চমকে দিন সবাইকে হাজার হাজার ফোল্ডার তৈরি করে (মজার টিপস)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে এক ক্লিকে হাজার ফোল্ডার তৈরি করা যায় তার নিয়ম, তাহলে আসুন নিয়ম টা শিখি নিই আর চমকে দিয় সবাইকে।

নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে Notepad চালু করুন।

তারপর নিচের কোড গুলো Copy করে Paste করুন।
@echo off
:top
md %random%
goto top

এবার মেনুবার File > Save As ক্লিক করে যেকোন একটি নাম লিখে .bat ফরমেটে Save করুন। নিচের মত করে।

এবার Save করা ফাইলটির উপর ডাবল ক্লিক করুন আর দেখুন ফোল্ডারের ম্যাজিক।

বিঃদ্রঃ ফাইলটি আলাদা একটি ফোল্ডার তৈরি করে তার ভেতর Save করবেন না হলে আপনার কাজের ফোল্ডারের সাথে এক হয়ে আপনার কাজের ফোল্ডারের সমস্যা হতে পারে।


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অন্যকে আর চমকাবো কি ভাই, আমি তো নিজেই চমকে গেছি। 😛

Level 0

eta vairus hisebe chorom

Level 2

হোসাইন ভাই খুবই সুন্দর একটা টিউন করেছেন। তবে একটা বিষয় জানার ছিলো এই ফোল্ডার গুলো কোন ড্রাইবে ক্রিয়েট করবে। এবং এগুলি কিভাবে আবার ডীলিট করবো। নরমালি না কি অন্য কোন পদ্ধতিতে ?
ধন্যবাদ টিউন করার জন্য। ঈদের আমন্ত্রন রইলো।

    @kabirul: একটি ফোল্ডার বানিয়ে নিতে পারেন আর এগুলো অল সিলেক্ট করে ডিলেট করে দিবেন @ ধন্যবাদ মন্তব্যর জন্য

Level 0

jotil vi

ভাল টিউন চালিয়ে যান

আসলেই চরম………………।

পারলে এক Click এ Desktop থেকে usb বা memory card এ folder তৈয়ারী করার পদ্দতি বলেন।