এবার নিজেই বানিয়ে ফেলুন ইংলিশ মুভির বাংলা সাবটাইটেল সবচেয়ে সহজ উপায়ে (পর্ব ১)

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটা জটিল বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা এতোদিনে সবাই তা জানেন, অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন তাই  ভুল হলে ক্ষমা করবেন। এই পোস্টটা সবার জন্য।

আমরা যারা মুভি দেখি তাদের মধ্যে অনেকেই বাংলা সাবটাইটেল পছন্দ করেন। তাদের জন্যই মূলত এই পোস্টটি।আমি ইংরেজি সাবটাইটেলই Prefer করি।অনেক শব্দ শেখা যায়। তবে কিছু প্যাঁচানো মুভির ক্ষেত্রে মাতৃভাষার তুলনা নেই।আজকে আমি যে সফ্‌টওয়ার নিয়ে কথা বলব তা দিয়ে আপনি ৫ মিনিটেই বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন, যেকোন মুভির।তবে একটা সমস্যা আছে।  এই সফটওয়্যার দিয়ে যে সাবটাইটেল পাবেন তা আপনার মনমত নাও হতে পারে।যে ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে বাংলা সাবটাইটেল তৈরি করছেন তাদের মত পারফেক্ট হবে না। কারণ হল আপনি যে সাবটাইটেল পাবেন সেটা হবে অনুবাদকৃত বাংলা সাবটাইটেল। ভাবানুবাদ নয় আক্ষরিক অনুবাদ।কোন ভাষা অনুবাদ করতে গেলে এখন প্রথমেই মাথায় আসে গুগল ট্রান্সলেটরের নাম। গুগল আপনার ইংরেজি সাবটাইটেলটি যেভাবে অনুবাদ করে দিবে আপনি সেভাবেই পাবেন।

এবার আসি কাজের কথায়। প্রথমে  http://www.filedwon.info/zt2q312sbgnp/BANGLA_SUBTITLE_MAKER.zip.html এখান অথবা http://www.mediafire.com/download/l8wgskqxms2ylyt/BANGLA+SUBTITLE+MAKER.zip  থেকে সফ্‌টওয়ারটি ডাউনলোড করে নিন ।আপনাদের সুবিধার কথা ভেবে ভাল একাটি সাইটে uplod দিলাম কোন রকম এডের জামেলা নেই তাই সরাসরি ডাউনলোড করতে পারবেন।  🙄

>জিপ ফাইল তাই ওপেন করে subtitleEdit নামের file টি ইন্সটল করে ওপেন করুন। বাংলা সাবটাইটেলের জন্য আপনার লাগবে কাংক্ষিত মুভির ইংরেজি সাবটাইটেল।

>তারপর ফাইল মেনুতে গিয়ে ওপেন এ যাবেন।তারপর আপনি যে সাবটাইটেলটি বাংলা অনুবাদ করতে চান সেটি সিলেক্ট করুন।

>সিলেক্ট করার পর সাবটাইটেলটি ওপেন হবে।

>তারপর উপরের  মেনু থেকে Auto-Translate (Powered by Google) সিলেক্ট করুন। তাহলে আরেকটি উইন্ডো আসবে।

>বিভিন্ন ভাষা থেকে বাংলা সিলেক্ট করে Translate এ ক্লিক করুন। কিছু সময় লাগবে। তারপর সাবটাইটেলটি বাংলা হয়ে যাবে। এবার সেভ করুন। ট্রান্সলেট করতে ইন্টারনেটের কানেকশন লাগবে।

এখন আপনাদের প্রশ্ন হতে পারে গুগলের অনুবাদ এর মান তো ভালো নয়। কিন্তু কিছু করার নেই।দুধের স্বাদ ঘোলেই মিটাতে হবে। এছাড়া নিজেকেই উদ্যোগ নিতে হবে।সাবটিটেল ফাইলটি Notepad দিয়ে এডিট করে সেভ করে নিন। সব বাক্য এডিট করা লাগবে না।কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

যে ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করেন তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়া যারা বাংলা সাবটাইটেল তৈরি করেননি এখনও তারা হাতেখড়ি দিতে পারেন এই সফটওয়ার দিয়ে। গুগল যেদিন ভাবনুবাদ করতে পারবে, সেদিন আর আমাদের কারো কোন কষ্ট করতে হবে।

আর যারা আমার মত ইংরেজি সাবটাইটেল দিয়ে দেখেন তাদের কিছু না করলেও চলবে।

😳 Screenshot না দিতে পারার জন্য দূ:খিত। 😥

বি:দ্র :ডাউনলোড করতে সমস্য হলে COMMENT করবেন

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 568 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 112 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

এই টিউনটা খোজছিলাম //// ধন্যবাদ //

GS Gofur৥ ধন্যবাদ সাথেই থাকবেন