গ্রামীনফোন মোডেমে ব্যালেন্স জানার প্লাগইনস

গ্রামীনফোন মোডেমে ব্যালেন্স জানার প্লাগইনস

দেশে ওয়াইম্যাক্স বিপ্লব! ঘটলেও মোবাইল ইন্টারনেটের চাহিদা একটুও কমেনি বরং জিপি আরএস/ এইজ স্বল্প গতির ইন্টারনেট হলেও নেটওয়ার্ক বিস্তৃতি আর সহজলভ্যতার কারনে সাধারন মানুষ মোবাইল ইন্টারনেট সেবার দিকে ঝুকছে। আর মোবাইল অপারেটর গুলোও ইন্টারনেট সেবা প্রদানের জন্য নিত্যনতুন ডিভাইস/ প্যাকেজ বাজারে ছাড়ছে। সেই ধারাবাহিকতায় দেশের সবচাইতে বড় সেলুলার অপারেটর গ্রামীনফোন তাদের ইন্টারনেট পরিসেবা দেওয়ার লক্ষে গ্রামীনফোন মোডেম বাজারজাত করে। ডিভাইস গুলো গ্রামীনফোন মোডেম নামে পরিচিত হলেও এগুলোর নির্মাতা মূলত চীনের Huawei ও ZTE । ZTE মোডেম থেকে Huawei মোডেম গুনগত মান সম্পন্ন হওয়ায় গ্রামীনফোন তাদের বেশির ভাগ মোডেম হুয়াওয়ে থেকে সরবরাহ করেছে। আর বিশ্বব্যাপী কম মূল্যে মান সম্পন্ন ডিভাইস তৈরীর ক্ষেত্রে হুয়াওয়ের সুনাম রয়েছে। গ্রামীনফোন এ পর্যন্ত হুয়াওয়ে থেকে দুইটি মডেলের মোডেম বাজারজাত করে। মডেল দুটি হলোঃ Huawei EG162G এবং Huawei E1550। বর্তমান গ্রাহকরা যারা গ্রামীনফোন নিউ জেনারেশন নামে যে মোডেমটি কিনেছেন সেটি Huawei E1550, নিউ জেনারেশন মোডেম বলা হলেও আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় রাখা হয়েছে। তার প্রধান কারন আধুনিক ফিচার সমৃদ্ধ সক্রিয় অবস্থায় কিনতে হলে এর মূল্যমান বেশী হয়ে যায় যা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এই মোডেম গুলোতে আধুনিক সকল সুবিধা থাকা সত্ত্বেও স্বল্প মূল্যে সরবরাহ করার কারনে মোডেম গুলোর ভেন্ডর হুয়াওয়ে আধুনিক অনেক ফিচার নিস্ক্রিয় করে রেখেছে। দুটি মোডেমই গুনগত মানসম্পন্ন এবং আধুনিক ফিচার যেমনঃ ইউটিএমএস সাপোর্ট, ফোনকল, ভিডিওকল, কল রেকর্ড, এমএমএস, এসটিকে (সিম টুল কিট), সেল ব্রডকাস্ট, ইউএসএসডি ইনফো, ব্যাকআপ সহ আর অনেক সেবা সমূহ সমর্থন করে। এগুলো সক্রিয় করার জন্য প্রয়োজন ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন। কিন্তু তা করতে গেলে ওয়ারেন্টি বাতিল হবে এছাড়া মোডেমটি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন যাবৎ ফার্মওয়ার ও ড্যাশবোর্ড পরিবর্তন না করে কিভাবে আধুনিক সেবাসমূহ সক্রিয় করা যায় তার চেষ্টা করে আসছি। বেশ কিছু সার্ভিস সক্রিয় করতে সমর্থ হয়েছি এবং বাকি গুলোও সক্রিয় করতে সমর্থ হব বলে প্রত্যয় ব্যক্ত করছি। প্রাথমিক ভাবে আমি USSD (Unstructured Supplementary Service Data) সক্রিয় করার প্লাগইনস অবমুক্ত করছি। ইউএসএসডি সার্ভিস সক্রিয় করার প্লাগইনস ব্যাবহারের মাধ্যমে আপনি খুব সহজেই প্রি-পেইড কার্ড রিচার্জ, ব্যালেন্স জানা, বিভিন্ন প্যাকেজের ব্যাবহারসীমা সহ সকল USSD সার্ভিস সমূহ উপভোগ করতে পারবেন। আর যারা গ্রামীনফোন ইন্টারনেট সিম ব্যাবহার করেন তারাও বেশ উপকৃত হবেন। কেননা এই সংযোগে ইন্টারনেট ব্যাবহার আর ব্যাবহারসীমা জানা ছাড়া আর সব সার্ভিস নিস্ক্রিয় রাখা হয়েছে। তাও আবার জানার জন্য নানা রকম ঝক্কি ঝামেলা পোহাতে হত। এখন তা থেকে মুক্তি পাওয়া যাবে। গ্রামীনফোন থেকে সরবরাহকৃত Huawei EG162G এবং Huawei E1550 দুইটি মোডেমেরই USSD প্লাগইনস আলাদা ভাবে দেওয়া হলো।

11212

Huawei EG162G এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৯৪ কিলোবাইট)
http://www.mediafire.com/?iymybd23k5z
মিররঃ http://hotfile.com/dl/45910987/f8b283e/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395220857/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip

Huawei E1550 এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৩৫৫ কিলোবাইট)
http://www.mediafire.com/?enymmj2gtkn
মিররঃ http://hotfile.com/dl/45911307/6abf171/USSD_Activator_Plugins_Final_for_Huawei_E1550_Modem.zip.html
মিররঃ http://rapidshare.com/files/395226837/USSD_Activator_Plugins_Final_for_Huawei_E1550_Modem.zip

রাফাতুল হাসান সাগর

ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

ঢাকা সিটি কলেজ

সদস্যঃ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN)

ইমেইলঃ [email protected]

Level 0

আমি রাফাতুল হাসান সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি গ্রামীণ ইন্টারনেট সিম, স্যামসাং স্টাইল সিরিজের ফোন মোডেমে চালাই। আমি কি ভাবে আমার ব্যলান্স জানতে পারি?

    *566*10# দিয়ে gp internet ব্যালেন্স জানা যায় ।

amar modem ae model MZ31.AMAR TAI KE KAJ HOBA?

Level 0

ধন্যবাদ আপনাকে এটি টেকটিউনে শেয়ার করার জন্য

    LuckyFM ভাই আপনেক মেইল করলাম টেকটিউন্সের মাধ্যমে আবেদন করলাম যে থাকলে jetaudio plus খানা দিয়েন কারন আমি ফ্রিটা ইউস করিতেছি বর্তমানে কিন্তু এখন পর্যন্ত আপনার কোন সারা পাইলাম না ইয়েস অর নট জানাইলে অপেক্ষার প্রহরটা শেষ হইত।

প্রশ্নঃ আপনার কাছে সিটিসেলের ZTE mg 880 মডেমের কোন প্লাগইন আছে ?

(সিটিসেল একটা সুক্ষ কারচুপি করে। যেমন- তারা তাদের ইন্টারনেট সার্ভিস এ এমন কোন ব্যবস্থা রাখে নি, যাতে আমি কতটুকু নেট ইউস করেছি দেখতে পারব। তারা কিন্তু ভালভাবেই জানে আমি কতটুকু নেট ইউস করেছি।
তারা গ্রাহকদের এই নেট ইউস এর পরিমান সুযোগ দেয় না চুরি করার উদ্দেশ্যে। আমি সাধারণত ১ গিগা অথবা ৩০০ মেগাবাইট প্যাকেজ নিই। কিন্তু সিটিসেল আমাকে ৩০০ মেগাবাইট না দিয়ে ২৮০ মেগাবাইট দেয়, আর ১ গিগার ক্ষেত্রে ৯২০ মেগাবাইট দিয়ে সার্ভিস বন্ধ করে দেয়। অথচ তাদের ১০২৪ মেগাবাইট দেয়ার কথা। এ বিষয়ে অনেক অভিযোগ করেও লাভ হয় নি।)

    সিটিসেলের ZTE mg 880 মডেম টি আমার কাছে নেই। থাকলে এটাতে ব্যালেন্স জানার উপায় বের করার চেষ্টা করতাম। সত্যি খুব দূঃখিত ভাই।

ভাই, কল করারটা কি আছে???

    ভাই, কল করারটা কি আছে???

Nice Tune.Thanks a lot sagarcs VI.

ভাল টিউন । ধন্যবাদ আপনাকে ।

আমি ST860 EDGE MODEM (Sentar Modem) ব্যবহার করি , আমার জন্য কি উপায় ……?

ধন্যবাদ সাগর ভাই। প্লাগইন তো ইনস্টল করলাম (আমার মডেম Huawei EG162G), এখন ব্যালেন্স জানবো কি করে? আশা করি প্লাগইনগুলোর ব্যবহার নিয়ে বিস্তারিত আরেকটা টিউন করবেন। তাহলে অনেকেই উপকৃত হবো।

অক্ষর ভাই, plugins টি install করার পর আপনার ড্যাশবোর্ড এ নতুন যে USSD বাটন টি এসেছে, তাতে ক্লিক করুন।
দেখবেন ড্যাশবোর্ড এর নিছের দিকে নাম্বার লেখার জন্য একটা নতুন বক্স এসেছে…
এই নতুন আসা বক্স এ আপনার কাঙ্খিত নম্বর লিখে সেন্ড বাটন এ ক্লিক করলেই আপনি তার ফলাফল পেয়ে যাবেন।
ধন্যবাদ।।

এক কথায় চমৎকার ….

Level 0

Oi valo hoese. Thanks. tgtgtgftrgvfr

আরে এতো দেখছি জটিল কিছু…………….!!!

আপনাকে ১০০০০০ টন ধন্যবাদ ।

ফাহিম ভাই আপনি ১০০০০০ দিলেন?ওনাকে তো ১০০০০০০০০ দেয়া উচিত।

মোবাইলের ডিসপ্লে নাই । Nokia_PC_Suite ব্যবহার করি, এ অবস্থায় কি করে ব্যালেন্স বা ব্যবহারের পরিমান জানতে পারবো ? আপনাকে ধন্যবাদ ।

    আপনারা যারা গ্রামীনফোন ইউজার তারা খুব শীঘ্রই নতুন একটি সুবিধা পেতে যাচ্ছেন। তা হলো ওয়েব সাইটে লগইনের মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যাবহারসীমা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। গ্রামীনফোন কাষ্টমার কেয়ার হতে এই তথ্য জানা গেছে।

দারুন টিউনস করেছেন ভাই । আমি ব্যালেন্স জানাটা নিয়ে বেশ সমস্যায় ছিলাম যা আজ সমাধান হল। ধন্যবাদ আপনাকে।

প্লাগইনসটি সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।বস আমি আপনার মডেমে কল এবং কল লোগো প্লাগইনসটি দেখলাম আমাকে কী ঐ প্লাগইনস দুটি দেওয়া যাবেনা।দিলে খুবই উপকৃত হতাম।লিংক দিলে ভাইয়া মিডিয়া ফেয়ারে দিয়েন।ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনায়।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে কল সুবিধা সম্পন্ন প্লাগইনস অবমুক্ত করার ইচ্ছা রয়েছে। ফার্মওয়ার পরিবর্তন না করে কিভাবে এই সুবিধা সক্রিয় করা যায় তার কাজ চলছে।

দারুন টিউনস করেছেন ভাই

ভাই আমি আপনার তিনটা লিংকের একটা থেকেও ডাউনলোড করতে পারছিনা। জিপি লাইন থেকে র‌্যাপিডশেয়ার আর হটফাইলতো এমনিই কাজ করেনা। তারওপর মিডিয়াফায়ার লিংকটা পেজ লোড এরর দেখাচ্ছে। প্লিজ আমাকে এক কপি মেইল করে দিলে কৃতজ্ঞ থাকব। নতুন কোন লিংক দিলে বাকী সবাই উপকৃত হতো। মডেল Huawei EG162G ইমেইল [email protected]

    এই মাত্র সবগুলো লিঙ্ক পরীক্ষা করলাম। রেপিড শেয়ার ছাড়া সবগুলো লিঙ্ক সঠিক ভাবে কাজ করে। রেপিড শেয়ারের লিঙ্ক আপডেট করা হলো। এছাড়া ডাউনলোড এর সময় ডাউনলোড ম্যানেজার ডিজেবল করে নিন। ব্রাউজার পরিবর্তন করে দেখতে পারেন। জিপি গ্রাহকেরা লাইন বারবার ডিসকানেক্ট করে সবগুলো সার্ভার থেকে নামাতে পারবেন। জিমেইলে সফটওয়্যার পাঠানো যায়না। ইয়াহু এড্রেস থাকলে পাঠানো হবে।
    ধন্যবাদ

Huawei EG162G এর লিঙ্ক সমূহঃ (সাইজ ৯৪ কিলোবাইট)
http://www.mediafire.com/?iymybd23k5z
মিররঃ http://hotfile.com/dl/45910987/f8b283e/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip.html
মিররঃ http://rapidshare.com/files/393994101/USSD_Activator_Huawei_EG162G_Modem.zip.html

প্লিজ Check

Level 0

ধন্যবাদ…অপেক্ষায় আছি আরো কিছুর………..

রাফাতুল হাসান সাগর ভাই,আমি ST860 EDGE MODEM (Sentar Modem) ব্যবহার করি , আমার জন্য কি উপায় ……?

    রুহুল ভাই, ST860 EDGE MODEM (Sentar Modem) মডেম টি আমার কাছে নেই। থাকলে এটাতে ব্যালেন্স জানার উপায় বের করার চেষ্টা করতাম। খুব দূঃখিত……

বস আমার অনেক কাজে লাগতেছে।

ভাই আমি কিছু দিন আগে একটা গ্রামীণ মোডেম দিয়ে কল করার টিউন করেছিলাম সেটা প্রাকাশ হল কি না হল আমি বুঝলাম না ভাই। আমি নতুন তাই অত কিছু জানি না। আমার আনেক দিনের সপ্ন ছিল টিউন করব তাই ঘুচড়াতে ঘুচড়াতে একটা টিউন করলাম তো প্রকাশ হল কি হল না জানতে পারলাম না।

Level 0

good job