IDM এর খুবি গুরত্তপূর্ণ একটি টিপস দেখুন, কাজে অবশ্যই লাগবে।

(টিপসটি আগে থেকে কারো জানা থাকলে তাদের না দেখাই ভাল, শুধু শুধু টাইম লস হবে)

যারা জানেননা তাদের জন্য খুবি important একটি টিপস এটা। সাধারণত আমরা ডাউনলোডের জন্য সবাই idm ইউজ করে থাকি, কারন আমরা মতে

এখনও idm এর বিকল্প কোন download manager বেরই হয়নি। যাক ওসব কথা, এবার মুল কথা বলি। যেহেতু ডাউনলোডের জন্য idm ইউজ করি,

ধরুন আপনি ৫০০ মেগাবাইটের একটি ফাইল ডাউনলোড দিলেন এবং অর্ধ বা বেশ অর্ধ ডাউনলোড হবার পরে কারেন্ট চলে গেল বা কোন কারনে আপনার

পিসি শাটডাউন বা রিস্টার্ট হয়ে গেল! ঠিক তখনি সমস্যা বাধে। মানে সে ক্ষেত্রে দেখা যায় যে আপনি ওই অর্ধ বা বেশ অর্ধ ডাউনলোড হওয়া ফাইলটিকে resume

করতে পারেন না (সবসময় এমনটা হয়না, তবে প্রায়ই এমনটা হয়ে থাকে বিশেষ করে ইউটিউবের ফাইলগুলোতে এই সমস্যাটি বেশি হয়) তখনতো মাথা নষ্ট হয়ে

যাওয়ার কথা। তাই আপনার এই সমস্যাটি সমাধানের জন্য আমার আজকের পোস্ট। এবার দেখুন যেভাবে resume করবেন>>>>

resume না হওয়া ফাইলটি যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন সেখানে গিয়ে আবার ডাউনলোড দিন, ভয় পাবেননা। ২০-২৫ সেকেন্ড ডাউনলোড করে

stop মানে cancel করে দিন। এবার টাস্ক বার থেকে idm ওপেন করুন এবং এখন ২০-২৫ সেকেন্ড যে ফাইলটি ডাউনলোড করেছিলেন সেটির উপর মাউসের

রাইট বাটন ক্লিক করে properties এ ক্লিক করুন, নিচে দেখুন..............................

properties এ ক্লিক করার পরে নিচের মত দেখবেন...........................

এবার আপনি নীল দাগ দেওয়া লিংক গুলো কপি করে নিন এবং ok করুন।

তারপর যে ফাইলটি অর্ধ ডাউনলোড হয়ে resume হচ্ছেনা সে ফাইলটিতেও আগের মত মাউসের রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন।

ক্লিক করার পরে যে বক্সটি আসবে সে বক্সের address ঘরের লিংকটি মুছে দিয়ে আগের কপি করা লিংকটি পেস্ট করে ok করুন, নিচে দেখুন.........

এবার আপনি ফাইলটি resume করুন আর দেখুন মজা>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন...............।।

আমরা ব্লগে ঘুরে আসতে পারেন.................................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ

ভাই কাজের একটা পোষ্ট করলেন। তাই আমিো কাজের একটা web site এর ঠিকানা দিলাম চাইলে ঘুরে আসতে পারেন htt://www.varabd.com কজে দিবে।

Level 2

অনেক পুরাতন কথা।

    @zillurmzr: ভাই পুরোন কথা তো কমেন্ট করার দরকার কি

Level 0

eta nia tt te onek agei tune hoice,, :p

Level 0

amar jana cilo………..thanks

Level New

“refresh download address ” option e to ase.

    Level 0

    @tunebd: ঠিক বলেছেন। “Refresh Download Address” ব্যাবহার করলে এতো ঝামেলা করা লাগে না। 😀

সবাইকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

tunebd@ ভাই যখন resume হয়না তখন refresh download address অপশনও কাজ করেনা।

সিরাজুল ইসলাম শেখ@ আপনাকেও ধন্যবাদ।

http://www.eagleget.com/ সকল সুবিধা idm er মত । download করে নিন এখন ই ।

Level 0

ভাই অনেক ধন্যবাদ আপনাকে।
WERPCD.COM

sksazzad@ আপনাকেও অনেক বেশি ধন্যবাদ।

Onek thanks vai

Kamrul@ নামের দিক দিয়ে আপনি আমার মিতা হয়ে গেলেন, ধন্যবাদতো আপনাকে দিতেই হবে।

Level 0

bhai amar moton anarider jonno khuboi osthir ekta post. Thanks a lot.

bro ami abar game premik. apnar kacche valo game thakle doya kore post koiren or shudhu gamer naam gula janaen.

Sea hawk@ আপনার মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
হাঁ ভাই আমার কাছে বেশ কিছু গেমের কালেকশন আছে, সময় করে সেগুলোও শেয়ার করবো আপনাদের মাঝে।

Level 0

ভাই, আমার নতুন কিনা “স্যামসং গ্যালাক্সি দৌস” মডেল নং- GT-S7562 এই এন্ড্রংয়েট সেটের মাঝে ইন্টারনেট কানেকশন নিতে পারতেছিনা। কি করি বলেন তো? রবির প্রিপেইড দিয়া ট্রাই মারতেছি বাট কানেকশন নিচ্ছে না। কোন উপায় জানাআছে কি? জানাথাকলে কমেন্টে জানান উপকার হবে।

খুব ভালো

খুবই ভাল জিনিস দিছেন ভাই, ধন্যবাদ

Level 0

onk onk thanx …….

nlliza@onk onk thanx আপনাকেও………।।

Imran1223@ সরি ভাই আমি আসলে কখনও samsung ইউজ করিনি তাই সমাধানটাও দিতে পারতেছিনা, আপনি samsung কেয়ার পয়েন্টে কন্টাক্ট করতে পারেন।

ato kosto na kore refresh download address option use koren , r manus IDM to use e kore ai subidhar jonno…r je kono tune korar age dekhe niben ak’e rokom tune r o hoase kina…

Level 0

দারুন কাজের পোস্ট। আমি বুঝি না কোথায় লিখা আছে যে একই বিষয়ে একাধিক টিউন হতে পারবে না? আর যারা একটু বেশী বোঝেন তারা কমেন্ট করলে আতেল গিরি না করে এমন কিছু বলেন যাতে আমরা কিছু শিখতে পারব।

Level 0

ভাই পোস্ট টা দেখে অনেক খুশি হইছিলাম কিন্তু আমার একটা ঝামেলা হইছে
টা হল আমার ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত ফাইল টা দেখা জায় না আমি কি করবো একটু যদি বলতেন ।

Level 0

@nazzztech : ekebare hoq kotha

নতুনদের কাজে লাগবে 🙂 ধন্যবাদ

    @GM অর্ণব:

    কমেন্টে Emotion icon দিব কিভাবে? দয়া করে জানান।

Level 0

Thanks

জানা ছিলো।

এই কাজ টার আরও সহজ একটা পদ্ধতি আছে। একটু বিস্তারিত হয়ে যাবে বলে কমেন্টে দিলাম না। তবে সামনে আসছি এই টিউন নিয়ে।
আপনার এই টিউন টির জন্য ধন্যবাদ। আমার নিজের মাথায় একটা টিউন উকি ঝুকি মারছে তো তাই। হি হি হি

thanks, amar onek upokar hoyeche, many thanks

Level 2

Ha Ha

খুব ভালো…