বাদ দিন মাউস, কিবোর্ড দিয়ে পরিচালনা করুন আপনার কম্পিউটার !!!

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম।

যার কিবোর্ড দিয়ে সমস্ত কাজ করতে চান তাদের জন্য বিশেষ বিশেষ কিছু এক্লুসিভ কিবোর্ড শর্টকার্ট নিয়ে আমার আজকের এই টিউন। যাইহোক কথা বাড়ালেই সমস্যা। কথায় না বাড়িয়ে কাজের কথায় আসি।

Windows key + R = Run (রান) কমান্ড

নিছে কিছু রান কমান্ডের কাজ দেখান হলো।

cmd = কমান্ড প্রোমট

iexplore + "ওয়েব এড্রেস" = IE (ইন্টারনেট ইক্সপ্লোরার)

compmgmt.msc = কম্পিউটার ম্যানেজমেন্ট

dhcpmgmt.msc = DHCP ম্যানেজমেন্ট

dnsmgmt.msc = DNS ম্যানেজমেন্ট

services.msc =  সার্ভিসেস

eventvwr = ইভেন্ট ভিউয়ার

dsa.msc = ইউজার কম্পিউটারের সক্রিয় ডাইরেক্টরি

dssite.msc =  সাইট ও সার্ভিসের সক্রিয় ডাইরেক্টরি

devmgmt.msc = ডিভাইস মেনেজার

msinfo32 =  সিসটেমের নাড়ী নক্ষত্র

cleanmgr = ডিস্ক কিলিনাপ

ntbackup = Backup এন্ড Restore উইজার্ড

mmc = মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোল

excel = Microsoft Excel (যদি ইনস্টল থাকে)

msaccess = Microsoft Access (যদি ইনস্টল থাকে)

powerpnt = Microsoft PowerPoint (যদি ইনস্টল থাকে)

winword = Microsoft Word (যদি ইনস্টল থাকে)

frontpg = Microsoft FrontPage (যদি ইনস্টল থাকে)

notepad =  নোটপ্যাড

wordpad = WordPad

calc = ক্যালকুলেটর

msmsgs = উইন্ডোজি ম্যাসেনজার

mspaint = পেইন্ট

wmplayer = উইন্ডোজ মিডিয়া প্লেয়ার

rstrui = সিস্টেম রিস্টোর

netscp6 = Netscape 6.x

netscp = Netscape 7.x

netscape = Netscape 4.x

waol = আমেরিকা অনলাইন

control =  Control Panel

control printers =  প্রিন্টারস

Windows key + E = এক্সপ্লোরার

ALT + Tab = সচল উইন্ডেজের সুইচিং

ALT, Space, X = ম্যাক্সিমাইজ

CTRL + Shift + Esc = Task Manager

Windows key + Break = সিসটেম প্রোপার্টিজ

Windows key + F =  সার্চ

Windows key + D = Hide/Display all windows

CTRL + C = copy

CTRL + X = cut

CTRL + V = paste

Keyboard Shortcuts

[Alt] + [Esc] রানিং এপ্লিকেশনের সুইচিং

[Alt]  মেনু সিলেক্টের জন্য

[Ctrl] + [Esc] প্রোগ্রাম মেনু

[Alt] + [F4] একটিভ উইন্ডোজ বন্ধ করা ও এপ্লি

[Alt] + [-] যে কোন একটিভ এপ্লিকেশনের কন্ট্রোল মেনু।

[F1]    হেল্প ফ্রম উইন্ডোজ

Windows+M   মিনিমাইজ

Shift+Windows+M আনডু মিনিমাইজ

Windows+F1 উইন্ডোজ হেল্প

Windows+Tab টাস্কবার বাটনের সার্কেল

এক্সসিবিলিটি শর্টকাট:

Right SHIFT আট সেকেন্ড ধরে চাপুন........ FilterKeys  অন অফ হবে

Left ALT +left SHIFT +PRINT SCREEN.......  High Contrast অন অফ হবে

Left ALT +left SHIFT +NUM LOCK....... MouseKeys অন অফ হবে

SHIFT পাঁচ বার চাপুন....... StickyKeys অন অফ হবে

NUM LOCK পাচঁ সেকেন্ড ধরে চাপুন...... ToggleKeys আট সেকেন্ড ধরে চাপুন

উইন্ডোজ XP এর ডিফল্ট কিছু

CTRL+C = কপি

CTRL+X = কাট

CTRL+V = পেস্ট

CTRL+Z = আনডু

DELETE = ডিলিট

SHIFT+DELETE = পারমান্টেলি ডিলিট (রিসাইকেল বিন- এ থাকবে না)

CTRL চেপে ড্রাগ = কপি হবে ড্রাগিং উইন্ডেজে

CTRL+SHIFT চেপে ড্রাগ = শর্টকাট তৈরি হবে ড্রাগিং উইন্ডেজে

F2 = রিনেম সিলেক্টেড ফাইল

CTRL+A = সিলেক্ট অল

F3 = সার্চ ফর সিলেক্টেড ফোল্ডার

ALT+ENTER = প্রোপার্টিজ দেখা

ALT+F4 = ক্লোজ একটিভ প্রোগ্রাম

ALT+SPACEBAR = কন্টোল মেনু

F5 = রিফ্রেস

WIN Key= স্ট্রাট মেনু

WIN Key+D = ডেক্সটপ

WIN Key+U = ইউটিলিটি ম্যানেজার

যদি একটাও কারো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

save করে রেখেছি, মাউস নষ্ট হলে খুব কাজে দিবে। তোমাকে ধন্যবাদটা না হয় মাউস নষ্ট হলে দিব,এখন বাকি থাক।( সাবধান তুমি আবার আমার মাউস নষ্ট হবার জন্য দোয়া করো না)

    আপনার মাউস দীর্ঘজীবি হোক।

বেশ কাজের টিউন।
ধন্যবাদ।

    সুন্দর মন্তবের জন্য ধন্যবাদ হাসান ভাই।

Level New

অবশ্যই কমেন্ট করব (আমি)।যদি এ ধরণের আরো সুন্দর ও সাধারণ ব্যবহারিক বিষয় নিয়ে হাজির হন।
অত্যান্ত চমৎকার হয়েছে,ধন্যবাদ।

ধারুণ লিখছছ

কাজে দিবে…

Level 0

ashole onek kichu shiklam ?

ভাল টিউন।

Level 0

Thanks bro…. Good tune. 😉

Level 0

ভালো টিউন কাজে লাগলো।

ধন্যবাদ তুলে রাখলাম।

Level 0

vai shoguli nam ki apnar mone ache..?..