স্ক্রিনশর্ট নিন ফাইল সাইজ কমান টিউনে দ্রুত আপলোড করুন নতুনদের জন্য।

টিউনার ভাইয়েরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। শিরোনাম কি দেব বুঝে উঠতে পারছি না তাই একটা দিয়ে দিলাম। আমার এই ট্পিসটি সম্পূর্ন নতুনদের জন্য যারা এই প্রক্রিয়াটি যানেন না তাদের জন্য। লেখালেখি করে কাউকে ভালো বাবে বুঝানো যায় না তাই প্রয়োজন ছবি সহ নির্দেশনা আজকে চলুন স্ক্রিনশর্ট নেওয়ার প্রক্রিয়া এবং একে কার্যউপযোগী করেতোলি।

 

-----------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------------------

দরুন আপনি ফটোশপে একটি জিনিস বানানোর বিষয়ে টিউন করবেন এর জন্য আপনাকে ধাপে ধাপের প্রক্রিয়াগুলি স্ক্রিনশর্ট নিতে হবে। তো আপনার প্রথম ধাপ শেষ করার পর কী বোর্ড হতে নিচের চিত্রের মত দেখতে এই কী টি চাপুন, তাহলে কি হবে মনিটরের পুরো অংশটি ক্যাপচার হবে। এখন আপনি যা করবেন কন্টোল+এন চাপুন, নিউ ডকুমেন্ট নামে একটি উইনডো পাবেন এখানে কোন মেজরম্যান্ট পরিবর্তন করবেন না শুধু রেজুলেশন 72 এর জায়গায় 300 দিয়ে ওকে দিন ব্যাস নতুন একটি ডকুমেন্ট পাবেন, এখন আপনি কন্ট্রোল+ভি চাপুন দেখুন স্ক্রিনের সব টুকু অংশ ডকুমেন্টে চলে আসছে। আপনার প্রয়োজনীয় কাজ সারুন সবশেষে সেভ করার জন্য কন্ট্রো+সিফট+এস চাপুন সেভ এজ নামে উইনডো পাবেন ড্রাইভার নির্বাচন করুন যে কোন নাম দিন জেপিজি ফরম্যাট রেখে ওকে দিন জেপিজি অপশন নামে আরো একটি উইনডো পাবেন সেখানে কোয়ালিটির স্লাইডারটি বাম দিকে টানুন অর্থ্যাৎ 0 করে দিন এবার ওকে চাপুন সেভ হয়ে যাবে।

এই প্রক্রিয়ায় আপনার সব কয়টি স্ক্রিনশর্ট নিন এবং সেভ করুন একই প্রক্রিয়ায়। আপনার সেভ করা স্ক্রিনশর্টগুলি সাইজ দেখুন 100 কেবির কম আছে ইমেজের কোয়ালিটিও ভালো, স্লো ইন্টারনেটে আপনি দ্রুততার সহিত ইমেজ আপলোড করতে পারবেন এতে আপনার সময় বাচবে দ্রুত টিউন করতে পারবেন 100 কেবির বেশি হলো আপলোডে অনেক সময় লাগে যদি নেট স্লো হয়। আজকে এই পর্যন্ত আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ।

 

 

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের জন্য ভাল পোস্ট