আসলে অধিকাংশ মানুষই পছন্দ করে না যে কেউ তাদের পেন-ড্রাইভ নিয়ে তার পার্সোনাল ফাইলটায় ঘাটাঘাটি করুক। সুতরাং এই রকম অনিরাপদ পরিস্থিতিতে যে কেউ আপনার পেন-ড্রাইভ নিয়ে ব্যাক্তিগত তথ্য চুরি করতে পারে। এই পরিস্থিতিতে আপনি যদি আপনার পেন-ড্রাইভে প্রোটেকশান রাখেন, তাহলে এই তথ্য চুরি অনেকাংশেই কমে যাবে।
এই কারণে অনেক পাসওয়ার্ড প্রোটেকশান সফটওয়্যারই বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো ফ্রী নয়, কিনে ব্যাবহার করতে হয়। কিন্তু আমরা বেশির ভাগ মানুষই অবৈধভাবে বিভিন্ন উপায়ে ব্যাবহার করে থাকি। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়াই আপনার USB Drive পাসওয়ার্ড প্রোটেকশান করে রাখবেন।
আগে একটা কথা বলে রাখি এটা আমি Windows 7 এর ক্ষেত্রে ব্যাবহার করেছি। Windows Xp ক্ষেত্রে এটা চলবে কিনা আমি জানি না।
যাই হোক, অনেক কথা বলেছি, এবার চলুন কাজ শুরু করি।
পাসওয়ার্ড কেটে আবার আগের মত ফিরিয়ে আনতে আবার Start এ যেয়ে সার্চ বক্সে BitLocker Drive Encryption লিখে আগের মত যে Window Open হবে সেখানে USB Drive এর পাশে Turn Off BitLocker এ ক্লিক করে আবার পাসওয়ার্ড ছাড়িয়ে নিন। ব্যাস, হয়ে গেল।
আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Wow ! কি বুদ্ধি আপনার !! Josss একখানা টিউন !!!! 😛