ফায়ারফক্সে ওয়েবপেজের স্ক্রিনশট নিন কোন প্রকার অ্যাডঅন্স ছাড়ায়

সকলের শুভ কামনা করে শুরু করছি আজকের টিউটোরিয়াল।আমাদের বিভিন্ন প্রয়োজনে ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পরে কিন্তু অ্যাডঅন্স ছাড়া বা কোন সফটঅয়্যার ছাড়া আমরা তা নিতে না।তাহলে চলুন টিউনটি শুরু করা যাক।কিন্তু এজন্য প্রয়োজন পড়বে ফায়ারফক্সের ১৬ কিংবা তার উপরের ভারসনগুলো।ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়ার জন্য Tools মেনু থেকে web developer এরপর Developer toolbar বা কি-বোর্ড থেকে Shift ধরে F2 চাপুন।ওখান থেকে screenshot sdarponfull.png লিখে এন্টার করুন।তাহলে দেখবেন পুরো ওয়েবপেজটি সেভ হয়ে কোথায় ছবিটি সেভ করবেন তার মেসেজ দেখাচ্ছা।আপনার লোকেশন দেখিয়ে দিয়ে ok করুন।

আর যদি চান ব্রাউজারে যতটুকু দেখাচ্ছে ততটুকু  স্ক্রিনশট নেওয়ার জন্য তাহলে একইভাবে Tools মেনুতে গিয়ে sdarponfull.png 0 true না লিখে শুধু লিখুন screensort sdarponvisiblep.jgp 0 false লিখে এন্টার প্রেস করুন এরপর সঠিক স্হান দেখিয়ে সেভ করুন,ব্যাস হয়ে গেল।আশা করছি টিউনটি আপনাদের কাজে লাগবে।

আমার ওয়েবসাইট: http://www.hrcomputerbd.com

Level 0

আমি Hasibur Rahman bd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ফালতু! কাজ করে না।

­

Level 0

কাজ হয় না ভাই 🙁

না ভাই 🙁

ভাই আমার এখানে তো ভালমতন কাজ করতেছে। আপনার ওখানো কোন সমস্য আছে।