মনিটরে কোন ডিসপ্লে নেই অতচ কম্পিউটার চালু, তাহলে সমস্যা কোথায়?

মনিটরে কোন ডিসপ্লে নেই অতচ কম্পিউটার চালু, তাহলে সমস্যা কোথায়?

আসসালামু আলাইকুম।

এটা খুব আজব ব্যাপার আমার কাছে। অনেকের কাছে নতুন কিছু না হলেও সবার কাছে নাও হতে পারে। তাই আমি সবার জন্যই আরও একটি টিপস লিখার চেষ্টা করলাম। আশাকরি নিরুৎসাহিত করবেন না।

ধরুন আপনার কম্পিউটার এর আপাতঃ দৃষ্টিতে কোন সমস্যা নেই। অতচ মনিটরে কোন ডিসপ্লে আসছে না। কি হতে পারে এই সমস্যা ? আসলে নিচের কোন সমস্যা ই নেই। তাহলে !!!!!

১। এজিপি/ভিজিএ সমস্যা   ( নাও হতে পারে )

২। মাদারবোর্ডের সমস্যা     (নাও হতে পারে)

৩। র‌্যাম এর সমস্যা      (নাও হতে পারে)

৪। ডাটা কেবল সমস্যা (নাও হতে পারে)

৫। তাহলে কি প্রসেসর ?  (নাও হতে পারে)

 

 

 

এবার যে সমস্যা গুলো দেখালাম আপনার পিসির সবকিছু ঠিক আছে শুধু একটি ছাড়া। আর সেটি হচ্ছে.....

***** পাওয়ার সাপ্লাই সমস্যা। পাওয়ার সাপ্লাই এমন একটি ডিসট্রিবিউটর সেকশন যেখানে সবগুলো ভোল্টেজ ঠিকভাবে ডিসট্রিবিউট না করলে পিসির এই সমস্যা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই হবে।

শুধুমাত্র পাওয়ার সাপ্লাই টি একবার পরিবর্তন করে দেখুন তো কাজ হয় নাকি।

আশাকরি সবার ভাল লাগবে। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

good job man.

    Level 0

    অনেক ধন্যবাদ।

র‍্যাম, পাওয়ার সাপ্লাই ক্যাবলগুলো খুলে আবার লাগালেও মাঝে মাঝে এই সমস্যার সমাধান হয়ে যায়। 🙂

Level 0

জ্বি হাসান যোবায়ের ভাই , কেমন আছেন? আসলে কয়েকদিন আগে তিনটি পাওয়ার সাপ্লাই পরিবর্তন করার পর যখন কাজ হচ্ছিল না তখন পুরাতন পাওয়ার সাপ্লাই মেরামত করার পর ডিসপ্লে দেখাল। এর আগে র‌্যাম সহ কত কি যে খুলে লাগালাম তাই কাজ হচ্ছিল না।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।

Level 8

ami techtune e notun…tune korar way ta aktu janaben…plz…techtuner vhiya ra help me?

Level 0

vai amer laptop r monitor display ase na. akhon LCD monitor dea cholai. Maje maje 1/2 ber desktop a right click korle laptop r display dakha jato, akhon r koak din dore ase na.Amer laptop ar monitor display kovabe anbo bolte paren.

Level 0

যদি ওয়ারেন্টি না থাকে তাহলে ল্যাপটপ খুলে র‌্যাম, ভিজিএ ক্যাবল, ডাটা কেবল সহ সব কিছু মুছে লাগায়ে দেখতে পারেন। কাজ হতে পারে। আর না হলে পাওয়ার সাপ্লাই চেক করতেই হবে।

Level New

Hard disk na paoar sathe ki power supply er kono sonjog ache?

    Level 0

    Hard disk e red cable and yellow cable take, maney +5 volt and +12 volt so, problem taktai pare. Tobe Hard disk er circuit ta change kore akber dekte paren.

Thanks

Level 0

vai sob kisi korsi, but kaj hoi na.

    Level 0

    power supply check koren to deki.

আপনার লেখা তো অনেক সুন্দর ! আশাকরি নিয়মিত লিখবেন। সাথে আছি …

    Level 0

    @βℓąȼЌ ďяąǥ๏ɲ: অনেক অনেক ধন্যবাদ ভাই। skytipsbd.com আমার সাইট লিখার চেষ্টা করছি, এই আর কি।

ভাই, বেশিরভাগ ক্ষেত্রে র‌্যাম নড়েগেলে গেলে বা ত্রুটিপূর্ণ হলে এধরণের সমস্যা হয়। প্রথমে র‌্যাম খুলে নিচের দিকের কানেকশন পয়েন্টেগুলো (যে অংশটুকু মাদারবোর্ডর র‌্যাম স্লটে ঢুকানো থাকে) ইরেজার (রাবার) দিয়ে মুছে লাগিয়ে দেখুন। নাহলে ভাল র‌্যাম লাগিয়ে দেখতে পারেন। এরপরও না হলে পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে দেখুন কাজ নাহলে সমস্যা আপনার মাদারবোর্ডর। ওয়ারেন্টি থাকলে সেলস্ সেন্টারে যোগাযোগ করুন। ধন্যবাদ।

    Level 0

    @অরূপ সরকার: জ্বি ভাই, আপনার কথাও ঠিক আছে। তবে এই জটিল সমস্যার সম্মুখিন হয়েছিলাম বলেই টিপস্ টি লিখলাম। টিপসের সব উপরের লেখাটি পড়ুন কি কি সমস্যা হতে পারে সেসব আমি দেখায়ে দেয়েছি তার পরও ঠিক না হলে পাওয়ার সাপ্লাই একমাত্র সমাধান হতে পারে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

amar kachey 3te computer e eki samasha

    Level 0

    @avijitsarkar: ভাই অভিজিৎ সরকার, দেখেনতো একবার পাওয়ার সাপ্লাই চেন্জ করে।