এখন থেকে আপনিও স্বচ্চ আরবী লিখুন/টাইপ করুন। 260 কেবি ওজনের একটি সফ্টওয়্যার দিয়ে তাও আবার পোর্টএবল।

আপনাদের জন্য আজ নতুন একটি সফ্টয়্যার নিয়ে আসলাম।  নতুন বলছি কারণ আমি টেকিতে অনেক খুজছিলাম আরবী টাইপ করার একটি সফ্টওয়্যার।   কিন্তু পিইনি ।  এমনকি আমি একদিন এই সফ্টওয়্যারটি চেয়ে টেকিতে একটা পোষ্টও করেছিলাম, কিন্তু আমাকে কেও লিংকটা দিতে পারে নাই।  তারপরও কেউ যদি এই পোষ্টটি আগে করে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দু:খিত।  আজ যে সফ্টওয়্যারটি আমি আপনাদের শেয়ার করবো তার ব্যবহারও খুবই সোজা।  আমরা যেভাবে অভ্র দিয়ে বাংলা টাইপ করি ঠিক সেইভাবেই আরবী টাইপ করতে পারবো।  সবচেয়ে মজার বিষয় হল সফ্টওয়্যারটি পোর্টএবল, তার মানে ইন্স্টল করারও কোন ঝামেলা নেই।

সফ্টওয়্যারটি এখানে ক্লিক করে নামিয়ে নিন............  তরপর extract করে মনের আনন্দে আরবী টাইপ করতে থাকুন।

উল্লেখ্য রার ফাইলটির মধ্যে একটি image ও আছে, যার দ্বারা আপনি কি-বোর্ড ও বুঝে নিতে পারবেন, মানে কোন কি তে কোন আরবী  হরফ আছে তা দেখে নিতে পারবেন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন...................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.........................

 

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

tnxxxxx

ধন্যবাদ কামরুল ভাই। আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।