যেকোনো উইন্ডোজ ৮ ডিভাইসে চালান মেট্রো অ্যাপ, ফাইল রাখুন সুরক্ষিত, অফিস ২০১৩, প্রিমিয়াম প্রক্সি সফটওয়্যার; সব মিলিয়ে পিপিলিকার ঝোলা এবারো বেশ ভারী! কেউ ফিরবে না খলি হাতে…

আসসালামু ওয়ালাইকুম... কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। আমিও আল-হামদুলিল্লাহ্‌ ভালই আছি। আজ ৭ মাস ৭ দিন পর আবার আপনাদের কাছে ফিরে আসলাম। মনে করিয়ে দিচ্ছি, আমি একটু বেশিই বক বক করি। আসলে আমার দ্বারা কিচ্ছু হবে না! সেই পহেলা জানুয়ারি তে একটা টিউন করেছিলাম... (পড়তে ক্লিক করুন) পেয়েছিলাম আপনাদের অপরিসীম ভালবাসা, অনুপ্রেরনা। অথচ, এতদিনে কিছুই করতে পারিনি! পিপিলিকার বেশ ধরলেও এখনো সেই অ্যামিবাই রয়ে গেছি...

যাই হোক, খুব বেশি বাজে বক বক করে আপনাদের সময়, ডাটা কিছুই নষ্ট করতে চাই না। আগের বারের মত এবারো আমি চাই, আমার সকল পাঠককে কিছু না কিছু দিতে। চেষ্টা করব সবাই যেন হতাশা নিয়ে নয় বরং হাসিমুখে ট্যাবটা ক্লোজ করে। যেহেতু সবাইকে একজায়গায় দাড় করাতে চাইছি, সেহেতু জায়গা একটু বেশিই লাগবে; অর্থাৎ টিউন এর সাইজ একটু বড় হতে পারে। তাই আপনি যে শ্রেণীর ই হোন না কেন, পপকর্ণ নিয়ে বসে পড়ুন। পপকর্ণ না থাকলে ধৈর্যের গিট্টুটা একটু শক্ত করে বেধে নিন। আশা করছি খালি হাতে ফিরবেন না...

                                                               ===যেকোন Windows 8 ডিভাইসে চালান মেট্রো অ্যাপ===

যদি জিজ্ঞেস করা হয়, এখনকার টেকনলজির সবচেয়ে অ্যাডভান্স, স্মার্ট, আকর্ষণীয় কম্পিউটার অপারেটিং সিস্টেম কোনটা? বেশিরভাগ লোকই নির্দ্বিধায় উত্তর দেবে 'Windows 8'। আর যে জিনিসটা Windows 8 কে অন্যান্য অপারেটিং সিস্টেম থেকে আলাদা করেছে, সেই সাথে এর প্রধান আকর্ষণ, তা হচ্ছে এর মেট্রো ইন্টারফেস এবং মেট্রো অ্যাপ। কিন্তু এই মেট্রো অ্যাপ ব্যাবহার করার কিছু শর্ত আছে। যার মধ্যে প্রধান একটি হচ্ছে আপনার মিনিমাম Screen Resolution 1024x768 হতে হবে।

Resoulation Of NetBook

রেইজুলেইশন এর কম হলে আপনি মেট্রো অ্যাপ ব্যাবহার করতে পারবেন না!

বাংলাদেশের হিসাবে আমি মনে করি অনেকেই আছেন এই শর্ত পূরণ করতে পারেন না। বিশেষ করে আমার মত নেটবুক ব্যাবহারকারী যারা আছেন। এই সমস্যার কারনে অনেকে নেটবুকে Windows 8 ব্যাবহার ই করতে চায় না! এবার চিন্তার দিন শেষ। আজ থেকে আপনি যেকোনো নেটবুক বা মনিটরেই মেট্রো অ্যাপ চালাতে পারবেন! যারা নেটবুকে Windows 8 চালাতে ভয় পাচ্ছেন তাদের বলছি, নেটবুকে নির্দ্বিধায় জানালা ৮ চালাতে পারেন। অন্যান্য যেকোনো ওএস এর চেয়ে এটি অনেক ভাল স্পীড, পারফরমেন্স দেবে। তো চলুন, কাজ শুরু করা যাক...

প্রথমে আপনার Windows 8 পিসির রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। ওপেন করতে Windows+R চেপে regedit লিখে ইন্টার চাপুন। রেজিস্ট্রি এডিটর ওপেন হবার পর Ctrl+F চাপুন। এবার Find এর ঘরে display1_downscalingsupported লিখে Find Next এ ক্লিক করুন। সার্চ রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করুন।

রেজাল্ট আসার পর ডান পাশে লক্ষ করুন Display1_DownScalingSupported নামে কোন সেটিং দেখতে পান কিনা। না পেলে দুঃখিত, আপনার কপাল খারাপ! আর পেলে সেটাতে ডাবল ক্লিক করুন।

এবার Value Data এর ঘরে 1 লিখে ওকে করুন।

এরপর F3 প্রেস করুন এবং পরের সেটিং টাতেও একই ভাবে Value Data এর ঘরে 1 লিখে ওকে করুন।

এভাবে বার বার করতে থাকুন যতক্ষন না পর্যন্ত Finished Searching Through Registry লেখাটি না আসে।

ব্যাস! কাজ শেষ। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। ডেস্কটপে রাইট ক্লিক করে Screen Resoulation সিলেক্ট করুন। লক্ষ করুন, আপনি এখন অনেক গুলো রেজুলেইশন সিলেক্ট করতে পারছেন যা আগে পারতেন না। যেকোনো একটি হায়ার রেজুলেইশন সিলেক্ট করুন আর স্টার্ট মেনুতে গিয়ে গিয়ে কোন একটা মেট্রো অ্যাপ ওপেন করুন। টাডা!!! অ্যাপ ব্যাঙের মত লাফ দিয়ে আপনার নাকের ডগায় চলে আসবে। 😀

কিছু সতর্কতাঃ
● সব কম্পিউটারে কাজ করার কথা থাকলেও গ্রাফিক্স চিপসেটের উপর ভিত্তি করে সব কম্পিউটারে এই ট্রিক কাজ নাও করতে পারে।
● পরিবর্তিত রেজুলেইশনে ইমেজ আপনার স্ক্রীন এ ভালভাবে ফিট নাও হতে পারে অর্থাৎ একটু চ্যাপ্টা দেখাতে পারে।
● স্টার্ট মেনুর আইকন গুলো আগের থেকে একটু বড় আকার ধারন করতে পারে।
● কিছুটা রিস্ক থেকেই যায়। তাই আপনার প্রয়জনের গুরুত্ব বুঝে কাজ করবেন।
আর যদি কোন সমস্যা বেধেই যায়, তাহলে কম্পিউটার সেইফ মোডে ওপেন করে আপনার ডিফল্ট রেজুলেইশন সেট করে নিন। আমি মনে করি মেট্রো অ্যাপ ছাড়া Windows 8 অনেকটা মনিটর হীন ডেস্কটপের মত। কাজ করবে ঠিকই, কিন্তু আপনি কিছু দেখতে পাবেন না!

                                                               কি? আপনার কাজে আসলো না, তাইতো? তাহলে চলুন, সামনে আগাই...

                                                                ===সফটওয়্যার ছাড়াই সুরক্ষিত রাখুন আপনার ফাইল===

এবার আম-ইউজারদের পালা। এই ট্রিক টা Windows 8 এবং Windows 7 এ পরীক্ষিত। আশা করা যায় Windows এর সব ওএস এ এটি কাজ করবে।
ব্যাক্তিগত ফাইলের সুরক্ষা আমাদের সবার জন্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ফাইল লুকানোর/সুরক্ষার জন্য অনেকে ড্রাইভ/ফোল্ডার লক করে, হাইড করে ইত্যাদি ইত্যাদি... এসব কাজে কমবেশি সবাই বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। এটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মত। মানুষ মাছ দেখতে না পেলেও শাক কিন্তু ঠিকই দেখতে পারে। আর সমস্যা হল, শাক দেখলেই সবাই বুঝে যায় যে এর ভেতর মাছ আছে! 😛
তাছাড়া ক্ষেত্র বিশেষে এসব সফটওয়্যার ব্যাবহার করা রিস্কি। উল্টাপাল্টা হলে ফাইল ড্যামেজের সম্ভাবনা থাকে। তাই আজ আপনাদের সাথে খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করব, যার দ্বারা আপনি আপনার কম্পিউটার এর ড্রাইভ গুলো হাইড করে ফেলতে পারবেন খুব সহজেই কোন ধরনের সফটওয়্যার ছাড়াই! কাজ শুরু >

Windows+R চেপে Run ওপেন করুন। gpedit.msc লিখে ইন্টার প্রেস করুন। সেখান থেকে Administrative Templates>Windows Components>File Explorer সিলেক্ট করুন। এবার ডান পাশে লক্ষ করুন অনেক গুলো সেটিং আসবে। এর ভেতর থেকে Hide these specified drives in My Computer খুজে বের করুন এবং ডাবল ক্লিক করে ওপেন করুন।

উপরের দিকে বাম পাশের মেনু থেকে Enable সিলেক্ট করুন আর নিচের ড্রপ ডাউন মেনু থেকে কোন ড্রাইভ হাইড করতে চান তা নির্বাচন করে Apply+OK করুন।

এবার Computer ওপেন করুন আর দেখুন, ড্রাইভ হাওয়া!!! 😀 আবার ড্রাইভ টি ফিরিয়ে আনতে একই নিয়মে Disable করে দিন।
আপনি এডভান্স লেভেল ইউজার হলে এখান থেকে অনেক কিছু কাস্টোমাইজ করতে পারবেন। এটা সেইফ। তবে সাবধান! আপনার মত টেকটিউনস ভিজিটরের হাত থেকে কিন্তু ফাইল রক্ষা করতে পারবেন না! অবশ্য কারো মনে সন্দেহ আসার কথা না...

                                                                 কি? এটা তো আপনি এত্তো গুলো দিন আগে থেকেই জানতেন তাই না???

                                                                                  ===প্রিমিয়াম প্রক্সি সফটওয়্যার===

এবারে ইন্টারনেট পাগলা দের পালা।
বর্তমানে বিভিন্ন টানেলিং সফটওয়্যার, ভিপিএন ইত্যাদির প্রচুর প্রাচুর্য থাকলেও প্রক্সি ম্যানেজার বেশ কম। আর যেগুলো আছে, তাদের মধ্যে বেষ্ট একটা সফটওয়্যার হচ্ছে প্রক্সিফায়ার। আমি জানি, এটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া আর মায়ের কাছে মামা বাড়ির গল্প বলা সমান কথা। তবুও একটু বলি। প্রায়ই আমাদের বিভিন্ন প্রয়োজনে প্রক্সি দিয়ে কানেক্ট হতে হয়। কিন্তু অনেক সময় অনেক সফটওয়্যার এ প্রক্সি ব্যবহারের অপশন থাকে না। সেক্ষেত্রে এই সফটওয়্যার টি অনেক কাজে আসবে। এটি দিয়ে আপনি প্রতিটি অ্যাপ এর জন্য আলাদা আলাদা প্রক্সি সার্ভার এবং প্রোটোকল ব্যবহার করতে পারবেন। বর্তমানে কিছু কারনে বাংলাদেশে এটি ব্যাপক ভাবে ব্যাবহার হচ্ছে। কারনটা আর না বলি, তবে বেশির ভাগ মানুষ ই লাইসেন্স এর অভাবে এর পোর্টেবল ভার্সন ব্যাবহার করেন। কিন্তু এই পোর্টেবল ভার্সন অনেক ঝামেলা করে। কিছু কিছু পিসিতে নাকি কাজ ই করে না! তাদের জন্যই এই ট্রিক।
অনেক বলেছি, আর কোন কথা নেই। প্রথমে অফিসিয়াল সফটওয়্যার টি ডাউনলোড করে নিন এখান থেকে। তারপর ইন্সটল করে

89ZTL-CYADH-VW63J-76F42-VPUF9

এই সিরিয়াল ব্যবহার করে রেজিস্টার করে ফেলুন। রেজিস্টার করতে প্রক্সিফায়ার খুলে Help থেকে About Proxifier সিলেক্ট করুন। এরপর নির্ধারিত বক্স এ নাম-ধাম লিখে রেজিস্টার করে ফেলুন।

                                      কি? "হেহ! এইডা কিছু হইলো???" এরকম লাগল তাই না? সরি, চলেন দেখি ভাল কিছু দেয়া যায় কিনা...

                                                                                         ===IDM টিপস===

আগের বার আই ডি এম নিয়ে লিখেছিলাম। এবারো একটা ছোট্টো টিপস দিতে চাই। IDM এর একটি ভয়ঙ্কর সমস্যা আছে যার নাম Data Curruption সমস্যা। যারা এই সমস্যায় পড়েছেন, একমাত্র তারাই বুঝবেন এই সমস্যা কত হৃদয় বিদারক! এই সমস্যায় যা হয়ঃ
মনে করুন আপনি আপনার মাসিক লিমিটের অর্ধেক সেক্রিফাইস করে ইয়্যা বড় সাইজের একটা ফাইল ডাউনলোড দিলেন। IDM কাকু সেটা সুন্দর মত ১০০% পর্যন্ত ডাউনলোড করবে, তারপর টূটূং করে মুচকি একটা হাসি দিয়ে বলবে, 'ইররর! সাইটে হ্যান ত্যান গন্ডোগোল। আবার পেরথম থেইক্যা ডাউনলোড করতাম চাই!!!'
কি যে কষ্ট! এভাবে বেশ কয়েকটা বড় বড় বাশ খাবার পর আমি সোচ্চার হয়েছি। আপনার ও যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে পরবর্তীতে আর যাতে বাশ না খেতে হয়, সেজন্য IDM খুলে Option থেকে Connection ট্যাবে গিয়ে Default max. conn. number এর ড্রপডাউন লিস্ট থেকে 1 নির্বাচন করুন। এতে করে আপনার দুটো লাভ হবে। একঃ বাশ খেতে হবে না। কেননা মাল্টি কানেকশনের কারনেই এই প্রবলেমটা হয়। দুইঃ যেকোনো ফাইল ডাউনলোড পুরোপুরি না করে ডাউনলোডকৃত অংশ দেখতে পারবেন। (কিভাবে দেখতে হয় জানা না থাকলে আমার আগের টিউনটি দেখুন)
অনেকে বলতে পারেন সিঙ্গেল কানেকশন করে দিলে স্পীড কমে যাবে। কিন্তু আমি বিন্দুমাত্র পার্থক্য পাইনি। আপনারা নিজেরা ট্রাই করে দেখুন।

  কি? এটাতো দুগ্ধপোষ্য পিপিলিকা ছানাও জানে, তাই না? তাহলে চলুন, বড় দাদাদের একটা জিনিস দেই... সেটাও ভাল না লাগলে আমাকে নিজগুনে মাফ করবেন...

                                                       ===ডাউনলোড করে নিন মাইক্রোসফট অফিস ২০১৩ ফুল===

এবারের জিনিস টা সব ধরনের ইউজার দের জন্যই দরকারি। কম্পিউটার এর অতীব প্রয়োজনীয় একটা সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট অফিস। এটার সর্বশেষ ভার্সন মাইক্রোসফট অফিস ২০১৩। আমার কাছে এটি বেশ ভাল লেগেছে। টরেন্ট ডাউনলোড লিঙ্ক দিলাম। এটা ফাইনাল এডিশন এবং সাথে এক্টিভেটর দেয়া আছে। বিস্তারিত টরেন্ট লিঙ্ক এ পাবেন। আশা করি zbigz.com বা furk.net ব্যাবহার করে কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড করতে পারবেন। তারপরও কারো কোন সমস্যা হলে বলবেন, আমার কাছে অফিস এর ইমেজ ফাইলের(.img) ডিরেক্ট লিঙ্ক আছে, কমেন্টে দিয়ে দেব।

Download Microsoft Office 2013

      কি? এতক্ষন যা দিলাম তার কিছুই আপনার কাজে লাগল না? লাগবে কি করে! আপনার তো পিসিই নেই! আমারো নেই! তাহলে চলুন, এবার আমাদের পালা! 😀

===সিম্বিয়ান===

আজকে সিম্বিয়ান S60v3 (fp2) এবং S60v5 স্মার্টফোনের জন্য খুব খুব খুবই কাজের একটি একটি সফটওয়্যার শেয়ার করব। এর গুনের কথা বলে শেষ করা যাবে না! অ্যাপ টির নামঃ IT Agent Theft Aware. হ্যা, এটি একটি এন্টি থেফট সফটওয়্যার যা আপনার ফোনকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে। আপনার ফোনে যদি এই অ্যাপ টি ইন্সটল করা থাকে, আর যদি কেউ একবার আপনার ফোনটা চুরি করে, তাহলে চোর বাবাজি নরকে গিয়েও শান্তি খুজে পাবে না! আপনি ফোন ফেরত না পেলেও আপনার ডাটা থাকবে সুরক্ষিত। সেই সাথে কপাল ভাল থাকলে চোরের ১২ টা বাজিয়ে দিতে পারবেন আর ফোন তো পাবেন ই... এর কিছু ফিচারঃ
সিম পরিবর্তন হাবার সাথে সাথে এটা ফোন লক করে দেবে। সেই সাথে আপনার সেট করা অন্য নাম্বারে নতুন লাগানো সিম থেকে মেসেজ করা হবে। আপনার পিন ছাড়া এই লক খোলা যাবে না। (সেটিং পরিবর্তন যোগ্য) চোর আংকেল এর জন্য আপনি টেক্সট এবং ভয়েস মেসেজ রেখে দিতে পারেন যা লক অবস্থায় স্ক্রীন এ প্রদর্শিত হবে!
আপনি যেকোনো সময় মেসেজের মাধ্যমে আপনার ফোন কন্ট্রোল করতে পারবেন। আপনার ফোন যেখানেই থাক না কেন, আপনি নিদ্রিস্ট কোড মেসেজ পাঠিয়ে আপনার ফোন লক করা, আনলক করা, সাইরেন বাজানো, ফরম্যাট করা, মেসেজ পাঠানো, মেসেজ পড়া, কল করা, ফোনবুকের নাম্বার পাওয়া, অফ করা ইত্যাদি কাজ করতে পারবেন। আর চোরের লাগানো সিমে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আপনার মোবাইল এ যদি জিপি এস থাকে তাহলে আপনি ম্যাপে আপনার ফোন ট্রাক করতে পারবেন।
আর এই অ্যাপ এর যে ফিচার টা আমার সবচেয়ে ভাল লেগেছে, তা হল স্টেলথ মোড। আপনার ফোনে ইন্সটল করার পর প্রয়োজনীয় সেটিং করা হয়ে গেলে অ্যাপটি স্টেলথ মোডে চলে যাবে। এই অবস্থায় অ্যাপ টিকে মেনুতে বা অন্য কোথাও খুজে পাওয়া যাবে না! অর্থাৎ, এক্সপার্ট চোর আংকেলের বাবাও বুঝতে পারবে না যে আপনার ফোনে এটি ইন্সটল করা আছে। পরবর্তীতে আপনি যদি অ্যাপ টি ওপেন করতে চান, তাহলে স্ট্যান্ডবাই স্ক্রীন এ আপনার পিন টাইপ করে কল করুন, অ্যাপ এসে হাজির হবে।
আর কিছু বলা লাগবে? এটা প্রিমিয়াম ভার্শন, তাই ঝামেলা নেই। অ্যাপ এর ভেতরে নির্দেশনা দেয়া আছে। ভাল করে পড়ে নেবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ইন্সটল এর সময় যদি certificate error বলে, তাহলে আপনার ফোন টি হ্যাক করা লাগবে। হ্যাক করতে এই টিউনটি দেখতে পারেন।

               কি? এই অ্যাপ তো আপনি জন্মেরও আগে থেকে ইউজ করছেন, তাই না?

তাহলে আর কি করার! এই অপেরা মিনি টা ডাউনলোড করে রাখতে পারেন। এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। কেননা এই ফ্রী ইন্টারনেট এর জন্য টেকটিউনস এক সময় অসহ্য হয়ে উঠেছিল। তবে এর একটা বিশেষত্ব হল, এই ব্রাউজার দিয়ে আপনি সব ট্রিক ব্যাবহার করতে পারবেন। জিপি, এয়ারটেল বা টাকা দিয়ে অর্থাৎ লিগাল ইন্টারনেট ও ব্যবহার করতে পারবেন। ডাউনলোড করতে ক্লিক করুন...

                                                                        কি? ফ্রী নেটের তো আব্বু আপনি। এই অ্যাপ দিয়ে আপনি কি করবেন!?

                                                                                                             ===এন্ড্রয়েড===

আমার এন্ড্রয়েড নেই। এটা সম্পর্কে আমার ধারনাও অতী নগণ্য। তাই আপনাদের ভাল কিছু দেবার সামর্থ্য আমার নেই! তবে যেহেতু বলেছি খালি হাতে ফেরাবো না, তাই একটা সাইটের নির্বাচিত টপ ১০০ এন্ড্রয়েড গেম থেকে আপনাদের জন্য ২৫ টা আপলোড করলাম। ইচ্ছা হলে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

                                      কি? এটাও কাজে লাগলো না, তাই না? কেননা আপনার তো এন্ড্রয়েড ই নাই! তাহলে আরেকটু আসেন ভাই...

                                                                    ===আম-ইউজার, অর্থাৎ সাধারন মোবাইল ইউজার===

এবার একটি টিপস দিতে চাই যা সকল মোবাইল ইউজার রা ব্যাবহার করতে পারবেন। বেশ মজার জিনিস। যারা দুটো ফোন ব্যবহার করেন, তারা ইচ্ছা করলে এমন সিস্টেম করতে পারেন যাতে একটা ফোনে কথা বলার সময় ওই ফোনে কোন কল আসলে সেটি ২য় ফোনে চলে যাবে। (২য় ফোন থেকে কল রিসিভ করলে প্রথম ফোন থেকে টাকা কাটবে)। অফিশিয়াল ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে।

এটি করতে প্রথম ফোন থেকে ডায়াল করুনঃ *৬৭*দ্বিতীয় ফোনের নাম্বার#

আর যাদের একটা ফোন, তারা ইচ্ছা করলে যেকোনো কলার এর কাছে নিজেকে বন্ধ দাবী করতে পারবেন (!) মানে, আপনার ফোন খোলা থাকলেও বন্ধ বলবে। এর জন্য আপনার লাগবে যেকোনো একটি মোবাইল আর একটি বন্ধ সিম। (বন্ধ সিম যে অপারেটর এর হবে, দুঃখিত বলার স্টাইল ও সেই অপারেটর এর হবে)

এক্টিভ করতে ডায়ালঃ *৬৭*বন্ধ সিমের নাম্বার#

আপনার ফোনে কল আসবে ঠিকই। আপনি যাকে বোকা বানাতে চান, বা বন্ধ দেখাতে চান, তার কল কেটে দিন।(কোন টাকা কাটবে না) তাহলেই সে বন্ধ মেসেজ শুনতে পাবে।
উভয় ক্ষেত্রেই ডিয়াক্টিভেট করতে ফোনের Call Setting > Call Divert > Cancel all Divert করতে হবে।
আমি ভাবছি এই দুঃখিত মেসেজ টা আমার ওয়েলকাম টিউন হিসাবে সেট করব। কি বলেন আপনারা?

                                কি? আমি জানি এটা ফালতু একটা টিপস। সুতরাং কাজে লাগার কথা না। কি আর করার! আর তো কিছু পেলাম না! সরি...

এপল ইউজার (জীবনে কোন এপল প্রোডাক্ট ছুয়ে দেখার সৌভাগ্য আমার হয়নি। তাই এর সম্পর্কে আমার ধারনা একটি লাল আপেল) এবং এতক্ষনে যারা কিছুই পাননি, তাদের পা ধরে মাফ চাচ্ছি... আমি কথা রাখতে পারলাম না! ক্ষমা করবেন আমায়...
===আপনাদের জন্য এবার সান্তনা পর্ব===

যেহেতু আপনি এতক্ষনে কিছুই পাননি, সেহেতু নিশ্চয়ই ব্যাপক ভাবে নিজের উপর রাগ এবং আমার উপর ক্রোধ বাড়ছে? সরি ভাই, দেখি কিছুটা কমানো যায় কিনা...
বুঝলাম আপনি টেক সম্পর্কে সব আগেই জেনে ফেলেছেন। কিন্তু মুভি নিশ্চয়ই রিলিজের আগেই দেখতে পারেন না? আপনি মুভি পাগলা হলে আপনার জন্য দুটো মুভির ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিলাম। আগের বারের মতই নাম ডাক ওয়ালা! ভালই প্রিন্ট। চাইলে ডাউনলোড করতে পারেন।

Download Iron Man 3.720p.HDRip

Download Fast & Furious 6 2013 720p

                      কি? মুভির কথা শুনলে আপনার গা জ্বালা করে?সরি রে ভাই! আপনি বসে বসে এই গান গুলো শুনতে পারেন। আমার বেশ প্রিয়...

Download Justin Bieber - Pray

Download Lenka - Everything At Once (Windoes 8 Theme Song)
Download Tahsan - Megher Pore (From Mon Foringer Golpo)

                               কি? গান ও আপনার ভাল লাগে না??? তাহলে নিশ্চয়ই আপনার বই পড়তে ভাল লাগে, রাইট? তাহলে আপনার জন্যই বই:

Download 'You Can Win'

দারুন একটা বই। আশা করছি জীবন গড়তে বেশ কাজে আসবে বইটি...

                                                        কি? আর কি বলব? এটাও আপনার কাজে আসলো না? তাহলে আর কি...

যদি আপনি এই টিউন থকে কিছুই না পেয়ে থাকেন, তবে আপনি হলেন আমার শ্রেনির একজন মানুষ। যার সব থেকেও কিছুই নেই! তবে বিশ্বাস করুন, আমার এই টিউনটা পড়ে আপনি যে ধৈর্যের পরিচয় দিলেন, তাতে আমি নোবেল কমটির কেউ হলে নির্ঘাত আপনাকে ধৈর্যের উপর নোবেল প্রাইজ দিতাম। তা তো আর দিতে পারছি না! তাই মন থেকে একটা ধন্যবাদ দিলাম।

পিপিলিকার ঝুলি আজ শেষ! আজকেও আমাকে হাল ছাড়তেই হচ্ছে! যারা কিছুই পেলেন না, তাদের কাছে আবারো ক্ষমা চাচ্ছি। আপনাদের সময় এবং ডাটা নষ্ট করলাম! সরি...
আর যারা কিছু পেয়েছেন, তারা আমাকে কি দেবেন??? তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন প্লিজ। ব্যাক্তিগত জীবনে কোনভাবেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না এই অগোছালো পৃথিবীতে!
আর আবার বলি, আপনাদের এই জ্ঞ্যানের সাগরে আমি তুচ্ছ পিপিলিকা। আপনাদের কাছ থেকে এটুকুই আশা করি যে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। পিপিলিকাকে পায়ে পিষে মারবেন না...

ভুল ত্রুটি হয়ে থাকলে, কোন বিষয়ে আগেই টিউন হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারনে, অকারনে, বা যেকোনো প্রয়োজনে আমাকে পেতে পারেন ফেইসবুকে। আপনাদের মূল্যবান মতামত পাবার অপেক্ষায় আগের বারের চেয়ে ডাবল বড় হা করে স্ক্রীন এর দিকে তাকিয়ে থাকলাম। ভাল থাকুন সবাই। সুখে শান্তিতে কাটুক আপনাদের জীবন... আল্লাহ্‌ হাফেজ...

Level 0

আমি পিপিলিকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার জীবন টা ক্যামন যেন...ফাকা ফাকা। না আছে মন খারাপ করা কোন মানুষের মুখে হাসি ফোটানর মত শৈশব স্মৃতি, না আছে অন্যের মনে রেখাপাত করার মত কোন কৈশর অভিজ্ঞতা। আনন্দ গুলো ভাষাহীন, দুঃখ গুলো ভোতা ভোতা... নিজেকে বুঝতে পারিনি কখনও। বুঝিনি আমি কি চাই, কি করি, আমি কি... আপাতত একমাত্র...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাটাফাটি টিউন । রীতিমতো সবসময় আপনার টিউন চাই , ধন্যবাদ আপনাকে সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য ।

    @jahid hasan: আপনি আমার দ্বিতীয় টিউন এর প্রথম মন্তব্যকারী। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই… আর নিয়মিত টিউন করার ক্ষমতা আমার নেই! চেষ্টা কর্ব। তাছাড়া ঘন ঘন টিউন কর্লে দাম কমে যাবে! 😛

নাম আপনার পিপিলিকা কিন্তু টিউন তো একেবারে হাতির পর্যায়ের!! ডোন্ট মাইনড ব্রাদার…এইটা কিন্তু কমপ্লিমেন্ট!!

    @salehin4070: হা হা হা! আসলে টেকটিউনস এ এত্তো হাতি, গন্ডার, জিরাফ দের দেখতে দেখতে কিছুটা হাতির স্বভাব ঢুকে গেছে মনে হয়! তবে সেটা এমিবা মার্কা হাতি… 😛 ধন্যবাদ ভাইয়া…

Level 0

ato kiso por o jodi keo bole kiso paini tahole thake kono kiso diye suki kora sombob hobe na.
apnake onek dhonnobad ato sondor akta tune korar jonno. aro tune asa kori. valo thakben 🙂

    @meskat00: ঠিক বললেন না ভাই… আমিতো এই টিউন থেকে কিছুই পাইনি। কিন্তু আপনার ধন্যবাদ পেয়ে কত সুখি হয়েছি জানেন??? 😛

ভাল টিউন। অনেক কাজেরও। ধন্যবাদ।

    @ইশতিয়াক: দোয়া করবেন যেন আরও ভাল এবং কাজের টিউন করতে পারি… মিলিয়ন ধন্যবাদ আপনাকে…

যদিও কিছু ডাউনলোড করিনি তার পরও আপনার টিউনটি আগাগোড়া মনোযোগ সহকারে পড়েছি। খুবই ভালো লাগল বিশেষকরে আপনার উপস্হাপন ভঙ্গি। চরম সুন্দর

    @দুরন্ত বালক: সত্যি ভাই, আপনি নোবেল প্রাইজ পাবার যোগ্য! আনুপ্রেরনা পেলাম। ট্রাক খানেক ধন্যবাদ আপনাকে… 🙂

ধন্যবাদ ভাই… অনেক কিছু পাইলাম সেই সাথে অনেক মজাও পাইলাম…। আবারও ধন্যবাদ ।

    @SHAHJALAL24: ওও… দারুণ বলেছেন ভাইয়া… এখন বুঝতে পারলাম, এই টিউন থেকে আমি কিছুই না পেলেও বেশ মজা পেয়েছি এবং পাচ্ছি! বিলিয়ন ধন্যবাদ ভাই… 😀

ফাটাফাটি পোষ্ট।অনেক ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোষ্টির জন্য ।

    @Moyin Hossain Emon: আমাকে ধন্যবাদ দেয়ার জন্য এবং কষ্ট করে কমেন্ট করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ! 😀

সুন্দর উপস্থাপন সহ চমৎকার টিউন

    @মোহাম্মদ খালিদ হোসাইন: কেমন আছেন ভাই আপনি??? আমার আগের টিউন এ ও আপনি ছিলেন! এক ট্রিলিয়ন ধন্যবাদ আপনাকে… 😀

      @পিপিলিকা: 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛 😛

Level 0

টেকটিউনসে এখন আর আগের মত ভাল টিউন খুব একটা বেশী চোখে পড়েনা । আপনার টিউনসটি দেখে মনে হয়েছে টেকটিউনস তার হারানো দিনগুলিতে আবার ফিরবেই ! ধন্যবাদ ।

    @Mustafa: ভাই আপনি মনে হয় একটু বেশিই বলে ফেললেন! এত ভাল টিউন করিনি! আর এখানে এর চেয়ে অনেক ভাল ভাল টুইন হয়… ধন্যবাদ ভাই আপনাকে…

Level 0

মামা ইউ রক্স। অনেক ধন্যবাদ মামা, চরম টিউন। আমার মতে এটাকে স্টিকি করা উচিত। একদম কমপ্লিট প্যাকেজ। অসাধারন। :yourock:

    @jiko: হা হা হা… ব্যাপুক ভাল লাগল আপনার মন্তব্য! তবে আমি কিন্তু রক না! 😛

Level 0

মামা ইউ রক্স। অনেক ধন্যবাদ মামা, চরম টিউন। আমার মতে এটাকে স্টিকি করা উচিত। একদম কমপ্লিট প্যাকেজ। অসাধারন। :yourock:

Level 0

ekta tune j ato sundor kore lekha jay shiklam …great.

    @rafa: কই আমার তো খুব বেশি সুন্দর লাগছে না! মনে হচ্ছে আরও সুন্দর হওয়া উচিৎ ছিল… অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙂

খুব ভালো লেগেছে পড়ে… মজা পাবার সাথে সাথে শেখাও হলো….ধন্যবাদ

সুন্দর উপস্থাপন । ধন‍্যবাদ ।