কি-বোর্ডের কোনো বোতাম নষ্ট হলে করণীয়

Keyboard

ভিন্ন কারণে কম্পিউটার কি-বোর্ডের নির্দিষ্ট কোনো একটি বা একাধিক বোতাম (কি) নষ্ট হতে পারে।কিন্তু সেই বোতামের বিকল্প বোতাম যদি না থাকে,তাহলে কি-বোর্ডের পরিবর্তন ছাড়া কোনো গতি থাকে না।তবে একটি  সফটওয়্যার ব্যবহার করে নষ্ট বতামের বিকল্প হিসেবের অন্য কোনো বোতামের ব্যবহার করা যেতে পারে। এ সফটওয়্যারটির নাম শার্প-কি।

শার্প-কি সফটওয়ার দিয়ে ব্যবহারকারি চাইলে অন্য যেকোনো বোতামের অবস্থান (Map) পরিবর্তন করে বিকল্প কি হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ, কি-বোর্ডের বোতামটি রিম্যাপিং করে উইন্ডোজে বসাতে হবে। এ ছাড়া নির্দিষ্ট কোনো বোতাম ইচ্ছামতো পরিবর্তন বা নিস্ক্রিয় করে রাখা যেতে পারে। মাত্র ২২ কিলোবাইটের (আনজিপ করার পর ৮৫) এই মুক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও সফটওয়্যারটির প্রোগ্রামিং সংকেত ও পাওয়া যাবে। ধরা যাক, আপনার কি-বোর্ডের ব্যাকস্পেস (Backspace) বোতামটি নষ্ট হয়ে গেছে। আপনি চাইছেন ডানের কন্ট্রোল বোতামকে ব্যাকস্পেস হিসেবে ব্যবহার করবেন। এ জন্য সফটওয়্যারটি চালু করে অফ (Off) বাটনে ক্লিক করতে হবে। এবার বাঁ দিকের Map this key (Form key) প্যানেল ডানের কন্ট্রোল বোতামটি নির্বাচন করতে হবে। এবার ডান দিকের to this key (to key) প্যানেল থেকে ব্যাকস্পেস (Backspace) কি নির্বাচন করতে হবে। বোতাম নির্বাচনের সহজ উপায় হচ্ছে প্যানেলের নিচের Type Key বাটনে ক্লিক করে ওই কি চাপলে ওই কির নাম চলে আসবে। এবার Ok করলেই হবে। কোনো কি বন্ধ করতে চাইলে ডানের সবচেয়ে উপরে Turn key off নির্বাচন করতে হবে। এবার Ok বাটনে ক্লিক করলে Sharp Keys এর তালিকায় যুক্ত হবে। এভাবে আপনি আর বোতাম যুক্ত করতে পারেন। সবশেষে রেজিষ্ট্রিতে পরিবর্তন সেট করতে Write to registry বাটনে ক্লিক করলে একটি ম্যাসেজ আসবে। এবার কম্পিউটার বন্ধ করে আবার চালু করতে হবে।

সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে

সূত্রঃ ওয়েব গাইড

প্রথম প্রকাশিত

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

শার্প-কি সফটওয়ার নিয়ে অনেক ব্লগ পড়েছি । কাজ করেনা . Net অফলাইন ইনসটলার কোথায় পাব ?

ভাইয়া,
এইটা ব্যবহার করে দেখেন। এটা কাজ করবে আশাকরছি। এটা .NET অফলাইন ইনষ্টলার। আরও কিছু জানার বা কোনো সমস্যা হলে আমার ব্লগটি দেখতে পারেন।
ধন্যবাদ আপনাকে !
http://bloggersumon.blogspot.com

    Level 0

    এইটা কোনটা ????????? এটা .NET অফলাইন ইনষ্টলার । কিছুত নাই আর আপনার ব্লগেও কিছু নাই এ বেপারে ।

চমৎকার

টিনটিন ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

rain ভাই,
বুঝতেছিনা। আমার কাছে তো ঠিকই কাজ করছে।

ইস ….ভাই আরো কয়েকটা দিন আগে টিউনটা করতে পারলেন না। তাহলে ‍তো আমার আর নতুন কীবোর্ড কিনতে হত না। যাই হোক ভাল টিউন। আশা করি এরকম আরো অনেক টিউন আমাদের উপহার দিবেন।

রকিবুল ভাই,
ইস.. .. .. আমি সত্যি অনেক দুঃখিত যে আরও কয়েকদিন আগে কেন টিউনটি করিনি ? তাহলে হয়তো আর আপনার নতুন কি-বোর্ড কিনতে হতো না। আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহ দিলে অবশ্যই আরও ভাল টিউন করতে পারবো। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য।

Level 0

এই সফটওয়ার টা আমি কতদিন ধরে খুজতেছি।.. এতদিনে আমার সন্ধান পূন হলো। ধন্যবাদ ভাই… অনেক ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য

ভাই LINK টা নষ্ট হইয়া গেসে আবার download Link দেন।

go to run>>osk/start>allprog/accessories/accesbility/On-Screen-Keyboard