রাইট বাটন ক্লিক এ Copy To and Move To অপশনগুলো যুক্ত করবেন যেভাবে. . . . .

কেমন আছেন আপনারা? রমজান মাস! 🙂  আগে ছোট বেলায় রোজা রাখতাম পিসিতে গেমস খেলে! 😮 এখন রোজ রাখছি ব্লগিং করে! 🙄 একটার পর একটা পোষ্ট দিয়েই যাচ্ছি!! হাহাহাহা! 😀  যাই হোক,

আমরা অনেকেই এই টিপসটির ব্যাপারে জানি। আবার অনেকেই জানি নাহ। 😉

 

((কম্পিউটারে যারা এক্সপার্ট তারা ছাড়া এই টিপসটি প্লিজ অন্যান্যরা ফলো কইরেন না। পরে কোনো কিছু নষ্ট হইলে দোষ আমার হইবো!!)) 😯

নিচের ছবিটি লক্ষ্য করুন:

 

এটি আমার পিসির রাইট ক্লিক মেনু। এখানে কপি টু ফোল্ডার .. .   এবং মুভ টু ফোল্ডার . . . .  নামে দুটি এক্সটা অপশন রয়েছে। আপনার চাইলে সহজেই এটি আপনার পিসিতেও একটিভ করতে পারবেন।

 

যা যা করতে হবে:

*****Be sure to back up the Registry file before you begin.***********

 
 

১। র্স্টাট মেনু থেকে রান অপশনটিতে ক্লিক করুন।

২।এরপর লিখুন regedit এন্টার দিন।

৩। রেজেস্ট্রি এডিটর আসবে।

৪। সেখান থেকে নিচের কমান্ড গুলো অনুসরণ করুণ:

 

HKEY_CLASSES_ROOT>AllFilesystemObjects>shellex>ContextMenuHandlers

৫। এখন ContextMenuHandlers ফোল্ডারে রাইট বাটন এ ক্লিক করে নতুন কী যোগ করুন।

৬। কি টির নাম দিন কপি টু।

 

৭। এখন  কপি টু ফোল্ডারটি সিলেক্ট থাকা অবস্থায় ডান দিকের ডিফল্ট মেনুতে ডাবল ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে।

৮। এখন ভেল্যু ডাটা অপশনে নিচের কোড টি কপি-পেস্ট করে ওকে দিন।

 

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}

 

১০। এখন আবার আরেকটি কি যোগ করুন । নাম দিন মুভ টু। এরপর ডিফল্ট বক্সে ডাবল ক্লিক করে ডাটা ভেল্যুতে নিচের কোড টি কপি পেস্ট করুন।

 

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}

 

 

১১। এখন রেজেষ্ট্রি এন্ট্রি বক্সটি বন্ধ করুন। একবার পিসি রির্ষ্টাট দিন।

 

এর পর আপনার রাইট বাটনে কপি – টু এবং মুভ – টু অপশনটি আসবে। :P

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এত কিছূ করতে লাগে না। মাত্র দুই ক্লিক এ এটা করা যায়।

পুরোনো জিনিস দিয়ে কি হবে। পারলে নতুন কিছু নিয়ে টিউন করেন।

ভাই আমিতো আপনার ৩য় ছবির Allfilesystemobjects খুজে পেলামনা ।অনেক সময় নষ্ট করেও হলো না । কিন্তু হতাশ হইনি কারন আমার অন্য এক ভাই সুন্দর টিউন করেছে সেখান থেকে 1 মিনিটেই কাজটি হয়ে গেল https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/35301 । তবে আপনারটিও হয়তো কাজ হতো কিন্তু আমার কম্পিউটারে কেন Allfilesystemobjects লিখা আসেনা বুজতে পারলাম না । তবে আপনার টিউনটি সুন্দর হয়েছে ।যদিও আমার কাজে আসেনী, আপনাকে ধন্যবাদ । কারন অন্যরা উপকার পেলেই হলো ।

আরে ধুর।
http://www.2shared.com/file/nZvy5zKD/CopyMove.html
এ ফাইলটা নামিয়ে ডাবল ক্লিক করেন আর ইয়েস অপশনে চাপ দেন।শেষ। 😛