যেভাবে সহজ উপায়ে WiFi hotspot এ আপনার ল্যাপটপ চালাবেন

অনেক সময়  WiFi hotspot এ ইন্টারনেট চালানো মুস্কিল হয়ে যায় । কানেক্ট হতে সমস্যা হয়।

আবার অনেক সময় দেখা যায় কানেকশনই পায় না। আমি আজকে তার সহজ সমাধান নিয়ে

এসেছি। আপনি খুব সহজে WiFi hotspot এ আপনার ল্যাপটপ ব্যাবহার করতে পারবেন।

১) প্রথমে এখান থেকে Virtual Router Plus ডাউনলোড করুন ।

২) এখন সফটওয়্যার টি ডাউনলোড দিন , নিচের ছবির মত দেখতে পাবেন ।এখন

    network name (SSID) এবং  password এবং shared connection এ WiFi দিন ।
1 (2)
৩) এখন “Start Virtual Router Plus” এ ক্লিক করুন । কিছুক্ষণ অপেক্ষা করুন ।দেখবেন নিচেরছবির মত আপনার ডিভাইস ইন্টারনেট কানেকশনের জন্য প্রস্তুত ।

2
৪) এখন আপনার ল্যাপটপ  WiFi hotspot এ :) এবং আরামে      ব্যাবহার করুন ।

পোস্ট টি প্রথম প্রকাশিত এখানে  
ধন্যবাদ ।

Level 0

আমি nillakash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ব্যাপারে আগেও বেশ কয়েকটি টিউন হয়েছে……
আর, টিপস এন্ড ট্রিকস ক্যটাগরিতে না হয়ে ওয়াই-ফাই ক্যটাগরিতে পাবলিশ হওয়া উচিত ছিল।
নতুনদের কাজে লাগবে।

Level New

ধন্যবাদ। টিউনটি আমার খুভ কাজে লাগবে।

Level 0

vi apnake many many thanks