আপনি কী-বোর্ড এর নৃত্য দেখেছেন? (তাহলে আজ দেখে নিন) সাথে একটি এক্সেল গেম আপনাদের অনেক ভালো লাগবে

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

১। আপনি কী-বোর্ড এর নৃত্য দেখেছন? (তাহলে আজ দেখে নিন)

তাহলে চলুন কী-বোর্ড এর নৃত্য দেখে নিয়।

প্রথমে আপনার Notepade চালু করুন।

তারপর নীচের কোড গুলো Copy করে আপনার Notepade পেষ্ট করুন।

Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)

do

wscript.sleep 100

wshshell.sendkeys “{CAPSLOCK}”

wshshell.sendkeys “{NUMLOCK}”

wshshell.sendkeys “{SCROLLLOCK}”

loop

এইবার File>Save As ক্লিক করে txt ফরম্যাট চেঞ্জ করে VBS দিন। না পারলে নিচে খেয়াল করুন।

এইবার আমাদের Save করা ফাইলে ডাবল ক্লিক করে আপনার কি-বোর্ড এর বাতির মধ্যে দেখুন।

কি-বোর্ডের নাচকে থামাবার নিয়ম : টাস্কবারে ক্লিক দিয়ে task manager এ ক্লিক করুন বা Ctrl+Alt+Delete চেপে Task Manager চালু করুন ।
এবার নিচের দেখানো মত  wscript.exe সিলেক্ট করে End Process এ ক্লিক করলেই নাচ থেমে যাবে।

২। বুশ কে জুতা মারুন যত খুশি ততবার, এটি এক্সেল গেম আপনাদের অনেক ভালো লাগবে।
এই গেমস টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।

পূর্বে প্রকাশিত এখানে

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর

বুশ-কে জুতা!!!!!! 😛 😛 😛

আচ্ছা ভাইয়া, আপনি যদি কষ্ট করে Photoshop-এ simple wallpaper তৈরির Tutorial শিখিয়ে দিতেন খুব উপকৃত হতাম…

যেমন এই ধরনেরঃ http://postimg.org/image/kgq6fw0fl/

ওরে কত মজারে

মজার টিউন হোছাইন ভাই।

Hossain vai hoi na to,problem hoi,Niche Screenshort Dilam,Dhekhen
http://s11.postimg.org/qks0hojub/w_s.jpg

বুশকে জুতো মেরে কাহিল বানায়ে ফেললাম 😛 😛