আপনার মোবাইলকেই ব্যবহার করুন ‘Wireless মডেম’ হিসেবে!!!

...  সবাইকে অনেক অনেক শুভেচ্ছা । অনেকদিন পর আজ টিউন করছি।

শুরুতেই দু একটা কথা বলি- “প্রায় মাস দুয়েক আগে আমার মডেমটি হারিয়ে যায়। এরপর থেকেই মোবাইল দিয়ে নেট চালাতাম। তাই টিটিতে অনেক দিন টিউন ও করতে পারিনি। আজ খুশি খুশি টিউন করতে বসেছি!”

.. না, হারানো মডেম ফেরত পাইনি, নতুন মডেম ও কিনি নি। মোবাইলকেই মডেম হিসেবে ব্যাবহার করছি। তাও কোন সফটওয়্যার কিংবা ক্যাবল ছাড়াই!! শুধুমাত্র ব্লুটুথের মাধ্যমে।

 প্রক্রিয়াটা  টিটিতে শেয়ার করছি! আপনাদের কাজে লাগতেও পারে। হয়তো আপনারা অনেকেই জানেন! আমি কিন্তু জানতাম না!

কার্যপদ্ধতি:

 উল্লেখ্য আমি apple macbook pro তে এটা ব্যাবহার করেছি। উইন্ডোজ ব্যাবহার করি না, তাই এ ব্যাপারে মোটামুটি অজ্ঞ বলতে পারেন!

- প্রথমে Dock/ apple icon থেকে system preferences এ যান। তারপর bluetooth এ ক্লিক করুন।

-  উপরে বাম পাশে 'on' এ টিক চিহ্ন দেওয়ার পর set up new Device এ ক্লিক করুন।

- মোবাইলের bluetooth চালু করুন। তারপর দেখবেন আপনার কম্পিউটার স্ক্রিনে নীচের মতো করে আপনার মোবাইলের ব্লুটুথ শো করবে। শো করার পর continue তে ক্লিক করুন।

- continue তে ক্লিক করার পর দেখবেন নীচের মতো একটি নাম্বার দেখাবে। সেই নাম্বারটি আপনার মোবাইলে প্রেস করবেন। তারপর আবার “continue” তে ক্লিক করবেন।

- continue তে ক্লিক করার পর দেখবে কম্পিউটার স্ক্রিনে নীচের ছবিটির মতো দেখাবে। সেখানে phone vendor এ আপনার মোবাইলের ব্রান্ড সিলেক্ট করবেন। তারপর phone model এ কোন নেটওয়ার্ক ইউজ করবেন, সেটা দিবেন। নীচের ইমেজে দেখুন আমি phone vendor দিয়েছি nokia. আর phone model দিয়েছি GPRS(GSM/3G)। এরপর ইউজারনেম, পাসওয়ার্ড আপনার ইচ্ছামতো দিতে পারেন আবার না দিলেও চলে। অতঃপর সিমের apn নাম্বারটি দিবেন। আর CID দিবেন 1। সবশেষে continue তে ক্লিক করুন।

উল্লেখ্য কম্পিউটারের সাথে ব্লুটুথ কানেক্ট পর এগুলো অটোমেটিক সেট হয়ে যায়। যদি না হয় আপনি নিজেই সিলেক্ট করে দিতে পারেন।

- continue তে ক্লিক করার পর আপনাকে congratulation জানাবে। quit এ ক্লিক করে বের হয়ে আসুন।

- আবার system preferences এ যান। সেখান থেকে network এ ক্লিক করুন।

- অতঃপর আপনি যে নামে ডিভাইসটি সেভ করেছেন। সেটাতে ক্লিক করুন। কোন নাম না দিয়ে থাকলে Bluetooth DUN লেখা আসবে। সেটাতে ক্লিক করুন। আর connect লেখায় ক্লিক করুন আর মোবাইল থেকে accept করুন।  কানেক্ট হলে Bluetooth DUN লেখাটির পাশের বৃত্তটি সবুজ দেখাবে।

ব্যাস আপনার মোবাইলটি wireless মডেম হিসেবে কাজ করতে প্রস্তুত!

অনেকেই বলতে পারেন এত ঝামেলার দরকার কি, পিসি সুইট/সফটওয়্যার দিয়ে কাজ করলেই তো হয়!
....না, একটা বিশাল পার্থক্য আছে। সেটা হলো অন্য কোন সফটওয়্যার দিয়ে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে নেট চালালে আপনার ম্যাকে যে পরিমান চার্জ শেষ হবে, ব্লুটুথের মাধ্যমে নেট চালালে তার অর্ধেক চার্জ শেষ হবে।

কস্ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভূলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমাসূলভ দৃস্টিতে দেখবেন।

কমেন্ট আপনার মতামত জানাতে পারেন।
টিটিতে একাউন্ট না থাকলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। তার জন্য কস্ট করে এখানে ক্লিক করুন।

Level 0

আমি LIMON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

***অন্য কোন সফটওয়্যার দিয়ে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে নেট চালালে আপনার ম্যাকে যে পরিমান চার্জ শেষ হবে, ব্লুটুথের মাধ্যমে নেট চালালে তার অর্ধেক চার্জ শেষ হবে*** আপনারে কে বলছে ভাই! …………………… কথাটা ভুল ভাই………… একই চার্জ খাইবো…………… ভালো থাকবেন।ধন্ন্যবাদ।

    Level 0

    চার্জের ব্যাপারটা আমিও এটা যাচাই করে দেখিনি ভাই। যেখান থেকে জেনেছিলাম, ওখানেই লেখা ছিলো। সেটা পড়ে পড়ে আমার ল্যাপটপে সেট করতে করতেই টিউনটি লিখেছিলাম।

Level 0

aita ki thik !!! vabsilam notun kisu shikhbo akhon dekhi it is just for apple :S vai headline ta valo moto diben asha kori aita ak prokar dhoka hoye gelo

Level New

windows 7 a ki kore bluetooth diye internet chalano jay ? karo jana thakle janaben please

Level 1

vai ami windows 7 use kori .Ami andriod phone use kori ki vabe ami pc ar shatha amar phone k canect korbo.plz bolen vai