application বা folder অপেন করার কী-বোর্ড শর্টকাট নিজেই তৈরী করুন নিজের মত করে। (খুবি সহজ কাজ)

পোষ্ট শুরু করার আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন।  আমরা যত কি-বোর্ড শর্টকাট জানবো ততই কম্পিউটার জিনিয়াসের পরিচয় পাব।

এখন বলি শর্টকাটতো জানবেনই , কিন্তু যদি হয় ঐ শর্টকাট নিজের মত করে তৈরী করা তাহলে কেমন হয়?? হ্যাঁ আজকে ঐ জিনিষটাই দেখাবো কিভাবে নিজেই নিজের এপলিকেশনের বা ফোল্ডারের শর্টকাট তৈরী করবেন।  তার আগে বলে রাখি আপনি যে এ্যাপলিকেশন বা ফোল্ডারের শর্টকাট তৈরী করবেন অবশ্যই তার ডেস্কটপ শর্টকাট আইকন থাকতে হবে।  ডেস্কটপ শর্টকাট আইকনের জন্য কাঙ্খিত এ্যাপ্লিকেশন বা ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করে send to desktop এ ক্লিক করুন।  নিচে দুটো ছবি দেখুন বুঝতে সহজ হবে.......................

১. যেভাবে এ্যাপ্লিকেশন এর ডেস্কটপ শর্টকাট আইকন নিবেন...............

২. যেভাবে ফোল্ডার এর ডেস্কটপ শর্টকাট আইকন নিবেন...............

 

এবার আপনি ডেস্কটপ শর্টকাট এর উপর রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন তারপর shortcut সিলেক্ট করুন (যদি সিলেক্ট না থাকে) তারপর shortcut key তে আপনার নিজের ইচ্ছেমত যে কোন অক্ষর যেমন k, l, d, ইত্যাদি যা মন চায় তা দিয়ে ok  করুন।  নিচে দেখুন............

অর্থাৎ আপনি যে অক্ষরটা দিবেন ওটাই হবে আপনার shortcut key।  ব্যাস আপনার কাজও শেষ।  এবার আপনি কম্পিউটারের যেখানেই অর্থাৎ যে ড্রাইভেই থাকুন না কেন শুধু আপনার তৈরী করা ঐ শর্টকাট কি টা চাপলেই কাঙ্খিত এ্যপলিকেশন বা ফোল্ডারটি অপেন হয়ে যাবে।

বিঃ দ্রঃ আপনি shortcut key তে যদি কোন অক্ষর যেমন ধরুন আপনি K দিলেন সে ক্ষেত্রে আপনার shortcut key হবে Ctrl+alt+k আর যদি অক্ষরের পরিবর্তে কোন সংখ্যা দেন যেমন ধরুন ৫ দিলেন সে ক্ষেত্রে আপনার shortcut key হবে শুধুই ৫ 

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন.................................

আরো মজার কিছু চাইলে এখানে ক্লিক করুন............................

 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank You

Good

দুইজনকেই কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ।