কিভাবে আপনি একটি সুন্দর পোস্ট করে পাঠকের মনজয় করবেন।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

সম্মানিত টেকটিউনস প্রিয় ভাইয়েরা।প্রথমেই হৃদয় এর “য়” থেকে জানাই আন্তরিক সুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন?নিশ্চয় ভালো।প্রযুক্তির এইদিনে টেকটিউনসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।এক কোটির বেশি সদস্য নিয়ে গঠিত এই প্রযুক্তি প্রিয় সাইটে প্রতিদিন প্রচারিত হচ্ছে অসংখ্য পোস্ট।এ গুলোর মধ্য কিছু পোস্ট খুব জনপ্রিয়তা লাভ করছে আবার কিছু পোস্ট পাঠকদের মনে সৃষ্টি করছে রাগ,বিরক্তি এবং বিভ্রান্তির।আপনার পোস্টটি যে ভাবে করলে পাঠকের মনজয় করবে সেই আলোচনা নিয়েই আজকের পোস্ট।তাহলে আসুন দেখি কিভাবে একটি সুন্দর পোস্ট পাঠকদের উপহার দিবেন।

প্রথম ধাপঃপোস্টের শিরোনাম বা হেডলাইন।

একটি পোস্ট জনপ্রিয়তা লাভ করার জন্য পোস্টের শিরোনাম বা হেডলাইন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।একটি পোস্টের শিরোনাম বা হেডলাইন যেভাবে দিবেনঃ
১।পোস্টের শিরোনাম বা হেডলাইন এমন ভাবে দিবেন যাতে করে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে।পাঠকদের কৌতুহলি করে তোলে।
২। পাঠকদের কৌতুহলি করাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিবেন না।এতে পাঠকরা প্রতারিত হলে পরবর্তিতে আপনার পোস্ট আর পড়তে চাইবে না।
৩। পোস্টের মূল অংশের সাথে মিল রেখে পোস্টের শিরোনাম বা হেডলাইন দিবেন।
৪।শুদ্ধ,নির্ভূল এবং সহজ ভাষায় পোস্টের শিরোনাম বা হেডলাইন দেয়ার চেষ্টা করবেন।

দ্বিতীয় ধাপঃপোস্টের মূল অংশ।

সবসময় মনে রাখবেন পোস্টের এই অংশে আপনি যতটুক জানেন না কেন আপনি যদি তা পাঠকদের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন তবেই আপনার পোস্টটি জনপ্রিয়তা পাবে।
১।পোস্টের শুরুতে মহান আল্লাহ তায়ালার নাম সরণ করে বিসমিল্লাহ্‌হিররাহমানির রাহিম লেখতে পারেন অথবা আমি যেই ক্যালিয়গ্রাফিটি আমার পোস্টের শুরুতে ব্যাবহার করেছি সেটি ব্যাবহার করতে পারেন।এতে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
২।এরপর সবাইকে সালাম ও কিছু বিনয়ী সূচক বাক্য লিখে পোস্টের মূল বক্তব্যে যাবেন।
৩।এরপর পোস্টের মূল বক্তব্য লেখার সময় প্রথম থেকে শুরু করবেন যাতে পাঠকরা বুঝতে পারে আপনি কি লেখছেন।
৪।মূল বক্তব্য লেখার সময় ধাপে ধাপে লেখবেন যাতে পাঠকদের বুঝতে সুভিধা হয়।
৫।মূল বক্তব্য খুব বর্ণনা করে লেখবেন যদিও একটু কষ্ট হবে।আপনার পোস্টটি কে সাজাতে গেলে এতোটুকু কষ্ট আপনাকে করতেই হবে।
৬।মূল বক্তব্য যদি লেখে বুঝানো কঠিন হয়ে যায় তবে স্ক্রীনশর্ট ব্যবহার করবেন।
৭।স্ক্রীনশর্ট এর যেই জায়গাটিকে আপনি বুঝাতে চাইছেন সেই জায়গাটিকে লাল কালি দিয়ে মার্ক করবেন।
৮।পোস্টে যদি কোন লিঙ্ক ব্যবহার করতে হয় তবে পাঠকদের বলে জানিয়ে দিবেন যে এইটা এই সাইট অথবা ডাউনলোড লিঙ্ক।
৯।ছলে-বলে কৌশলে কোন প্রকার প্রতারনার দ্বারা আপনার রেফারেল লিঙ্ক দিয়ে পাঠকদের সাইন আপ করতে বলবেন না।যদিও আপনি আপনার রেফারেল লিংক ব্যবহার করেন তবে পাঠকদের লিংক সমন্ধে জানিয়ে নিবেন। আপনি আপনার রেফারেলে পাঠকদের সাইন আপ করার জন্য অনুরোধ করতে পারেন।এটা পাঠকদের মনখুশি সে চাইলে আপনার রেফারেলে সাইন আপ করতেও পারে আবার নাও পারে।
১০।সবশেষে ধারাবাহিক ভাবে পোস্টটির সমাপ্তি করবেন।
১১।এত সুন্দর করে পোস্ট সাজিয়েও হয়ত অনেক প্রশ্ন পাঠকদের মনে থেকে জায়।পোস্টের অনেক জায়গায় বুঝতে পারে না।এ জন্য পোস্টের শেষে আপনার ছোট একটি এড্রেস বার সংযুক্ত করবেন নিচের মত।

আমার ব্লগঃ
ফেসবুকে আমি:
মোবাইল/ইমেইল

আমি আশা করি আপনারা আমাকে টিউন করার উৎসাহ দিয়ে ভবিষ্যৎ তে টিউন করার সুযোগ করে দিবেন।কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।

Level 2

আমি Atik Rahamn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসলেই অনেক সুন্দর লেখা। ধন্যবাদ।

ভালো লাগল।

thank you. 🙂

Thanks.

Level 0

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

atik rahman ভাই আপনি আরবি কি দিয়ে লিখেন একটু যদি বলতেন। বা পারলে সফটওয়ারটির download লিঙ্ক ডিলে খুশি হব।

“পোস্টের শুরুতে মহান আল্লাহ তায়ালার নাম সরণ করে বিসমিল্লাহ্‌হির রাহমানির রাহিম লেখতে পারেন”,অন্য ধর্মাম্বলম্বনকারীরা কি আঙ্গুল চুষবেন?অন্য ধর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা রাখতে হয় বুঝলেন! -_-

ভালোই লিখেছেন, কিন্তু ভাই আমি তো পোস্ট পড়া শুরুর প্রথমেই আপনার উপরে অখুশি হয়েছি। কারণ এটা একটা বাংলা ব্লগ, আর আপনি আরবি না উর্দু ভাষায় কি লিখেছেন তার মাথা-মুন্ডু বুঝতিই পারলাম না। প্রথম কথাটিই যদি না বুঝি তাহলে কি রকম বিরক্তি লাগে তা আপনকে না বোঝানো পর্যন্ত শান্তি পচ্চি না।