ফিরে এলো নোটপ্যাড যাদু – পর্ব (১১)

এখন কম বেশি আমরা সবাই জেনুইন উইন্ডোজ এক্সপি,ভি্সতা বা সেভেন ব্যবহার করি এবং অনেকেই অটোমেটিক আপডেট চালু করে রাখি।যার ফলে দিনে দুএক বার নিচের ডায়ালগ বাক্সটির সাথে দেখা হয় যা কিনা খুবিই বিরক্তি কর।

restart

বিরক্তি কর এই রিস্টার্ট থেকে আমরা খুব সহজেই বাচঁতে পারি ডাবল ক্লিক করে।

যে ভাবে নোটপ্যাড দিয়ে স্বয়ংক্রিয় রিস্টার্ট থামাতে হয়

১. * নতুন নোটপ্যাড ওপেন করুন।

notepad1

২. * নিম্নলিখিত কোডটি কপি পেষ্ট বা টাইপ করুন।

net stop wuauserv

stopit

৩. * এবার Save as type এ All Files এবং নামে stop this.bat লিখে সেভ করুন।

icon

৪. * এবার যখন রিস্টার্ট এর ডায়ালগ বাক্সটি আসবে তখন আপনি ব্যাচ ফাইলটি ডাবল ক্লিক করে স্বয়ংক্রিয় রিস্টার্ট থামাতে পারবেন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমিও মাঝেমাঝে বিরক্ত হই।সময় মত কাজে লাগব ধন্যবাদ ভাই আপনারে।

ধন্যবাদ……………………বস!!!! জোশ টিউন………………………………..

I missd you captain

ক্যাপ্টেন হ্যাডিক আবার ফিইরা আইসেরে বহুত খুসি লাগতে ছে 🙁 ……………… ক্যাপ্টেন হ্যাডিক ভাই চালিয়ে যান আপনার নোট প্যাড এর জাদু ।

thanks for coming again in techtunes,

ওয়েলকাম ব্যাক মঈন ভাই। 😀

মইন ভাই কেমন আছেন ?? বহুত দিন পরে পাইলাম একথান ফাটাফাটি করেন ।

আরে মইন ভাই যে……….. আপনে ফিরা আসায় বহূত খুশী লাগতেছে………… টিউনের জন্য ধন্যবাদ

ক্যাপ্টেন হ্যাডিক ভাই আপনিতো দেখি একটা কমেন্টের ans এখনও দেন নি, তার মানে এখনও আপনার কাছে প্রশ্ন করার সুযোগ আছে।
প্রশ্নঃ windos Xp এর যদি update অন থাকে কিভাবে অফ করব?

সুন্দর টিউন, ধন্যবাদ

সুন্দর টিউন, ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ আবার ফিরে আসার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর টিউনটির জন্য। তবে যানার বিষয় হল, এই পদ্ধতীটা কি কেবল মাত্র নোটপ্যাড নিয়েই সম্ভব? অন্য কোন প্রোগ্রাম যেমন, এম,এস,ওয়ার্ড এই জাতীয় কোন প্রোগ্রাম দিয়ে সম্ভব কিনা যানালে খুশি হতাম।

খুবেই কাজের টিউন।

পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।