কোন প্রকার Software ছাড়াই পরিবর্তন করে নিন আপনার পিসি’র দরকারি সকল আইকন (মেগা পোস্ট)

আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই খুব ভাল আছেন। আমিও ভালই আছি। আমরা সবাই চাই যার যার পিসি হক অন্যদের চেয়ে একটু আলাদা আর আকর্ষণীও। এর জন্য আমরা উইন্ডোজ সেভেন, এইট, উবুন্টু,ম্যাক নানা রকম অপারেটিং সিস্টেম ব্যবহার করি। সেগুলোর আইকন খুব চমৎকার ।

আর পিসি(ডেক্সটপ)  কে চমৎকার ও আকর্ষণীও করার জন্য সুন্দর আইকন নির্বাচন অপরিহার্য। বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কাজটি করা গেলেও খামোখা মডেম এর ভলিউম নষ্ট করে লাভ কি?? যার মানে সফটওয়্যার ছাড়াই অত্যন্ত সহজ প্পদ্ধতিতে নিজের মনের ইচ্ছামতো প্রয়োজনীয় সকল কিছুর আইকন পরিবর্তন করা যায়, জা আমরা অনেকে জানি না। ত দেখে নিন কিভাবে তা করবেনঃ

প্রথমে আইকন গুল নির্বাচন করে সেগুল একটি নির্দিষ্ট ফোল্ডারে রাখুন, সেখান থেকে সরানো যাবে না, সরালে আইকন থাকবে না। 

আইকন ডাউনলোড করতে আপনার কাঙ্ক্ষিত ছবিতে মাউস রাখলে দেখবেন উপরে Png, Ico ইত্যাদি লেখা আছে। সেখান থেকে ico (আইকন) এ ক্লিক করে আইকন আকারে ডাউনলোড করুন।

১.My Computer/Computer

http://www.iconarchive.com/search?q=Computer



২.My Documents/Documents

http://www.iconarchive.com/search?q=Documents

৩. Recycle Bin

http://www.iconarchive.com/search?q=Recycle+Bin

আশা করি সবাই যার যার পছন্দ মত আইকন ডাউনলোড করে হার্ড ডিস্ক এর একটি নির্দিষ্ট ফোল্ডারে রেখেছেন। এবার দেখে নিন কিভাবে পরিবর্তন করবেনঃ
Desktop এ মাউসের ডান বাটন এ ক্লিক করুন, তারপর Properties এ ক্লিক করুন।
এবার "Desktop" ট্যাব এ ক্লিক করুনঃ
তারপর দেখুন নিচে লিখা আছে "Customize Desktop" সেখানে ক্লিক করুন।
এবার পর্যায়ক্রমে My Computer,My Documents, Recycle Bin এ ক্লিক করুন প্রতিবার ক্লিক করার পর "Change Icon " এ ক্লিক করুন। যেমনঃ My Computer Icon পরিবর্তন করতে হলে ঃ 
 তারপর "browse" এ ক্লিক করুন।
এবার আপনি যে ফোল্ডারে আপনার আইকন রেখেছেন সেখানে গিয়ে পছন্দের আইকন সিলেক্ট করে Open তারপরে Ok তে ক্লিক করুনঃ

দেখুন আপনার আইকন পরিবর্তন হয়ে গেছে। একই ভাবে আপনি আপনার ডেস্কটপে থাকা My Documents/Documents,Recycle Bin এর আইকন পরিবর্তন করে ফেলুন।

এবার আমি জানি উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা ভাবছেন কিভাবে আইকন বড় করা যায় 😀 । দেখে নিনঃ

ডেস্কটপে মাউসের ডান বাটনে ক্লিক করুনঃ

তারপর Properties এ ক্লিক করুনঃ

তারপর "Appearence" ট্যাব এ ক্লিক করুন, তারপর "Advanced" এ ক্লিক করুন  ঃ

তারপর Item Box থেকে Icon সিলেক্ট করুনঃ

এবার আইকন এর সাইয 44/ তার বেশি করে দিন ফন্ট সাইয আপনার ইচ্ছানুযায়ী সিলেক্ট করুনঃ

তারপর Ok তে ক্লিক করুন, তারপর Apply এ ক্লিক করুনঃ

এবার নিশ্চয়ই আপনার  হার্ড ডিস্ক ড্রাইভ গুলর আইকন পরিবর্তন করতে মন আঁকুপাঁকু করছে 😀 । দেখে নিনঃ

১.আপনি যে ড্রাইভ এর আইকন পরিবর্তন করবেন তার মধ্যে আপনার পছন্দের আইকন রাখুন[এখান থেকে ডাউনলোড করুন], তার নাম দিনঃ Icon.ico । এবার একটি নোটপ্যাড খুলুন------

লিখুন এভাবেঃ

[autorun]
Icon="Icon.ico "
নোটপ্যাড টি autorun.inf নামে সেভ করুন। নোটপ্যাড আর আইকন পাশাপাশি রাখুন। এবার পিসি রিস্টার্ট
করুন। দেখেন পরিবর্তন হয়েছে কিনা। 
 

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পোস্টটি

সামান্যতম উপকার করলে দয়া করে মন্তব্য করুন।

আমার ব্লগ 

 

 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস