উবুন্তু লাইভ সিডি এর বিকল্প হিসেবে উবুন্তু ইউএসবি লাইভ ব্যবহার করুন

উবুন্ত ইউএসবি অপেক্ষাকৃত কম সময়ে চালু হয় উবুন্ত সিডি থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে।

যা প্রয়োজন ঃ

১। Unebootin software. সাইজ ঃ 4.31 MB. ডাউনলোড ঠিকানা এইখান

২। Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download

৩। ১ থেকে ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভ

এখন তৈরি করা যাক উবুন্তু ইউএসবি ঃ

* প্রথমে ডাউনলোড করা Unebootin রান করুন

* একটি নতুন উইনন্ডো আসবে

* এখানে Diskimage সিলেক্ট করে  আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে  OK বাটনে ক্লিক করুন

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি হলে)

* উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং  Exit নিয়ে

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট করার জন্য।

আরো বিস্তারিত দেখুন এইখানে

সমস্যা হলে [email protected] মেইল করুন আপনার সমস্যা।

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এমদাদ ভাই, কেমন আছেন? এতো কোথায় ছিলেন? অনেক দিন ধরে আপনাকে TTতে দেখা যায় না। টিউন করার জন্য ধন্যবাদ

    Level 0

    ধন্যবাদ আপনাকে ভাইজান।
    স্মরণ রাখার জন্য

Level New

এই প্রথম আপনার দেয়া তথ্য মতে ঘুরে এলাম উবুন্ট থেকে চমৎকার লাগল ভাই আমি নতুন কম্পিউটার ব্যবহারকারি হিসাবে আমার কিছু জানার ছিল।
১ ইউসবি লাইভ ব্যবহার কারনে কি আমার সাউন্ড সিস্টেম কাজ করছিল না?আমাকে কি নতুন করে সব ড্রাইভার ইন্সটল করতে হবে?
২ আমি যদি পারমান্যান্টলি উবুন্টু ইন্সটল করি তাহলে কি এটা আমার পিসিতে থাকা পুর্বের ইন্সটল করা সফটওয়্যার গুলো কি চিনে নিতে পারবে? না আমাকে নতুন করে সব কিছু করে নিতে হবে।
আপনার সাইটটি ভালই ধন্যবাদ টিউনের জন্য।

    Level 0

    ভাইজান আপনার মেইল আইডি -টা [email protected] send করলে ভাল হয়।
    কারণ আপনার জিজ্ঞাসা এর উত্তর মেইল-এ পাঠানো হবে।
    ধন্যবাদ আপনাকে।

    Level New

    আমার মেইল= sa_ra_ng_hayooATyahoo.com ফাকা জ়ায়গায় আন্ডার স্ক্রল হবে,তবে আমাকে মেইল করা সহ তথ্য গুলো এখানে উপস্থাপন করলে আমার মত আর অনেকে জানতে পারত।
    ধন্যবাদ আপনাকে।

আমার ল্যাপটপে windows 7 আছে আমি কি উবুন্ত ইনষ্টল করতে পারব, আপনি যে ভাবে বললেন। ধন্যবাদ আপনাকে।

অনেক কাজে লাগলো এমন একটা কাজ অনেক অনেক খুজতে ছিলাম পাইয়ে দেয়ার জন্য …………………

ধন্যবাদ কাজে লাগবে।

Level 0

আরেকটা ভাল alternative আছে। http://www.pendrivelinux.com/universal-usb-installer-easy-as-1-2-3/

Level 0

KOB BALA POST THENKS APNAKA