নির্দিষ্ট সময়ে স্ক্রিণশট নিন অটোমেটিক!

স্ক্রিণশট  আমাদের টেক প্রফেশনাল জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। দূরের কাউকে কোনো কিছু বুঝাতে ওর্য়াড এবং ভিজুয়্যালের চেয়ে সুন্দর উপায় নেই এবং আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সবসময় ভিডিও ধারণ করতে পারি না, তাই স্ক্রিণশট ভিডিও পরের বেষ্ট ফিচার যোগাযোগের।

স্ক্রিণশট যারা ঘন ঘন এবং কাজের জন্য তুলে থাকেন তাদের জন্য আমি আজ একটি চমৎকার সফট নিয়ে এসেছি। যার নাম অটো স্ক্রিণক্যাপ।

 

অটো স্ক্রিণক্যাপ একটি ছোট, পোর্টেবল এপপ যা স্ক্রিণশট অটোমেটিক তুলে এবং তা JPEG ফরমেটে সেভ করতে পারে। এছাড়াও নির্দিষ্ট সময় বাদেও এটির সাহায্যে স্ক্রিণশট তুলা  যাবে।

প্রথমে নিচের লিংক হতে এপপ টি ডাউনলোড করে নিন। (পেজের সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করে)

http://sourceforge.net/projects/autoscreencap/

ডাউনলোড হয়েগেলে জিপ ফাইলটি আনজিপ করুন, এবার সরাসরি অটোস্ক্রিণক্যাপ এপ্লিকেশন আইকনে ক্লিক করে প্রোগ্রাম টি চালু করুন।

প্রোগ্রাম টি চালু হলে টাইমার অপশনে আপনার পছন্দের টাইপ নির্বাচন করুন। এখানে সংখ্যাগুলো সেকেন্ড হিসেবে দেওয়া লাগবে। মানে হলো প্রতি দুই মিনিট পর পর স্ক্রিণশট তুলতে চাইলে ৬০ x ২ = ১২০ লিখতে হবে ।

এরপর স্ক্রিণশট গুলো কোথায় সেভ করবেন তা নির্বাচন করুন

এবার স্ক্রিণশটের কোয়ালিটি নির্ধারণ করতে হবে, এজন্য স্ক্রিণশট আউটপুট অপশনে পিকচার কোয়ালিটি সিলেক্ট করুন, লক্ষ্য করুন, ৭৫% কোয়ালিটিতে ক্লিয়ার স্ক্রিণশট নেওয়া যায়। তবে কত কোয়ালিটি বেশি তত ক্লিয়ার স্ক্রিণশট হবে তবে সাইজেরও তত বৃদ্ধি পাবে।

এবার উপরের দিকের Start Capture অপশনে ক্লিক করে প্রোগ্রামটির কাজ চালু করুন।

এবার চাইলে প্রোগ্রামটি মিনিমাইজ করে রাখতে পারেন। এরপর আবারো প্রোগ্রামটি রি-ওপেন করতে চাইলে ডেক্সটপ বারের ডান পাশের ঘড়ি অপশনের উপর রাইট ক্লিক করে হিডেন অপশন হতে।

এই প্রোগ্রামটির তাদের জন্য তাদের কাছে ভালো গ্রাফিক্স এডিটর নেই এবং যারা স্ক্রিণশট নিয়ে কাজ করে। প্রোগ্রামটি পোর্টেবল হওয়ায় এটিকে যেকোনো ফ্ল্যাশ ড্রাইভে করে বিভিন্ন পিসিতে ব্যবহার করতে পারেন!!

 

আমার ব্লগিং ক্যারিয়ারের সবচেয়ে ছোট পোষ্ট!!! মাত্র ৬ মিনিট টাইপিং আর ৫ মিনিট লেগেছে টিউন করতে! 😆

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks. Valo akti soft.

Level 0

Nice Share…thanks man.