পুরান গান গুলো কে করে নিন নতুন কথা টা শোনার সাথে সাথে খটকা লাগলো না???? আসলে আমি কোন software এর কথা বলবনা। সামান্য একটা টিপস দেব। তা হল্.......... আমাদের সবার বাসায় অনেক পুরনো অডিও ক্যাসেট আছে নিশ্চয় যা কিনা সংরক্ষন এর অভাবে নস্ট হয়ে যাচ্ছে আর দেরি নয়। আজই একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে আসুন আর গান গুলোকে সরাসরি নিয়ে যান কম্পিউটার এ কিভাবে????? আসুন দেখি .............
আমি নতুন তাই আমার ভুল গুলো ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই টিউন টা আগে হয়ে থাকলে আমকে লিঙ্ক টা দিয়া দিবেন আমি টিউন তা তুলে নিব। ধন্যবাদ আর সবাই অনেক অনেক অনেক বেশি কমেন্ট করবেন।
আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিনসে আপনাকে স্বাগতম।
একজন নতুন টিউনার হিসেবে তো আপনি ভালোই লিখেছেন। চালিয়ে যান। আপনার কাছ থেকে এরকম টিউন আরো আশা করি।