বিশেষ বিশেষ কিছু ফোল্ডারের কোড।

বিসমিল্লাহ হির রাহমানির রাহিম

আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান?

এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই।

শুরু করা যাক:

মনে করুন আপনি আপনার ডেস্কটপে ফোল্ডার অপশন তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}। কিছু কি দেখতে পেলেন?  ডেস্কটপে একটা ফোল্ডার অপশন তৈরি হয়ে গেছে - ঠিক?

শুধু কন্ট্রোল প্যানেল বলে না, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণে আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন খুব সহজেই।

তবে একটা কথা এই যে, আপনি চাইলে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারেন।

অন্যান্য বিশেষ ফোল্ডারের জন্য কি নাম দিতে হবে তা নিচে দেওয়া হলো-

কন্ট্রোল প্যানেল - Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}

মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}

রিসাইকেল বিন - Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}

ফোল্ডার অপশনস - Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}

মাই নেটওয়ার্ক প্লেস - My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}

ইন্টারনেট এক্সপ্লোরার - Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু - Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}

প্রিন্টার ও ফ্যাক্স - Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা - Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}

সার্চ রেজাল্ট - Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

কমেন্টের আশায় থাকলাম।

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

Level 0

বস আগেই এগুলা নিয়া টিউন করা হইছিল মনে হয়৷ কিছু মনে কইরেন না!! 😛

    নাদের ভাই। আপনি জানেন আমি একজন নতুন টিউনার। আর টেক টিউন্সে আমি বেশিদিন আসিনি এবং এ বিষয়ে কোন টিউন দেখিওনি। আপনি দেখতে পারেন এখানে কোন রকম কপি পেস্ট নেই।

Level 0

Oi vai valoi koresen

vai darrrrrruuuuuuuunnnnn laglo…………khub moja paici……thankuuuu