কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়াই পাসওয়ার্ড প্রোটেকশান রাখুন আপনার USB Drive (স্ক্রীনশটসহ বিস্তারিত)

আসলে অধিকাংশ মানুষই পছন্দ করে না যে কেউ তাদের পেন-ড্রাইভ নিয়ে তার পার্সোনাল ফাইলটায় ঘাটাঘাটি করুক। সুতরাং এই রকম অনিরাপদ পরিস্থিতিতে যে কেউ আপনার পেন-ড্রাইভ নিয়ে ব্যাক্তিগত তথ্য চুরি করতে পারে। এই পরিস্থিতিতে আপনি যদি আপনার পেন-ড্রাইভে প্রোটেকশান রাখেন, তাহলে এই তথ্য চুরি অনেকাংশেই কমে যাবে।

এই কারণে অনেক পাসওয়ার্ড প্রোটেকশান সফটওয়্যারই বাজারে পাওয়া যায়। কিন্তু এগুলো ফ্রী নয়, কিনে ব্যাবহার করতে হয়। কিন্তু আমরা বেশির ভাগ মানুষই অবৈধভাবে বিভিন্ন উপায়ে ব্যাবহার করে থাকি। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন প্রকার সফটওয়্যার ব্যাবহার ছাড়াই আপনার USB Drive পাসওয়ার্ড প্রোটেকশান করে রাখবেন।

আগে একটা কথা বলে রাখি এটা আমি Windows 7 এর ক্ষেত্রে ব্যাবহার করেছি। Windows Xp ক্ষেত্রে এটা চলবে কিনা আমি জানি না।

যাই হোক, অনেক কথা বলেছি, এবার চলুন কাজ শুরু করি।

  • প্রথমে Start এ ক্লিক করুন। তারপর নিচের সার্চ বক্সে টাইপ করুন Bitlocker Drive Encryption.

  • প্রথম Application টা Open করুন।

  • তারপর Control Panel এই Window টা আসবে।

  • এখানে আপনি আপনার সব ড্রাইভ দেখতে পাবেন। যেহেতু USB Drive এ পাসওয়ার্ড দিবেন তাই যে কোন একটা USB Drive Select করে পাশের Turn on Bitlocker এ ক্লিক করুন। নিচের চিত্রে দেখুন আমি একটা USB Drive Select করলামঃ

  • তারপর এই Window টি সবে সেখানে আপনাকে পাসওয়ার্ড লিখতে হবে। আপনার মনের মত একটি পাসওয়ার্ড দিন। নিচের চিত্রের মত কাজ করে তারপর Next এ ক্লিক করুন।

  • তারপর এই Window টা আসবে। আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে Recovery Key দিয়ে পাসওয়ার্ড ছাড়িয়ে নিতে পারবেন। এজন্য Save the recovery to a file এ ক্লিক করে কম্পিউটারের যেকোনো জায়গায় Recovery Key Save করে নিন। তারপর Next এ ক্লিক করুন।

  • তারপর নিচের যে পেজ আসবে সেখানে Start Encrypting এ ক্লিক করুন।

  • তারপর Encrypting হতে থাকবে। এতে কিছু সময় নিবে। কিছু সময় অপেক্ষা করুন।

  • সবশেষে নিচের Dialogue Box টি আসবে। Close এ ক্লিক করুন।

  • ব্যাস! কাজ শেষ! এইবার আপনার USB Drive কম্পিউটার থেকে একবার খুলে আরেকবার লাগিয়ে দেখুন এরকম পাসওয়ার্ড চাচ্ছে।

  • এখানে I forgot my password এ ক্লিক করে Recovery Key দিয়ে পাসওয়ার্ড ছাড়িয়ে নিতে পারবেন।

পাসওয়ার্ড কেটে আবার আগের মত ফিরিয়ে আনতে আবার Start এ যেয়ে সার্চ বক্সে BitLocker Drive Encryption লিখে আগের মত যে Window Open হবে সেখানে USB Drive এর পাশে Turn Off BitLocker এ ক্লিক করে আবার পাসওয়ার্ড ছাড়িয়ে নিন। ব্যাস, হয়ে গেল।

 

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Wow ! কি বুদ্ধি আপনার !! Josss একখানা টিউন !!!! 😛

Level 2

দারুন! ধন্যবাদ।

Level 0

wwooowww jose tune……. thanks for tune bro…………….

tnkzzz

কিছু সমস্যাও আছে ভাই। বাংলা লেখা অনেক ছোট দেখায় যা ঠিক করতে সমস্যা হচ্ছে।

Level 0

টিউনটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে। কারণ ঊইন্ডোজ এক্সপিতে ইউএসবি শুধুমাত্র আনলক হয়। কোনরকম ফাইল কপি, পেষ্ট বা ডিলিট করা সম্বব নয়। ফাইল রিড করা যায় তাও আবার ডেক্সটপে কপি করে নিতে হবে। এই ইঙ্ক্রাইপ্সন ফরমুলা শুধুমাত্র উইন্ডোজ ৭ এ চলবে। বিটলকার ইঙ্ক্রাইপ্সন প্রুগ্রামটা আসলে ইন্টারনাল ড্রাইভ এর ক্কেত্রে উপযোগ্য। পোরটেবল ড্রাইভ এর ক্কেত্রে ইওজেবল নয়।

    ভাই আমি আগেই বলেছি আমি Windows 7 ব্যাবহার করি, Windows XP এর ক্ষেত্রে চলবে কিনা জানি না। ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনি কি Windows XXP Use করেন ???

Level 0

Dear Brother thanks. but if I set this instruction with my Laptop after this pendrive will work same as password protection in my office desktop or not ? Both are window 7…please confirm…

Level 0

thanks for your reply bro……….

Level 0

Brother I’m using Windows 7 (core i7) Lenovo Thinkpad but I’m find “Bitlocker Drive Encryption” your process……would appreciate your advice.