যেকোনো ওয়েবসাইটের “বয়স” এবং তার “ছেলেবেলার ছবি” দেখুন!!!

উমম! ভেবে পাচ্ছি না টিউনের শিরোনাম তা কি দিব, যাতে টিউনের বিষয় আপনাদের কাছে পরিস্কার হয়। যাই হোক, এই টিউন করার দুটি কারণ:

১। গেমস নিয়ে টিউন করতে করতে এখন আর ভালো লাগছে না তাই ইদানিং একটু টিপস জাতীয় টিউন করবো,

২। ফেসবুকে আমাকে উস্কানি দিয়ে কেউ একজন বলেছে যে আমি গেমস ব্যাতিত আর কোনো কিছুই নিয়ে টিউন করতে পারি না, তাদের এই উস্কানির জবাব দিতেও আমার এই টিউন।

যাই হোক টিউনে আসি,

ওয়েবসাইটের বয়স! হুমম! মানে হচ্ছে ঠিক কবে ওয়েসবাইটটি তৈরি করা হয়েছিল তা। তবে চলুন ওয়েবসাইটের বয়স জেনে আসি:

১। প্রথমে এই লিংকে ক্লিক করুন। নিচের মতো একটি ওয়েবসাইট আসবে;

২। এখন Enter one domain on each line of the box below: এই বক্সে আপনার পছন্দের ওয়েবসাইটের নাম লিখুন (www ব্যাতিত) এবং সাবমিট বাটনে ক্লিক করুন। অথবা একই সাথে অনেকগুলো ওয়েবসাইট লিখতে পারেন সিরিয়াল ভাবে।

৩। এরপর রেজাল্ট আসবে।

আরো বিস্তারিত জানতে:

১। এই লিংকে ক্লিক করুন। একটি ওয়েবসাইট আসবে, সেখানে ডোমেইনে আপনার পছন্দের ওয়েবসাইটের নাম লিখুন।

২। এরপর রেজার্ল্ট আসবে:

আপনার যদি আরো বিস্তারিত তথ্য লাগে, যা সাধারণত প্রোগ্রামারা বুঝে থাকেন, তাহলে:

১। এই লিংকে ক্লিক করুন, একটি ওয়েবসাইট আসবে, এর নিচের বক্সে ওয়েবসাইটের নাম লিখে খোঁজ করুন।

২। এখন ওয়েবসাইটির বিস্তারিত বিবরণ পাবেন

Tunerpage.com

IP Address:192.190.82.54 (ARIN & RIPE IP search)
The data contained in GoDaddy.com, LLC's WhoIs database,

while believed by the company to be reliable, is provided "as is"

with no guarantee or warranties regarding its accuracy.  This

information is provided for the sole purpose of assisting you

in obtaining information about domain name registration records.

Any use of this data for any other purpose is expressly forbidden without the prior written

permission of GoDaddy.com, LLC.  By submitting an inquiry,

you agree to these terms of usage and limitations of warranty.  In particular,

you agree not to use this data to allow, enable, or otherwise make possible,

dissemination or collection of this data, in part or in its entirety, for any

purpose, such as the transmission of unsolicited advertising and

and solicitations of any kind, including spam.  You further agree

not to use this data to enable high volume, automated or robotic electronic

processes designed to collect or compile this data for any purpose,

including mining this data for your own personal or commercial purposes.

Please note: the registrant of the domain name is specified

in the "registrant" field.  In most cases, GoDaddy.com, LLC

is not the registrant of domain names listed in this database.

Registered through: GoDaddy.com, LLC (http://www.godaddy.com)

Domain Name: TUNERPAGE.COM

Created on: 16-Dec-10

Expires on: 16-Dec-13

Last Updated on: 17-May-13

Registrant:

Domains By Proxy, LLC

DomainsByProxy.com

14747 N Northsight Blvd Suite 111, PMB 309

Scottsdale, Arizona 85260

United States

Administrative Contact:

Private, Registration  [email protected]

Domains By Proxy, LLC

DomainsByProxy.com

14747 N Northsight Blvd Suite 111, PMB 309

Scottsdale, Arizona 85260

United States

(480) 624-2599      Fax -- (480) 624-2598

Technical Contact:

Private, Registration  [email protected]

Domains By Proxy, LLC

DomainsByProxy.com

14747 N Northsight Blvd Suite 111, PMB 309

Scottsdale, Arizona 85260

United States

(480) 624-2599      Fax -- (480) 624-2598

Domain servers in listed order:

NS1.TUNERPAGE.COM

NS2.TUNERPAGE.COM

ওয়েবসাইটের ছেলেবেলার ছবি!

হাহাহাহা! এটি আসলে হচ্ছে যে, আসুন আগে ট্রাই করি তারপর বুঝবেন এর কাজ কি।

১। এই লিংকে ক্লিক করুন। একটি ওয়েবসাইট আসবে। এখানে সাইটের নাম লিখুন এবং টেক মি ব্যাক বাটনে ক্লিক করুন।

২। একটি ক্যালেন্ডার এর মতো আসবে।

এখানে টেকটিউনস কে সিলেক্ট করেছি। তবে আসুন দেখে নেই শুরুর দিকে টেকটিউনস কেমন ছিল:

৩। যেহেতু টেকটিউনস ২০০৮ সালে চালু হয়েছিল তাই ক্যালেন্ডার হতে ২০০৮ সিলেক্ট করুন।

৪। ২০০৮ সালে ক্যালেন্ডারে যেই তারিখ সমূল নীল বৃত্ত দেওয়া আছে সেই দিনে টেকটিউনসে চ্যাঞ্জ করা হয়েছে, যেকোনো একটিট নীল বৃত্তে ক্লিক করুন আর মজা লুটুন।

 

 

 

টেকটিউনস এর প্রথম দিনের ছবি, এপ্রিল ১০, ২০০৮ যেখানে এর নাম ছিল “টেকটিইউনস”!! ছিলো না কোনো থিম, শুধু একটি সাদা কাগজ!

ফেব্রুয়ারী ৫, ২০০৯ সালের টেকটিউনস এর ছবি, তখন “টেকটিইউনস” হতে টেকটিউনস করা হয়!!

আশা করি এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাত একটু হাত ঘুরিয়ে খেলাম আর কি!! হে হে