আপনার পেনড্রাইভকে Bootable করুন Run command এর মাধ্যমে

আশা করি সবাই ভালো আছেন। এটা আমরা এই ব্লগ এ ৪ নাম্বার পোস্ট। আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে। যাহোক কাজের কথাই আশা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হল আপনার পেনড্রাইভ অর্থাৎ যে পেনড্রাইভকে Bootable করতে চান সেটি আপনার পিসিতে অ্যাড করতে হবে মানে হল USB port এ ঢুকাতে হবে। তারপর আপনার পিসির Run option এ গিয়ে টাইপ করুন
cmd এবং এন্টার প্রেস করুন। এবার কাজ সুরু......

১. প্রথমে টাইপ করুন Diskpart এবং এন্টার প্রেস করুন।

২. list disk (এন্টার প্রেস করুন)
৩. SELECT DISK X (X means your pen drive number, if show 1 write 1 or show 0 write o replace X) (এন্টার প্রেস করুন)
৪. CLEAN (এন্টার প্রেস করুন)
৫. CREATE PARTITION PRIMARY (এন্টার প্রেস করুন)
৬. SELECT PARTITION X (এন্টার প্রেস করুন)
৭. ACTIVE (এন্টার প্রেস করুন)
৮. FORMAT FS=NTFS (এন্টার প্রেস করুন) এখানে আপনার পেনড্রাইভ ফরম্যাট হবে তাই ফরম্যাট হতে যেটুকু সমই লাগে ওয়েট করুন।
৯. ASSIGN (এন্টার প্রেস করুন)
১০. EXIT (এন্টার প্রেস করুন)

এই পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছিল Anytech ব্লগ এ। আপনি চাইলে একবার Anytech ব্লগ এ ঘুরে আসতে পারেন। ভালো লাগলেও লাগতে পারে।

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল

Level 0

thanks

pendrive Windows copy korbo kokhon?

Level 0

সব কাজ শেষ হওয়ার পর pendrive এ উইন্ডোজ কপি করবেন