Windows এর অধিকতর নিরাপত্তা প্রদান করুন

Windows এর Unathorised Access নিয়ন্ত্রন করার জন্য সাধারনত Username & Password ব্যবহার করা হয়। কিন্তু এই নিরাপত্তা আরও বাড়ানো যায়। Logon Screen আসার আগেই আপনি আরেকটি Password set করতে পারেন। এর জণ্য নিম্নের ধাপগুলো অনুসরন করুন-

1) ‍Start থেকে Run এ Click করুন
2) লিখুন syskey এরপর এন্টার চাপুন
3) যে Window আসবে তার Update এ Click করুন
4) Password Startup এ Click করুন
5) আপনার Password টি লিখুন এবং Confirm করুন। OK তে Click করুন
6) এখন PC Restart করে দেখুন Logon Screen আসার আগেই Password চাচ্ছে

Password Disable করার জন্য উপরের ধাপগুলো অনুসরন করুন। 4 নং ধাপে এসে System Generated Password এ Click করুন, এরপর Store Startup Key Locally তে Click করুন। এর পরের Window তে বর্তমান Password টি লিখে OK তে Click করুন। তাহলেই Password Disable হয়ে যাবে।

Level 0

আমি সাইফুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সাইফুল ভাই,ভাল হয়েছে ধন্যবাদ , কিন্তু Password ভুলে গেলে কি করা বলে আর ভাল হত।

    Password ভুলে গেলে কি করবেন সেটা বলতে পারবনা!! কারন আমিও এর সমাধান খুজছি। তবে একটা কাজ করতে পারেন- নতুন করে Windows সেটআপ দেয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

লিংকটা দিলেই পারতেন
http://www.shamokaldarpon.com/?p=2103

    ভাই Tips আমি উক্ত লিংক থেকে সংগ্রহ করিনি। আমি সংগ্রহ করেছি অন্য আরেকটি সাইট থেকে। আর ভাই! আমি যেহেতু Windows তৈরী করিনি সেহেতু আমাকে এই Tips কোন না কোন খান থেকে সংগ্রহ করতেই হত। এটা দোষের কিছু না।

    সাইফুল ভাই একদম খাটি কথা বলেছেন। আপনি যেমন জটিল একটা টিউন করেছেন তেমনি কঠিন একটা পালটা উত্তত দিয়েছেন।

    জয় সাইফুল ভাইয়ের জয়………………………………………………………………………………

    Rumi ভাই , আপনি একটি টিউন করে দেখান যেটা দুনিয়ার কেউ জানেনা এবং কোন ওয়েবসাইটে আজ পর্যন্ত প্রকাশিত হয়নি ।

সাইফুল ভাই,Password ভুলে গেলে তখন কি করব বলে দিলে ভালো হইতো.

Level 0

টিউনটা অনেক উপকারী। ধন্যবাদ ভাই। শিক্ষণীয় টিউন।
একটু অনধীকার চচা না করলে হয় না, সেটা হলো কিছু মানুষ আছে যারা নিজেরা বেশী জানে কিন্তু কাউকে জানায় না। আবার বলে “কোথা থেকে সংগ্রহ করেছেন দিয়ে দিলেই পারতেন”। আমি সেই সব মানুষকে বলি, আপনি এত পারেন তো, আপনি এই টিউনটা করেন নাই কেন????? আর কোথা থেকে সংগ্রহ করেছেন সেটাতো পরের কথা, এইটা কোন Assignment না যে Reference দিতে হবে। এই খানে আমরা জানতে এবং শিখেতে আসছি। আবার কিছু মানুষ আছে যারা বলে ” এই পুরাতন টিউনাটা পুনরায় দিলেন কেন?” আমি তাদের বলি, আপনারা পুরাতন এই টেকটিউনসে কিন্তু আমি বা আমরা নতুন তাই আমাদের এই টিউনস গুলা দরকার। টেকটিউনসে এত টিউন করা হয়েছে যে, এই সব গুলা খোলা সম্ভবনা। এটা আমার একান্তই নিজেস্ব মতামত।

    Level 0

    নাচতে না জানলে উঠান বাকা

    @ Ashiq ভাই আমি আপনার সাথে একদম এক মত না । আমি একটা টিউন করবো কস্ট করে , আর কেঊ ওটা কোন রেফারেন্স সারাই কপি পেস্ট করে হিরো হবে , এটা টিউন নার রা কখন মেনে নিবে না ।

সব টিউন কোন না কোন সাইট থেকে সবাই কে জানতে হয়।কেঊ আগে জ়ানে কেউ পরে জানে।আর এইটাতে কারো না কারো লেখার মাধ্যমে সবাইকে জানতে হয়।
সুতারং কপি এন্ড পেষ্ট তো হবেই।

Level 0

@ ফাইম ভাই, আপনি আমার সাথে অবশই একমত হবেন, একই জিনিষ একাধিক ওয়েবসাইটে পাওয়া যায়। অনেক সময় দেখা যায়, আমরা একটা প্রোগ্রাম পারি, কিন্তু কোথা থেকে শিখেছি সেটা ভুলে যাই। তখন টিউন করতে গেলে কি করব? আমি রেফারেন্স এর বিরধী না কিন্তু একই রকম টিউনস তো হতেই পারে। এই টেকটিউনসে অনেক টিউনার আছে যারা সদ্য যোগ হয়েছে। তারা নতুন কিছু আমাদের দিতে চায়।কিন্তু আমরা তাদের বিভিন্ন ভাবে কমেন্ট করে তাদের অপমান করি। এমন কি পাগল ছাগল ও বলি। এটা কি ঠিক ভাই? আমি আপনার প্রায় সব টিউনসই পড়েছি । আপনার সাথে কারও তুলনা হয়না। তাই আমি শুধু এটা বলতে চাই, কউকে অন্তত: আত্রমনাথক বা অপমান জনক কথা না বলি। ধন্যবাদ।

আমি আশিক ভাইয়ের সাথে একমত। যারা সরাসরি কপি পেষ্ট করে তাদেরকে ধিক। কিন্তু সিনিয়য় টিউনার ভাইদের উচিৎ যারা নতুন টিউনার তাদের ভুলগুলো শুধরে পরামর্শ দেয়া। অপমান করা নয়।