
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবাই কে সালাম আমি সোহাগ । আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল লিখবো । এই লেখার আপলাদের সাপোর্ট অনেক দরকার । আমি আসলে প্রফেসনাল মিউজিক করি না । আমি যা জানি তাই আপনাদের মধ্যে তুলে ধরলাম । কেউ কিছু মনে করবেন না । সবাই দুয়া করবেন ।ভালো মতো লিখতে পারি । আর যারা মিউজিক ভালোবাশে তাদের অনেক কাজে আসবে। যাই হোক শুরু করি ।
আজ আমি মিউজিক এর বর্ণ নিয়ে কথা বলবো ।
আজ আমি আপনাদের মধ্যে কিছু প্রশ্ন এবং তার উত্তর দিব যাতে করে আপনি খুব তারা তারি সা রে গা মা শিখতে পারবেন ।
১ সঙ্গীত বলতে কি বুঝায় এবং কাকে বলে ?
উঃ গীত , বাদ্য ও নৃত্য - এই তিন্তি ক্রিযা একত্র নিষ্পন্ন হলে যে পরিবেশ সৃষ্টি হয়-শাস্ত্রমতে তকেই সঙ্গীত বলে । কিন্তু এই তার আরেক নাম কলা বা বিদ্যা ।
২ গীত কি বঝাই ?
উঃ সুর, তাল লয়সহ মানের ভাব কথায় প্রকাশ করলে তাকে গীত বলে ।
৩ সঙ্গীত স্বরের প্রযোজনীয়তা ?
উঃ বাংলা ,ইংলিশ বিদ্যা শিখতে আমাদের অনেক বর্ণ সম্পকে জানতে হয় । এতএব বিদ্যা শিখতে যেমন বর্ণ সম্পকে জানতে হয় সঙ্গীতের জন্য তেমনি স্বরের প্রয়োজন হয় ।
৪ সঙ্গীতের স্বর কয়টি ?
উঃ সঙ্গীতের স্বর ৭টি মাত্র (Basic Note)
৫ সপ্তক বলতে কি বুঝায় ?
উঃ ৭টি স্বরের সমষ্টিগত নামতে স প্তক বুঝায় ।
৬ সঙ্গীতে সপ্তক কটি ?
উঃ সপ্তক সাধারণতঃ তিনটি ।
৭ সপ্তকের মধ্যে শুধ্য বিকৃত ভেদে স্বর কটি এবং কিভাবে অবস্থিত ?
উঃ (ক) সপ্তকের মধ্যে শুধ্য-স্বর ৭টি এবং বিকৃত স্বর ৫টি । মোট ১২টি স্বর ।
(খ) সা-রে-রে-গা-গা-মা-মা-পা-ধা-ধা-নি-নি-সা
১- ২ - ৩- ৪- ৫ -৬ -৭ - ৮ -৯-১০-১১-১২-১
৮ জাতি কাকে বলে ? জাতি কয় প্রকার ও কিকি ?
উঃ কোন রাগের আরোহী অবরোহী ভেদে স্বর সংখ্যা নিরপন করাকে জাতি বলে । জাতি তিন প্রকারঃ যেমন- ঔড়ব, খাড়ব, ও সম্পর্ণ ।
আজ এই এই টুকু অন্য দিন দেখা হবে (সা রে গা মা )অন্য কনো পার্ট নিয়ে । সবাই দুয়া করবেন ভালো মতো লিখতে পারি । কেউ কিছু মনে করবেন না । এই টা আমার প্রথম টিটি টিউন তাই খমার দৃষটিতে দেখবেন ।
বাংলায় এক অন্য ধরবের ধামাকা করার জন্য চালু হল আজব!!!রেডিও.কম
সময় থাকলে শুনতে আসবেন ২৪*৭ বাংলা রেডিও AjobRadio.Com
আল্লাহ হাপেজ
আমি Sohag.hossian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অভিনন্দন আপনাকে। যাক টিটিতে কেউ একজন এলো গান শেখাতে……. এবার কিছু শিখবো আশা করি?