বাংলাদেশে অনেকেই আইফোনে ব্যবহার করেন জেলব্রেক করে. তাই জেলব্রেক করাটা অনেকেই জানেন. কিন্তু অনেকেই জানেননা কিভাবে এটাকে আবার অরিজিনাল অপারেটিং সিস্টেম এ ফেরত নেয়া যায়. আজকের এই ছোট টিউন এ আমি এই বিসয় নিয়ে বলবো.
১. প্রথমে iTunes সফটওয়্যার টি চালু করুন. না থাকলে download করুন http://www.apple.com/itunes/download/.
২. iTunes চালু করার পর আপনার আইফোনকে কেবল দিয়ে সংযুক্ত করুন. দেখবেন iTunes আইফোন টি detect করেছে.
৩. আপনি যদি আপনার আইফোনে কে latest অপারেটিং সিস্টেম এ upgrade করতে চান , তাহলে "Update" এ ক্লিক করুন. এটি আপনাকে বর্তমানে যে latest অপারেটিং সিস্টেম আছে, তাতে upgrade করে দিবে.(ভালো ইন্টারনেট কানেকশন দরকার.)
৪. যদি আপনি কোনো নির্দিষ্ট অপারেটিং সিস্টেম এ ফেরত যেতে চান, তাহলে আগে download করুন আপনার পছন্দমতো...(এটি OS 3.0, আপনার আইফোনে 2G নাকি 3G সেটি অনুসারে নামিয়ে নিন.)
iPod and iPhones (All OS in one website)
http://www.felixbruns.de/iPod/firmware/
৫. এবার আপনি আপনার iTunes খুলে "Shift" চেপে ধরে "Update" ক্লিক করুন. দেখবেন আপনার কাছে .ipsw ফাইল চাইবে. আপনি আপনার নামিয়ে নেয়া ফাইল টি দেখিয়ে দিন. পরবর্ত্তীতে iTunes এর নির্দেশনা অনুসরণ করুন এবং আপনার আইফোনে কে আবার নতুন রূপ দিন.
আমি শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Working on iPhone development...and i just wanna be myself....
just in time