
বন্ধুরা কেমন আছো, নিশচয় ভাল আছ।
নিয়ে এলাম ওয়েলকাম টিউন এর সকল কোড- বিস্তারিত ভাবে লিখছি

এখন থেকে যখনই আপনাকে কেউ ফোন করবে, শুনতে পারবে তাদের পছন্দের গান। আপনার গ্রামীণফোন পোস্টপেইড বা প্রিপেইড সংযোগে উপভোগ করুন ওয়েলকাম টিউন।
আপনার নির্বাচিত কলারদের শোনান পছন্দের সব গান। এখানে বাংলা, হিন্দী বা ইংরেজি লেটেস্ট সব গান, মজার মজার শব্দ ও যন্ত্রসঙ্গীত আছে বেছে নেয়ার জন্য।
১০,০০০ এর বেশী ওয়েলকাম টিউন কোডের লিস্ট ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আপনি দুভাবে ওয়েলকাম টিউন পেতে পারেন।
৪০০০ নম্বরে ডায়াল করুন এবং নির্দেশনা অনুসরণ করুন। ভয়েস সার্চ ফিচারটিতে শুধু গান বা এ্যালবামের নাম বললেই সাবসক্রাইবারকে তার পছন্দের নির্দিষ্ট গানটি খুঁজে দিবে। নিয়মটি নিম্নে দেয়া হল:
১. ৪০০০ এ ডায়াল করে ৭ নম্বর অপশনটি সিলেক্ট করুন
২. গানের ভাষা নির্বাচন করুনঃবাংলা/হিন্দি/ইংরেজি
৩. বিপ শুনবার পর গান/এলবামের নাম দিয়ে ওয়েলকাম টিউনটি খুঁজুন
কোডসহ ৪০০০ নম্বরে ডায়াল করে গ্রাহকগণ গান শুনতে এবং এক্সপেরিয়েন্স করতে পারবেন। যেমন: গানের কোডটি যদি ৫৫৫৮ হয় তবে গ্রাহক সরাসরি ৪০০০৫৫৫৮ এ নম্বরে ডায়াল করলে ঐ নির্দিষ্ট গানটি শুনতে পাবেন। এরপর নির্দিষ্ট নির্দেশনা মেনে গানটি ওয়েলকাম টিউন হিসেবে এ্যাকটিভ করতে পারবেন।
আপনার মোবাইল থেকে ভিজিট করুন http://wt.grameenphone.com. আপনার হ্যান্ডসেটটি অবশ্যই EDGE/GPRS সম্বলিত হতে হবে এবং আপনার জিপি সংযোগে ইন্টারনেট আক্টিভেটেড থাকতে হবে.
যেকোন গ্রামীণফোন নম্বর থেকে ওয়েলকাম টিউন কপি করে নিন। কোন জিপি নম্বরে কল করার পর শুনতে পাওয়া ওয়েলকাম টিউনটি পছন্দ হলে প্রেস করুন **। টিউনটি আপনার জিপি নম্বরে সেট হয়ে যাওয়ার পর আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
হ্যাঁ, ওয়েলকাম টিউন সাময়িকভাবে বন্ধ করে রাখা যায়। এর জন্য:
ওয়েলকাম টিউন সাময়িকভাবে বন্ধ রাখলে আপনার ক্রয়কৃত টিউনগুলো মাই গ্যালারি-তে থেকে যাবে এবং আপনাকে মাসিক ফি প্রদান করতে হবে।
হ্যাঁ! ওয়েলকাম টিউন স্থায়ীভাবেও বন্ধ করে দেয়া যায়। এর জন্য:
স্থায়ীভাবে সার্ভিসটি বন্ধ করে দিলে পরবর্তী দু মাস পর্যন্ত আপনার ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো আপনার মাই গ্যালারি-তে থাকবে।
ওয়েলকাম টিউন সার্ভিসটি স্থায়ীভাবে বন্ধ করার পরবর্তী দু মাসের মধ্যে পুনরায় চালু করলে আপনার ক্রয়কৃত ওয়েলকাম টিউনগুলো 'মাই গ্যালারি'-তে ফেরত পাবেন। সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক ফি প্রযোজ্য হবে। সার্ভিসটি পুনরায় চালু করতে নিচের নিয়ম অনুসরণ করুন।
এই সার্ভিসের জন্য খরচ হবে এ রকম:
ভ্যাট প্রযোজ্য
আপনি আপনার গ্রামীণফোন নম্বর থেকে অন্য যেকোন গ্রামীণফোন নম্বরে ওয়েলকাম টিউন উপহার হিসেবে পাঠাতে পারেন। এর জন্য প্রেরক ও প্রাপক, দুজনেরই ওয়েলকাম টিউন সার্ভিসটি চালু থাকতে হবে। অর্থাৎ এই সার্ভিসটি শুধুমাত্র ওয়েলকাম টিউন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।
একজন জিপি গ্রাহক অন্য জিপি নম্বরে ওয়েলকাম টিউন সাবসক্রিপশন এবং গান উপহার দিতে পারবেন। সাবসক্রিপশন গিফটিং-এর ক্ষেত্রে অন্য জিপি কাস্টমারকে সাবসক্রিপশন গিফট করার জন্য কাস্টমারকে ওয়েলকাম টিউন সার্ভিসে রেজিষ্টার্ড না হলেও চলবে।
প্রেরক নিচের উপায়ে এসএমএস-এর মাধ্যমে প্রাপককে ওয়েলকাম টিউন পাঠাতে পারেন:

যদি ‘খ পার্টি’ (প্রাপক) ওয়েলকাম টিউন এর কাষ্টমার না হন, তাহলে গিফট সাবস্ক্রিপশনের জন্য ‘ক পার্টি’র (প্রেরক) ৩০টাকা+১৫% ভ্যাট কাটা যাবে। যদি ‘খ’ পার্টি (প্রাপক) ওয়েলকাম টিউন এর কাস্টমার হন, তাহলে গিফট সাবস্ক্রিপশনের জন্য জন্য ‘ক পার্টি’র (প্রেরক) ১৫ টাকা+১৫% ভ্যাট কাটা যাবে। সিস্টেম ‘খ পার্টি’র (প্রাপক) স্ট্যাটাস বুঝে নিবে এবং সে অনুসারেই চার্জিং করবে।
গানটি প্রাপকের গ্যালারিতে যোগ হবে এবং প্রাপক নিচের এসএমএসটি পাবেন:

গানটি প্রাপকের কাছে পৌঁছে যাবার পর প্রেরক নিচের এসএমএসটি পাবেন:
প্রাপক নিচের এসএমএসটি পাবেন:
ট্যারিফ: ওয়েলকাম টিউন উপহার হিসেবে পাঠানোর জন্য প্রেরকের খরচ হবে ১৫ টাকা (+১৫% VAT) = ১৭.২৫ টাকা। আর প্রাপকের গানটি সেট করতে কোন খরচ হবে না।
আমি abirhossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন জিনিষ , ধন্যবাদ ।