গুগল হ্যকিং !!!! যে কোন, এমপি থ্রী গান ও পিডিএফ ফাইল ডাউনলোড করুন intitle:”index.of” ব্যবহার করে।

আশা করি সবাই ভাল আছেন। সবাই ভাল থাকেন এটাই আমার কাম্য।এই শুভ কামনায় আমার টিউন শুরু করছি।
আমার টিউন সম্পকে মন্তব্য দিলে খুশি হব। দয়া করে মন্তব্য দিবেন।

সহজে আপনি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে এমপি থ্রী গান, পিডিএফ ফাইল বই, কোরআন শরীফ পিডিএফ ও এমপি থ্রী ইত্যাদি ডাউনলোড করুন বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে।
কিভাবে ডাউনলোড করবেন?
গুগল সার্চ বক্সে লিখুন:
intitle:”index.of” (ফাইল ফরম্যাট) “ফাইলের নাম”
যেমন ধরুন , আপনি মান্না দের গান ডাউনলোড করতে চান।
তাহলে গুগলের সার্চ বক্সে লিখুন :
intitle:”index.of”(mp3) “manna dey”
তারপর দেখুন অসংখ্য ইনডেক্স পাবেন, ওযেব সাইটে থাকা মান্নাদের গানের সব ইনডেক্সের লিস্ট। গানের নামের উপর রাইট ক্লিক করে সেভ করে নিন।
অথবা, এলব্যমের নাম দিয়ে সার্চ করেও ইনডেক্স ।
intitle:”index.of”(mp3|mp4|avi)“bolna”
তাহলে পাবেন হৃদয় খানের “বলনা” এলবামের গান পাবেন।
এভাবে আপনার পছন্দের শিল্পীর বা এলবামের গান।
কোড :
শিল্পীর নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “শিল্পীর নাম”
গানের নাম দিয়ে লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “গানের নাম”
ছবির গানের জন্য লিখুন : intitle:”index.of”(mp3|mp4|avi) “ghajini”
কোরআন পিডিএফ ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(chm|pdf|doc)“quran”
কোরআন এমপি থ্রী ডাউনলোড করতে লিখুন :
intitle:”index.of”(mp3|mp4|avi) “quran”
কয়েকটি ভাষার কোরআন শরীফের পিডিএফ ফাইল পেতে এখানে ক্লিক করুন।
Tusin ahmed
[email protected]
fb- [email protected]

Level 0

আমি তুসিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 555 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তুসিন আহমেদ । আমার ব্লগ http://tusin.wordpress.com/ফেইসবুকে আমি facebook.com/tusin.ahmed and yahoo তে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আমার অনেক কাজে আসবে। ধন্যবাদ আপনাকে। এই system এ কোন কষ্ট ছাড়াই গান ডাউনলোড করা যায়।
( একটা জিনিস বুঝলাম না, গুগল হ্যকিং !!!! কথাটা কেন বলা হল।আমি কি গুগলকে ১২টা বাজাইয়া ডাউনলোড করতাচি নাকি?)

Level 0

ভাই অনেক ধন্যবাদ।
এটা একটা শর্টকাট way তাই আমি আকর্ষনীয় করার জন্য হ্যকিং শব্দটা ব্যবহার ব্যবহার করেছি।

Level 0

Freeseotools এটা কি কাজ করে কেও বলতে পারেন

কঠিন জিনিস। আপনাকে ধন্যবাদ ভাই।