নতুন ও পুরাতন সকল টিউনারদের দৃষ্টি আকর্ষন করে বলছি…..(অবশ্যই পরবেন)

নতুন ও পুরাতন সকল টিউনারদের দৃষ্টি আকর্ষন করে বলছি.....
আমরা যেন একই বিষয় নিয়ে বার বার বিভিন্ন ধরনের টিউন না করি।ধরুন কেউ একটি বিষয়ের জন্য একটি সফটওয়ার নিয়ে টিউন করল, আপনার কাছে যদি ওটার চেয়ে ভাল সফটওয়ার থাকে তাহলে টিউন করবেন। আশাকরি আমি বুঝাতে পেরেছি।
কারো মনে কষ্ট দিতে চাইনা। চাই শুধু নতুন কিছু শিখতে।
আমি প্রতিদিন টেকটিউনস পরি কিন্তু সময়ের অভাবে টিউন করতে পারিনা।
শীগ্রই আপনাদের মাঝে নিয়মিত ভিন্ন মাত্রার টিউন নিয়ে হাজির হব।
আপনাদের উৎসাহ থাকলে যানাবেন ।

বাপ্পী,পটুয়াখালী।

Level 0

আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wellcome to techtunes

ওয়েলকাম

আমি মাঝে এক মাসেরও বেশি সময় অনুপস্থিত ছিলাম টেকটিউনসে, তাহলে আমার জন্য আপনার পরামর্শ কি – নতুন কিছু লেখার আগে তবে গত এক মাসের সব টিউন পড়ে নেবো যাতে ডুপ্লিকেট লেখা নাহয়ে যায়?

আমার একটা প্রশ্ন আছে, আপনি এটা কেন ভাবছেন না যে ইতিপূর্বে যদি একটি টিউন কেউ মিস করে, তবে দ্বিতীয়বার টিউন করলে তিনি হয়তো আর মিস করবেন না, সেক্ষেত্রে কি ডুপ্লিকেট টিউনের প্রয়োজন উপেক্ষা করা যায়? সফটওয়্যারের ব্যাপারে প্রতিদিনই উন্নতি হচ্ছে, হতেও তো পারে ডুপ্লিকেট টিউনে বাড়তি তথ্য জানতে পারবো আমরা? এই বিষয়ে আপনার মতামত কি?

    একই বক্তব্য

    রিয়ার সাথে একমত। কারন এরকম হলে আন্যদের জানিনা কিন্তু আমার অনেক টুউনই মিস হয়ে যাবে।

    Level 0

    riya ji ne sahi kaha………..

    ektu adhtu hindi praactise…..na colbena

    একটা জিনিস এড করি , আমার মনে হয় টেকটিউনসে “প্রিয় পোষ্ট” ব্যবস্থা থাকলে একদম একইরকম তথ্যের পোষ্ট কম হত ( তবে বেশ স্ল করে দিতে পারে 🙁 ) । আগের পোষ্ট দেখার পর যিনি টিউন করবেন তিনি স্বাভাবিকভাবেই একটু বেশী তথ্য দিয়ে আরো সুন্দর টিউন করার চেষ্টা করবেন বলে আমার মনে হয় ।
    যদিও ঠিকমত ট্যাগ ব্যবহার করলে একই রকম পোষ্টগুলো পাওয়া যেতো , কিন্তু টিউনাররা একেকজন একেক ট্যাগ ব্যবহার করেন বিধায় ব্যাপারটা তেমন কাজে আসে না ।

ভাই ….. আপনি নিজের মত করে আমার যত টিউন আছে সবগুলো রিপিট করেন …… আমার মনে হয় না সেগুলো ডুপ্লিকেট বলে কেউ মন্তব্য করবে ….. আশা করি বুঝতে পেরেছেন

স্বাগতম আপনাকে আশা করি আপনার কাছ থেকে নতুন কিছু পাব।

আপনাকে স্বাগতম । আপনার কাছ থেকে মৌলিক ও নতুন কিছু পাবার জন্য অপেক্ষায় রইলাম।

আশা করি ভাল টিউন করবেন।

মাঝে মাঝে ডুপ্লিকেট টিউনের প্রয়োজন পড়ে। ডেমো দেখতে চান?

একই বিষয় নিয়ে আমি কয়েকদিন আগে টিউন করেছিলাম আমি যদিও জানতাম না তা আগে করা হয়েছে।

এখানে পূর্বের টিউন টি দেখুন > https://www.techtunes.io/internet/tune-id/16409/ (২৪ ডিসেম্বর ২০০৯)

আর এখানে আমার করা টিউন টি দেখুন > https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23865/ (১ মে ২০১০)

পার্থক্য টা নিজেই দেখুন।

    টিউনের বিষয় ছিল >>

    বদলে ফেলুন আপনার Facebook এর চেহারা !!!!!!!!! এবং

    একঘেয়ে Facebook Theme পাল্টাতে চান?

    দুটোর বিষয় যদিও এক ছিল। কিন্তু উপস্থাপনা ছিল আলাদা।

আমি কিছু কথা যোগ করছি।
এক জিনিস নিয়ে সপ্তাহে/মাসে তিন-চারবার টিউন হলে তা খুব বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়।emএমন কিন্তু হতে দেখেছি আমরা বেশ কয়েকবারই।তবে হ্যাঁ,আপনি টিউন করতে পারেন;যদি আপনার টিউনে আরেকটু ভিন্ন কিছু থাকে।টিউন করার আগে একবার সার্চ করে দেখতে আমার মনে হয় না যে খুব বেশি কষ্ট হয়।
আর রিপিটের কথা বললে,টেকটিউনসে হয়তো নতুন নিয়ম চালু করতে হবে।এক সপ্তাহের টিউন এর পরের সপ্তাহে হয়তো আবার সম্পূর্নভাবে প্রকাশ করতে হবে।টেকটিউনসের প্রতি যদি আপনার সত্যি অনেক ভালবাসা থেকে থাকে অথবা জানার আগ্রহ যদি আপনার এতই প্রবল হয়ে থাকে,তবে শত কাজের ভীড়েও আপনি দুই-তিনদিনে অন্তত একবার হলেও হয়তো টেকটিউনসে আসবেন।কিন্তু মানুষের নানা রকম বিপদ আসতেই পারে,তাই অনেক দিন যাবৎ না আসাও খুব স্বাভাবিক।এটা অস্বীকার করা যাবে না।
আরেকটা ব্যাপারে একটু বলব।দয়া করে কপি-পেস্ট এর মত বাজে কাজটা কেউ করবেন না।এতে করে আপনার সামর্থ নিয়ে প্রশ্ন তো উঠবেই,সেই সাথে অন্য টিউনারদের সামনে আপনার সম্মানও হানি হবে।
কি?এতে করে কি খুব ভাল কিছু হবে?নিশ্চয়ই না।
আমি ভুল কিছু বলে থাকলে বা কারো মনে কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ভাই ভেবে মাফ করে দিবেন।আমরা সবাই এক পরিবারের সদস্য ভেবেই আমি কথাগুলো বলেছি মাত্র।
সবাই ভাল থাকবেনD।DDDDDDDDDDDDDDDDDP

আমি রিযা আপুর সাথে একমত পোষন করছি।

Level 0

প্রথমে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কষ্টকরে আপনাদের মূল্যবান সময় ব্যায় করে আমার টিউনটি পড়ার জন্য । আমি রিয়া এবং অন্ন্যরা যারা আমার টিউনটির ব্যাপারে দ্বিমত পোষন করেছেন তাদেরকে বলছি,আমি যদি কোন কারনে ২দিন-৭দিন বা ১মাসের জন্য টিউন পরতে না পারি তাহলে পিছনের যে তারিখ থেকে টিউন পরতে পারিনি সেই তারিখ থেকে পরি। আর সফটওয়ারের ব্যাপারে তো লেখাই আছে-‘যদি আপনার কাছে ওটার চেয়ে ভাল থাকে’ । আপনারা কি ‘বিড়ালের লেজ ধরে নেটের গতি বাড়ানো’সেই টিউনটি পরেননি । আমাদের সময়ের কি কোনই মূল্য নেই ।

সহমত পোষন করছি।

Level 0

স্বাগতম আপনাকে আশা করি আপনার কাছ থেকে নতুন কিছু পাব।
সহমত পোষন করছি।