ফ্রীতে এসএমএস পাঠান বি্শ্বের যে কোন মোবাইলে

সবাইকে স্বাগতম আজ যে বিষয়টি শেয়ার করব তা দিয়ে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে বিনা খরচে এসএমএস পাঠাতে পারবেন।

এসএমএস পাঠানর জন্য

১ সাইটটিতে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্ক থেক্বে ।

২ এর পর  register এ ক্লিক করুন । এবং রেজিস্ট্রেশান করুন।

৩. এর পর আপনার e-mail এ দেখুন আপনার লগ ইন করার পাসওয়ার্ড চলে গেছে।

৪ হোম পেজ থেকে লগইন করুন।

৫. সেন্ড এসএমএস ক্লিক করুন।

৬.Message বক্স এ আপনার মেসেজ টাইপ করুন। Send to তে যাকে পাঠাতে চান তার নম্বর লিখুন। নম্বর এর আগে 88 টাইপ করতে ভুল্বেন না।
৬. আপনি যদি চান তাহলে  এসএমএস এর সাথে আপনার নাম দিতে  পারেন Sender address থেকে। আর পরিচয় গোপন রাখতে চাইলে না দিলে ও চলবে।

৭. এরপর সেন্ড করুন আপনার SMS।
মনে রাখবেন এই ওয়েবসাইট এ একটি ইমেইল address দিয়ে আপনি ১০টির বেশী এসএমএস
পাঠাতে পারবেন না।
এবার শুনুন একটি Gmail আদ্দ্রেসস দিয়ে কিভাবে হাজার হাজার Gmail আদ্দ্রেসস বানানো সম্ভব। একটি আদ্দ্রেসস দিয়ে এসএমএস পাঠানো শেষ হলে আপনার Gmail আইডি এর শেষে টাইপ করুন + চিন্হ এবুং এটা দিয়ে রেজিস্টার করে দেখুন তা আপনার অ্যাকাউন্ট হিসেবে গন্য হবে। একটা উদাহরন দেয়া যাক।
যেমন আমার Gmail address [email protected] আমি
প্রথমে এটি ব্যবহার করে একটি account খুলি। এরপর আমি আবার [email protected] দিয়ে আরেকটি অ্যাকাউন্ট খুলি।

এর জন্য আমাকে Gmail এ দুই বার রেজিস্ট্রেশান করতে হই নি ।

এই ভাবে unlimited  Gmail আইডি বানান আর ফ্রী তে এসএমএস পাঠান

বি্শ্বের যে কোন প্রান্তে।

টি টি তে এটা আমার প্রথম টিউন । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি স্তাবক দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a student Of EEE. I love electronics. And a regular visitor of techtunes......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম জানাই আপনাকে টিটিতে, ভালো থাকুন, ভালো রাখু আসে পাশের সবাইকে। শুভ কামনা।

পোস্টের টাইটেলে ফ্রী কথাটা লিখে দিন। আসা করি আপনার সাইট টি কাজ করবে।
ধন্যবাদ

    আপমাকেও ধন্যবাদ P P ভাই সাইট টি ভাল মতই কাজ করে। টাইটেলে ফ্রী কথাটা লিখে দিলাম
    আমার প্রথম টিউন এ প্রথম মন্ত্যবের জন্য আশেষ ধন্যবাদ

    vai kau kisu mone koren na recently amar pc te akta problem hochse.jokhon kono converter statrt kore convert korle koiek minute er modhee motherboard beep sound korte thake randomly,and task manager e 100% cpu using dekhay. vaia aita kisher problem aktu solution dile valo hoto.

http://sms.vianett.com এই সাইটটি নিয়ে আমাদের জনপ্রিয় টিউনার মেহেদী আকরাম ভাই অনেক আগেই উপস্থাপন করেছিলেন। উনি চমৎকার ভাবেই এই কৌশলগুলো বলেছিলেন। ভাই এই একই হুবুহু জিনিস উপস্থাপন করার চেয়ে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। টেকটিউনে সুন্দর একটা সার্চ ইঞ্জিন আছে । এই সার্চ ইঞ্জিনে আপনি যদি এই সাইটি সার্চ করতেন তাহলে মেহেদী ভাইয়ের টিউনটি দেখাতো। টিউন করার আগে আপনার বিষয়টি সার্চ দিলেই আপনি বুঝতে পারবেন এই বিষয় নিয়ে আগে টিউন করা হয়েছে কিনা। আপনার টিউনটিই যদি অন্য কেউ অনুকরন করে প্রকাশ করে তাহলে নিশ্চয়ই আপনার ভাল লাগবে না। তাই পুনরাবৃত্তি বা অনুকরন হতে বিরত থেকে নতুন কিছু দেন যাহা টিটিতে উপস্থাপন করা হয়নি। আপনি আবার এই কথা বলবেন না যে, নতুনদের কাজে লাগবে। আরে ভাই নতুন পুরান যাই হোক টিটিতে সার্চ করে সকলেই বের করতে পারবে।
আর হ্যাঁ, এই সাইট হতে এবং এ্কই আইপি এড্রেস হতে পাঁচটি ইমেইল এর বিপরীতে মোট ৫০টি মেসেজ পাঠানোর পর আজ পাঠানো সম্ভব নয়। অর্থাৎ আর কাজ করবে না।
(ডন্ট মাইন্ড)

মেহেদী আকরাম ভাইয়ের টিউনটি দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।
https://www.techtunes.io/internet/tune-id/19001/
(ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠান যত খুশি)

    ধন্যবাদ [আইটিপ্রেমী রুহুল ] ভাই
    মেহেদী আকরাম ভাই আমার একজন অত্যন্ত প্রিয় টিউনার । নতুনদের কাজে লাগবে এটা আমি বলব না । কিন্তু আমার সার্চ করে দেখা উচিত ছিল। আমি টিটি তে নতুন, তাই বিষয়টি আমার মাথায় আসে নি ।আমি দুখিত পোষ্ট দুটির বিষয় মিলে যাওয়তে । কিন্তু আপনি যদি খেয়াল করেন তবে তাহলে দেখতে পাবেন দুটি টিউনের উপস্থাপনা ভিন্ন। কিন্তু তারপরও যদি বলেন পোষ্টটি ডিলিট করে দিতে পারি।
    “এই সাইট হতে এবং এ্কই আইপি এড্রেস হতে পাঁচটি ইমেইল এর বিপরীতে মোট ৫০টি মেসেজ পাঠানোর পর আজ পাঠানো সম্ভব নয়। অর্থাৎ আর কাজ করবে না ” আমি ডাইনামিক আইপি ব্যাহার করি তাই এই প্রব্লেম ফেস করা হই নি। কিন্তু আইপি পরিবরতন করার সফটওয়্যার দিয়ে এই সমস্যার সমাধান করা যায়।
    “(ডন্ট মাইন্ড)” ভাই মাইন্ড করিনি বলেই আপনার কমেন্ট আমি approve করেছি। আপনাদের মত জনপ্রিয় টিউনারদের কারনেই কিন্তু আমার প্রযুক্তির প্রতি এতো ভালবাসা।
    আপনার মন্ত্যবে মাইন্ড করার প্রশ্নই উঠে না।

    স্তাবক দাশ ভাই, আমার মন্তব্যটি সাদরে গ্রহন করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে আমি এই ধরনের মন্তব্য করতাম না। ইদানিং কিছু কিছু টিউনার ঐ রকম স্বভাবের হচ্ছে। তাই বললাম। আপনি সত্যিই উনাদের ব্যতিক্রম। আপনার রিপ্লাই আমার নিকট ভালই লাগলো। আপনার টিউনটি ডিলিট করার কোন প্রয়োজন নাই। চালিয়ে যান সামনের দিকে আর আপনার জ্ঞান আমাদের মাঝে শেয়ার করুন। পরবর্তি চমৎকার টিউনের আশায় রইলাম।

    ধন্যবাদ [আইটিপ্রেমী রুহুল ] ভাই

    দুঃখিত আমি একটু নাক গলাতে আসলাম। বাংলাদেশ থেকে এই সাইটে এত বেশি পরিমান এসএমএস পাঠানোর চেষ্টা করা হয়ে থাকে যে, কর্তৃপক্ষ একদিনে সমগ্র বাংলাদেশী আইপি থেকে দৈনিক মাত্র ৫০ টি এসএমএস পাঠানোর সুযোগ দেয়। তাই আপনি কেবল যদি প্রক্সি আইপি ব্যবহার করে লগ ইন করেন (ইউএস/কানাড আইপি) তবেই এই সুবিধা উপভোগ করতে পারবেন। তার মানে অনেক কাঠ খড় পোড়ানোর পরই আপনি এসএমএস পাঠাতে পারবেন। এটি দেখুনঃ
    Error: Bangladesh has a maximum limit of 50 messages for demonstration accounts per 24 hours. This limit are exceeded and the message has been blocked. This limit has been set because of high abuse of demonstration accounts from this country. Please contact [email protected] if you have any questions.

    ViaNett_MsgID=প্রাইভেসির সার্থে মুছা হল
    Customer_MsgID=0
    MSISDN=প্রাইভেসির সার্থে মুছা হল
    GW=-1
    MsgDate=19.08.2010
    CompanyID=186265
    CompanyName=প্রাইভেসির সার্থে মুছা হল
    CampaignID=193764
    CampaignName=DEMO186265

    This email was sent to the autoresponse email account, these values can be changed on this page: http://sms.vianett.com/cat/31.aspx

    Please contact [email protected] if you have any questions.
    অতএব আপনি যদি প্রথম ৫০ টি এসএমএস -এর মধ্যে পাঠান তবেই তা পৌছাবে। তবে আইপি আপনার স্ট্যাটিক কিংবা ডায়নামিক যাই হোক না কেন লাভ হবে না। তবে যদি আপনি ইউনিক কোন বিদেশি আইপি ব্যবহার করেন তবেই এসএমএস পাঠাতে পারবেন। কারণ সাধারনত প্রক্সি আইপি গুলো আবর্তিত হতে থাকে মানে আপনি যে এই আইপি থেকে একমাত্র এসএমএস প্রেরন কারী তা কিন্তু ভাবা যায় না। ধন্যবাদ।

    ভাই , আপনি আইপি হাইড করার জন্য কোন সফটওয়ারটি ব্যবহার করেন?? সফটটির ডাউনলোড লিংক দিবেন কিন্তু….
    [email protected]

একটি আইডি দিয়ে প্রতিদিন ১০ টা করে পাঠানো যায়?
নাকি একটি আইডি দিয়ে শুধুমাএ ১০ টা পাঠানো যায়?

    ধন্যবাদ ফেরিওয়ালা ভাই
    একটি আইডি দিয়ে ১০ টা পাঠানো যায়

সুন্দর উপায়টি সমন্ধে ‍অবগত করার জন্য ধন্যবাদ।
দোয়া করি। নিয়মিত মানসম্পন্ন টিউন করবেন।
এগিয়ে যান।

    ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই
    মানসম্পন্ন টিউন করার চেষটা করবো।

“আপনার e-mail এ দেখুন আপনার লগ ইন করার পাসওয়ার্ড চলে গেছে”…….আমি “+test” দিয়ে ২য়বার যে মেইল আইডি টা বানাব,ওটার পাসওয়ার্ড কোথায় যাবে??? আর ওই মেইল আইডিতে লগইন করবো কিভাবে????

    আমার ও একই প্রশ্ন

    আমার ও একই প্রশ্ন

    ধন্যবাদ ফয়সাল তূর্য ভাই
    ২য়বার যে মেইল আইডি টা দিয়ে রেজিস্ট্রেশান করবেন সেটা আসলে আপনারই Gmail আদ্দ্রেসস এবং ওই টির লগ ইন পাসওয়ার্ড ও আপনার আসল Gmail অ্যাকাউন্ট এ চলে যাবে।

Level 0

খুব ভাল হয়সে
কাজের জিনিস দিসেন উস্তাদ

    ধন্যবাদ soto-ustad ভাই
    আপনার কাজ হইছে জেনে ভাল লাগলো।

কাজ হয়না

    ধন্যবাদ আকাশ ভাই
    আমি কাজ করেছি। আপনি আরেকবার চেষ্টা করুন।

    তাহলে সম্ভবত ওয়ারিদ এ কাজ করেনা।আমি ৩/৪বার ট্রাই করেছি,মেসেজ সেন্ড হয় কিন্তু মোবাইলে আসেনা

    আকাশ ভাই আমিও ওয়ারিদ ইউস করি। এবং ওয়ারিদ দিয়ে ট্রাই করে সফল হয়ে ই টিউন করেছি। আপনি কি আপনার নম্বর এর আগে ৮৮ যোগ করেছিলেন?
    ভাই করতে পারলে জানাবেন। আর না পারলে আমার সাথে কথা বলতে পারেন। ০১৬৭০৪৬৬০৩০ এই নম্বরে। ধন্যবাদ আপনাকে।

আরও একভাবে জিমেইল আইডি বহুবার ব্যবহার করা যায়। শুধু ডট ( . ) ব্যবহার করে।
যেমন- আমার মেইল আইডি- [email protected] এখন আমি একই মেইল দিয়ে একই সাইটে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে চাই। তাহলে,
প্রথম অ্যাকাউন্ট খুলব- [email protected] দিয়ে,
২য় অ্যাকাউন্ট খুলব- [email protected] দিয়ে,
৩য় অ্যাকাউন্ট খুলব- [email protected] দিয়ে,
৪নং অ্যাকাউন্ট খুলব- [email protected] দিয়ে,
৫ম অ্যাকাউন্ট খুলব- [email protected] দিয়ে.
এভাবে শত শত অ্যাকাউন্ট খোলা যায় এক মেইল দিয়ে। আপনি ইচ্ছা করলে একাধিক ডট ব্যবহার করতে পারেন। যেমন- [email protected]

এক্ষেত্রে যত মেইল পাবেন সব গিয়ে জমা হবে আপনার আসল Email এ গিয়ে। মানে- [email protected] এ।

ধন্যবাদ।

চেষ্টা করে দেখি…..
দেইখেন না হলে খবর আছে ঈদ উপহার মানুষ খুজতেছে.. ভাল দেইখা দিবেন না.?

ধন্যবাদ টিউনের জন্য।

মেহেদী ভাইয়ার টিউন পড়ে এক বছর থেকে সাইটটি ব্যবহার করছি।
আগে Sender হিসেবে যেকোন নাম বা নম্বর ব্যবহার করা যেত এখন আর হয়না

আর মজার ব্যাপার হচ্ছে সাইটটি মোবাইল থেকেই ব্যবহার করা যায়, যাকে মোবাইল টু মোবাইল ফ্রী SMS বলা চলে

thanks for share, i also know before about that,by kind of mehedi bai, still using ,its working good,

দাদা আপনিতো একটা জিনিয়াস।প্রথম টিউনেই মাত করে দিলেন। এবার ইলেক্ট্রনিক্স নিয়ে কিছু পোস্ট দেন পরীক্ষার পরে। 😀

    চেষ্টা করব নাইম। পরীক্ষা না হলে এখনই শুরু করতাম। ধন্যাবাদ তোমাকে।

ধন্যবাদ ভাল জিনিস শেয়ার করলেন,
যারা বেশী বেশী এস,এম,এস করেন তাদের অনেক কাজে লাগবে।

Thanks a lot.

Level 2

nich tnx

Level 2

জবর দস্ত টিউন ধন্যবাদ