অনেক সময় কম্পিউটারে কোন একটা ফাইল কোন ভাবেই ডিলেট হতে চায়না। যদিও ওটা কোন সমস্যা করেনা কিন্তু আমাদের মনে একটা খুতখুত থেকে যায়

এটা একটা ছোট টিউনস(গ্যেজানো বেশি) অনেকের কাজে আসতে পারে। অনেকেই এই সমস্যার মোকাবেলা করেছেন নিশ্চই হয়তোবা সফল হয়েছেন আর যে হননি তার মনের অবস্তা খারাপ হওয়াই স্বাভাবিক।

অনেক সময় কম্পিউটারে কোন একটা ফাইল  কোন ভাবেই ডিলেট হতে চায় না। যদিও ওটা কোন সমস্যা করেনা কিন্তু আমাদের মনে একটা খুতখুত থেকে যায়। আর না পারার বিষয়টা তো আছেই, সামান্য একটা ফাইলের কাছে পরাজিত এটা মেনে নেয়া যায় না।

COMPUTER এর অপ্রয়োজনিয় ফাইল delete করতে Command prompt আর Task Manager কে এক সঙ্গে কাজ করাতে হয়। Command prompt খুলে অন্য সব Program বন্ধ করতে হবে।

প্রথমে Command prompt খুলে রাখুন।

Start → Run → taskmgr.exe → Enter অথবা Alt+Ctrl+Delete

এবার Process ট্যাবে explorer.exe কে সিলেক্ট করে End করে দিতে হবে।

অনেক সময় কম্পিউটারে কোন একটা ফাইল কোন ভাবেই ডিলেট হতে চায়না।

Task MGR খোলা থাকা অবস্থায় Command prompt এ ফিরে এসে ডাইরেক্টরির

নাম বদলে দিন যেখানে   file টি আছে।

Command prompt এ লিখতে সবাই পারেন নিশ্চয়ই যারা পারেন না তাদের

জন্য - লিখুন

> এর পর “del (space)E:\techtunes\chestai shaid.tuner” এবার ইন্টার দিন

(space এর পর আপনি ডাইরেক্টরি কপি করে দিতে চান? পারবেন রাইট বাটন ক্লিক করে)

অনেক সময় কম্পিউটারে কোন একটা ফাইল কোন ভাবেই ডিলেট হতে চায়না।

পরিক্ষিত তাই কাজ করবে আশাকরি।  ফাইল নেম সঠিক দিবেন।

Desktop পূর্বের মত করতে Task Manager এর এপ্লিকেশ্নে গিয়ে নিউ টাক্সে লিখুন explorer.exe  ok.

এর আরো সমাধান আপনাদের নিকট থাকতে পারে স্বাভাবিক, আশাকরি তা টিউনস অথবা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন কেননা আমি অনেক জানতে চাই ।

আর ভুল অবশ্যি ধরিয়ে দেবেন কোন ছাড় দিবেন না তাহলে গাধাই থেকে যাব।  এ বিষয়ে উর্বে টিউনস হয়ে থাকতে পারে তবে আমি টিউনস করার পুর্বে টেকটিউনসে সার্চ দিয়ে নেই তারপরও যদি রিপিট হয়ে যায় ক্ষমা প্রার্থি।

আর আজ থেকে কিছুদিন আমি আউট অফ নেটওয়ার্ক থাকবো তাই নগত রিপ্লাই দিতে পারবোনা মনে হয় তাই ক্ষমা প্রার্থি।

Level New

আমি চেস্টায় সাইদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 866 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যখন কোন ফাইল না কাটতে না পারি , তখন আমি ফাইল এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। Unlocker সফটওয়্যার ইন্সটল করি, তারপর সফলভাবে কাটি। আজ পর্যন্ত কখন ব্যর্থ হইনি । যদি কখন ব্যর্থ হই তাহলে আপনার নিয়মটা কাজে লাগবে।
.
আপনি যে নতুন জিনিস শিখালেন তার জন্য ধন্যবাদ।(save করে রাখলাম আপনার লেখাটা,বিপদ কোন সময়ে আসে বলা যায় না)।

ধন্যবাদ।

হূমম……… ধন্যবাদ টিউনের জন্য সাইদ ভাই

ধন্যবাদ সাইদ ভাই…