টপ) ও ,(কমা) চাপুন। প্রতিটির ক্ষেত্রে assign এ ক্লিক করে দিন। এভাবে সংখ্যা মুখস্থ রাখার চাইতে এটা সহজ নয়কি? একই ভাবে Customize Quick Ribbon এ ক্লিক করে Keyboard shortcut >> এরপর catagory থেকে font এ ক্লিক করুন। ডানপাশ থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে Press new shortcut key এর ঘরে Ctrl+0, আর ইংরেজি ফন্ট সিলেক্ট করে Ctrl+9 চেপে ‍assign করে দিন। এর বাংলা ও ইংরেজি দ্রুত পরিবর্তন করুন। আশা করি বুঝতে পেরেছেন। টিউনারকে ধন্যবাদ এই বিষয়টি তুলে আনার জন্য।

    Level New

    @মোঃ সাইফুল: Thanks a lot for this information.

সাইফুল ভাই আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ।

ধন্যবাদ।

Nice Brother,
Keep it up.

Level 0

গুন এর জন্য দ্ধ এবং ভাগ এর জন্য স্ট লিখে times new roman select করুন । এটা সবচেয়ে সহজ ।

Level 0

tnx……..