মাইক্রোসফট ওর্য়াডে ক্যাপসলক করা টেক্সগুলো ফিরিয়ে আনুন নরমালে! খুবই সহজে!

কখনো কাজের তাড়া আবার কখনো আগে থেকেই ওর্য়াডে কিছু লাইন ক্যাপসলক করা থাকে। মানে সব বড় হাতের অক্ষরে লেখা থাকে। এখন উপায় কি এগুলো কে নরমালে আনার>>>???

খুবই সোজা!

প্রথমে ক্যাপসলক করা লাইনে সিলেক্ট করুন।

এরপর আর কিছু করতে হবে না। Shift + F3 বাটন চাপুন। হয়ে যাবে ছোট হাতের অক্ষরে!

তবে দেখুন সব অক্ষর ই ছোট হাতের। তাই আবারো Shift + F3 বাটন চাপুন।  এবার প্রতিটি সেনটেনস এর শুরু অক্ষর বড় হাতের হবে!!

তৃতীয় বার   Shift + F3 বাটন চাপলে আবার আগের মতো বড় হাতের অক্ষর হয়ে যাবে।

তবে আপনি যদি Ctrl + Shift + K চাপেন তবে লেখাগুলো ছোট হয়ে যাবে! যা হেডার এর জন্য উপযোগী!!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে থেকে জানতাম (নতুনদের কাজে আসবে)

নতুনদের উপকার হবে। আরো বেশী বেশী টিউন করুন। ধন্যবাদ।

Level 0

Shift+Ctrl+A koreo kora jai