রিটিউন – পিসিতে গ্রামীণফোনের ফ্রি নেট (ফুল স্পিড+আইডিএম+টরেন্ট+ এন্টিভাইরাস আপডেট+ফেসবুক +ইউটিউব Support)

হ্যাঁ! একই বিষয় নিয়ে ৪দিন আগে একটি টিউন করেছিলাম। তবে সেটায় স্পিড তেমন ভাল ছিল না। গতকাল রাত্রে আজকের আইডিয়াটা মাথায় এল। এবং আপনাদের জন্য টিউন করতে বসে পড়লাম এই সাত-সকালে।

ফেসবুকে কিছুক্ষণ আগে আমার ওই পোষ্ট ডিটি ভাই শেয়ার করেছে, ওই খানে একজন কমেন্ট করলো, আরে ভাই ওপেরা মিনি দিয়া তো ১০০ কেবিপিএস দিয়া ডাউন মারা যায় এইটা তো সবাই জানে!!! আর ১০ মেগার লিমিট!! ওইদিন ১১২ মেগার ফাইল ডাউনলোড দিসি!!

ওনাকে আমি বলবো, আরে বলদ! ওইটা ওপেরা মিনি! মোবাইল এর জন্য, আমি পিসি এর জন্য দিয়েছি। আর জিপি দিয়া ১০০কেবিপিএস স্পিড পাইতে হইলে আপনাকে জিপির মালিক হউন লাগবো!!! আর ১১২ মেগার ফাইল এর কথা কইতেছেন!! হা হা হা ! এই ফ্রি নেট দিয়া ৮২ জিবি ডাউনলোড করছি টোটাল ৬/৭ মাসে।

এরপরও আমি তাকে বলবো যে ১০০কেবিপিএস এর ওপেরা নিয়ে একটি টিউন করেন পারলে!!

আমার আগের পোষ্টে কয়েক জন স্পিডি প্রোক্সি দেবে বলে তাদের ফেসবুক আইডি দিয়ে তাদের মোবাইলে কিছু টাকা পাঠাতে বলেছিলো!! আমি তো হাসতে হাসতে শেষ!!! হা হাহাহা!

এটি শুধুমাত্র পিসিতে চলবে। মোবাইলে হবে না। হতে পারে যদি আপনার মোবাইলে নেটফ্রন্ট ব্রাউজারটি ডিফল্ট ভাবে দেওয়া থাকে। সাধারণত স্যামসং জাভা সেটে এই নেটফ্রন্ট ব্রাউজারটি দেওয়া থাকে। যেমন আমার সেট স্যামসং জিটি ই২৬৫২ সেটে এই পদ্ধতি চলে কারণ আমার নেটফ্রন্ট ব্রাউজারটি রয়েছে।

মোবাইলে ফ্রি নেট এর জন্য তো রানা ভাই রয়েছেনই! তাছাড়া আমি মোবাইল নিয়ে তেমন কিছু পারি না তো!!! আপনার সরাসরি রানা ভাইয়ের সাইট থেকে মোবাইলের জন্য ফ্রি নেট নিয়ে নিন।

আসুন আর কথা না বাড়িয়ে স্টেপস এ চলি:

প্রথমে আপনাকে পি১ প্যাকেজ ব্যাতিত অন্য যেকোনো প্যাকেজ একটিভ করে নিতে হবে।

এরপর আপনার মোডেম / পিসি সুইট সেটআপ করে নিতে হবে।

পিসি সুইট সেটআপ:

১। নোকিয়া পিসি সুইট ওপেন করুন।

২। এরপর নেট কানেক্ট অপশনে যান। সেখানে নিচের সেটিং অপশনে (স্ক্রু ড্রাইভার আইকন) ক্লিক করুন।

৩। এখানে:

Select Network Operator অপশন থেকে Configure the Connection Manually অপশনে ক্লিক দিয়ে নেক্সট বক্সে ক্লিক করুন।

৪। এখানে শুধু একসেস পয়েন্টে gpmms লিখে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন।

৫। এরপর কানেক্ট দিন। প্রথমবার কানেক্ট হতে হালকা সময় নেবে।

এরপর সরাসরি মোজিলা ফায়ারফক্স স্টেপস টিতে চলে যান - - -  - -

জিপি মোডেম সেটিং:

১। প্রথমে দেখুন কারেন্ট আছে নাকি!!! আশুগঞ্জ বির্দ্যুৎ কারখানার কয়েকটি মেশিন বন্ধ হয়ে যাওয়ায় এই হবিগঞ্জ এরিয়ায় দিনে ৬ ঘন্টা কারেন্ট পাওয়া যায়!

২। এরপর আপনার পিসি/ল্যাপটপ টি ওপেন করুন।

৩। গ্রামীণফোন মডেম অথবা নোকিয়া পিসি সুইট কানেক্ট করুন।

৪। যেহেতু আমার নোকিয়া পিসি সুইট মানে নোকিয়া সেট নাই তাই আমি গ্রামীণফোন মডেম দিয়ে দেখাচ্ছি, পিসি সুইটেও একই নিময় বজায় রাখুন।

৫। গ্রামীণমোড মডেম সফটটি ওপেন হউক। এরপর টুলস>অপশন এ যান।

৬। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে প্রোফাইল ম্যানেজারে যান।

৭। এরপর নিচের মতো করুন এবং ছবি অনুসরণ করুন:

Profile Name:

GPMMS

APN Type:

Static

APN:

gpmms

আর কিছু করা লাগবে না। এরপর সেভ বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন।

৮। এরপর মেইন মেনু থেকে জিপিএমএমএস সিলেক্ট করে কানেন্ট দিন!

প্রথম বার কানেন্ট হতে হালকা সময় নেবে।****

৯। এরপর মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন। আপনার অবশ্যই মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ইন্সটল থাকতে হবে ফ্রি নেট চালাতে হলে।

১০। এরপর টুলস>অপশন কমান্ডটি প্রসেস করুন।

১১। টুলস ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Advanced>Network>Settings কমান্ড অনুসরণ করুন।

১২। এখানে:

Manual Proxy Configuration: অপশনটি নির্বাচন করুন,

SSL Proxy ঘরে 10.128.1.2 লিখুন এবং Port ঘরে লিখুন 8080।

অন্যান্য ঘর ফাঁকা রাখুন অর্থ্যাৎ কিচ্ছু করতে হবে না। ওকেতে ক্লিক করে মূল পর্দায় ফিরে আসুন।

এরপর এড্রেস বারে গিয়ে লিখুন:

CGI Proxy এর সেবা পেতে লিখুন - https://scusiblog.org/proxy/nph-proxy.cgi

SLL Proxy এর সেবা পেতে লিখুন - https://www.4proxy.de

উপরের দুটি সার্ভার ই স্পিডি সার্ভার এবং ডাউনলোড এর জন্য উত্তম।

CGI Proxy এর সার্ভার ব্যবহার করলে নিচের মতো পর্দা আসবে।

এখানে পেজের মধ্যখানের বক্সে আপনার কাঙ্খিত এড্রেস লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন।

SSL Proxy এর সার্ভার ব্যবহার করলে নিচের মতো পর্দা আসবে।

এখানে ওয়েব ইউআরএল বক্সে আপনার কাঙ্খিত এড্রেস লিখে ব্রাউজ এবং ডাউনলোড করুন।

ফেসবুক ব্যবহার এর জন্য:

ফেসবুক ব্যবহার করতে চাইলে কোনো প্রোস্কি সার্ভারে যেতে হবে না। নাহলে আপনার আইডি হ্যাক হবার আশঙ্খা থাকতে পারে। কারণ এটি একটি 3rd Party Connection.

ফেসবুক ব্যবহার এর জন্য ফায়ারফক্স সেটিং এর পর সরাসরি https://www.facebook.com ব্যবহার করুন। মনে রাখবেন প্রতিবার পেজের ক্লিক করার সময় এড্রেস বারে https:// যাতে থাকে।

সমস্যা:

এই পদ্ধতিতে ফেসবুক ব্যবহার করলে শুধুমাত্র ফেসবুক গেমস গুলো খেলতে পারবেন না। লোডিং এর মাঝপথেই থেমে যাবে। এছাড়া ফেসবুক ভিডিও, চ্যাট এগুলো হবে।

ইউটিউব ব্যবহার এর জন্য:

ইউটিউব ব্যবহার করতে হলে বিকল্প পদ্ধতি রয়েছে। এটির দ্বারা সরাসরি ইউটিউব ভিডিও লোড হবে না, আপনাকে ডাউলোড করে নিতে হবে।

১। প্রথমে আমার SSL Proxy অথবা CGI Proxy ব্যবহার করে http://dhakawap.com/tube/main.html এই সাইটে যেতে হবে।

২। পর্দার ডান দিকে দেখবেন ইউটিউব ভিডিও Search এবং Direct Download অপশন রয়েছে।

Search বক্সে যেকেনো কিছু লিখে তার ভিডিও অথবা Direct Download বক্সে সরাসরি ইউটিউব লিংক দিয়ে ডাউনলোড করতে পারেন আপনার পছন্দের ভিডিও।

এছাড়াও:

জিপিএমএমএস দিয়ে সরাসরি টরেন্ট, আইডিএম, এন্টিভাইরাস আপডেট সহ যাবতীয় কাজ করা যাবে! একবার ট্রাই করে দেখুন!!!

সবশেষে বলতে চাই, ডাউনলোড করুন ইচ্ছে মতো, এই পদ্ধতি বন্ধ হয়ে যাবার আগেই!!!!

বি.দ্র: এই পোষ্টে ফুল স্পিড বলতে গ্রামীণফোন হতে নরমালি যা স্পিড দেয় তাকে বুঝানো হয়েছে, আর ভাই এইসব টিউন করতে ভয় লাগে। যেইভাবে ব্লগারদের গ্রেফতার করা হচ্ছে, আমাকে কি জানি কোম্পানির ক্ষতির জন্য জিপি মামু কেইস করে দেয়!!!! লুল!

এই পদ্ধতিতে যেকোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন:

http://www.facebook.com/talented.fahad

এত্ত বড়ড়ড়ড়ড়ড় টিউন জীবনেও লিখি নাই আর!!! :V

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন একটি পোস্ট , অনেক অনেক ধন্যবাদ

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ Voltrome ভাই! 🙂

Level 0

ভাই আজ সকাল থেকে pdproxy এর ICMP port দিয়া ও connect হয় না.

আপনাদের মত টিউনারদের জন্যই ফ্রী নেট বারবার বন্ধ হয়। এসব বিষয় টিটিতে শেয়ার না করলে কি ভাল হত না ?

অনেক চেষ্টা করলাম পেলাম না , শেষে ২০ টাকা চোলে গেলো তাও হলো না , আপনার মোডেম এর মডেল নাম্বারটা একটু বলবেন , আপনার মোডেম এর সাথে আনার মোডেম মিলছেনা, আমার মোডেম এর মডেল নাম্বার হচ্ছে MF100

এইসব টিউনার জন্য আমআদের ফ্রী নেট ব্যবহার করতে বেগ পেতে হয়।দয়া করে টিউনটি বন্ধ করুন

মোবাইল থেকে জিপি ফ্রী ইন্টারনেট ব্যবহার করার কোন পোস্ট নাই ? থাকলে প্লিজ লিঙ্ক টা দেন

    মোবাইল থেকে যেটি ছিল তা গতকাল দুপুরে গ্রামীণফোন বন্ধ করে দেয় 😡

নোকিয়া পিসি সুইট আমার কাছে নাই । পোস্টটিতে আপনি যে নোকিয়া পিসি সুইট ব্যাবহার করেছেন তার Download লিংক দেন।

    ভাই! নোকিয়া সেট তো আমারো নাই!! পোষ্টিতে নোকিয়া সুইটের দৃশ্য অন্য সাইট থেকে কপি করা 🙄

এই ধরনের টিউন না করলে হয় না? আপনাদের কারনেই ফ্রি নেট অফ হয়ে যায়। এগুলা শেয়ার করে হয়তো ভাবেন আপনি অনেক বড় টিউনার। আশলে টিটির অনেকেই এগুলা আগে থেকেই জানে। যারা জানেনা তাদের ফ্রি নেট চালানর আগ্রহ নাই। থাকলে আগেই জানতে পারত। তাই এই ধরনের টিউন টিটিতে না করাই ভাল। তাই পোস্ট টা ডিলেট করে দেন।

    যদি আগ্রহ না থাকতো তাহলে টিউনটি ৫০০০/৬০০০ হাজার মানুষ দেখতো না ভাই! :mrgreen:

যে দুটি সার্ভার দিলেন একটাও পায়না……গুগল এর পেজটা কোনমতে আসে তারপর আর নাই 😀

Bo$$ awesome Post… 🙂

kuv valo post

অসাধারন একটি পোস্ট , অনেক অনেক ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ পড়ার জন্য 😉

Thank’s

Level 0

Pd Proxy তে GP এর UDP Port তো আগেই ব্ন্ধ হইছে আর গতকাল থেকে ICMP Port দিয়াও আর Connect হয় না। Pd Proxy দিয়া GP এর Free Net চালানোর দিন বুঝি শেষ।

ভাই এই ধরনের টিউন না করলে হয় না? আপনাদের কারনেই ফ্রি নেট অফ হয়ে যায়। এগুলা শেয়ার করে হয়তো ভাবেন আপনি অনেক বড় টিউনার।শোনেন ভাই আমরা অনেক আগে থেকেই জানি । পোস্ট টা তো মনে হয় আপনি নিজে করেন নাই । কপি করা হয়েছে ,একটু বাড়িয়ে বলা হয়েছে । এসব কাজ বাদ দেন । পোস্ট করলে আমরা অনেক করতে পারি ।পোস্ট করেছেন ভাল কথা but ১ গনটা রেখে unpublished করলেই ত পারেন।আমি আই সাইট এর আদ্মিন কে বলবো পোস্ট টি খুব তারা তারি remove করতে।

Level New

vai kaj hoice apnake je ki bole dhonnobad dibo ta bujhtesina. kicu faltu public comment e apnake nana rokom kotha boltese apny doya kore ai sob kulangar er kothai kan dibenna. free net jotobar bondho hobe apny new way niye asben. Allah apnar valo koruk. ameen

Level New

vai r akta problem, aita ki google chrome e setting kora jabena ? keno jani amar pc te google chrome sara r onno kono browser e flash player kaj kortesena. tai mozilla diye facebook er game kelte partecina.

খুব শীঘ্রই gpmms tricks বন্ধ করা হবে। ধন্যবাদ গেমওয়ালা আমাদের কে কিভাবে চলে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তার জন্য এই ট্রিক্স বন্ধ হবে বলে কেউ তাকে গালিগালাজ করবেন না।

    Level New

    @shakir rayan: amon vabe koitasosh mone hoitase tor bap grammenphone er malik . humki dumki onno kothao giya de akhane part nibina beyadop

      @Parish: তুই জীবনে ফ্রি নেট চালাস নাই মনে হ্য়। ৩ বছর ধরে gp কে বাঁশ দিয়ে আসতেছি ভিপিএন দিয়ো তাও আবার আনলিমিটেড।

        Level New

        @shakir rayan: kare ki koy, ami to taile tor 2 year senior :p . free net chalaitasi 5 year hoilo. but gp por por koyekbar free net bondho korai problm e porci, jei gulan way kaj kore sei gulan slow tai ai new way ta paiya upokar hoilo. r ami sure j tui ai akta way ie janish tai TT te dawar karone tor gaye jala dhorce :p

      @Parish: vai vhodro vasay aigula re koile hoibo na!!!

      u have to downtown bro!!!!!!!!!

    @Pa@shakir rayan: tore ami ekbar hater kase pai!!!!

    are nijer baper ta khaya gp er pu**ir pise ghuros kn!!!!!!

এই ধরনের টিউন না করলে হয় না? আপনাদের কারনেই ফ্রি নেট অফ হয়ে যায়। এগুলা শেয়ার করে হয়তো ভাবেন আপনি অনেক বড় টিউনার। আশলে টিটির অনেকেই এগুলা আগে থেকেই জানে। যারা জানেনা তাদের ফ্রি নেট চালানর আগ্রহ নাই। থাকলে আগেই জানতে পারত। তাই এই ধরনের টিউন টিটিতে না করাই ভাল। তাই পোস্ট টা ডিলেট করে দেন।

যারা পোষ্টটা রিমুভের কথা বলছেন তারা প্লিজ অফ যান।এখানকার প্রায় টিউনাররা নিবেদিতপ্রাণ,আপনাদের মত স্বার্থপর না। X(

kisu amarka polapine ase jara!!!!
nijer khaya gp er mohis taray?
ora ki goru naki bolod!!!
gp ki oi kutta go re tk day!
taile ora amun kore kn!!!!
banglali acho**a go laiga amago ai obostta!!!!!
sala bai*****cho****** gp er kutta!!!!!!!!
kon gp er kutta amare ki kobi kois ami pura voira dimu!!!!

    @ismail sharoar:সহমত।কিন্তু গালাগালি না করলেও পারতেন।এভাবেই টিটির পরিবেশ দুষিত হচ্ছে।

      আরে ভাই যার স্বভার যেমন . . . . .

      @Iron maiden: vai mejaj ta gorom hoya gele gali auto aisa pore!!!
      ar vai amr galagali te poribes nosto hoy na? nosto hoy oi gp er kutta go laiga!!!!
      ektu chinta koira dekhen!! ora jodi chamchami na kore tyaile to amr ar gali deoa lagto na!!!!

Level 0

ভাইয়া, IDM দিয়ে ফাইল ডাউনলোড করবো কিভাবে? হয় না তো। IDM এর settings কি change করতে হয়?

ভাই এই পদ্ধতিতে কত মেগাবাইট ব্যবহার করা যাবে ? আর IDM দিয়া কি ডাউনলোড করা যাইবো ?

bi khali disconnect hoye jai, karon ta ki doya kore bolben.

bar bar disconnect hoi-a jai ki kori akon

game wala vai.. sogosito talanted! LOL

Level 0

eta ki ekhono kaj kore?

hmm …..kaj kore

IDM ki config kora lagbe na ki

bro…একটা মহা প্রবলেম……প্লিজ কোন উপায় থাকলে বলবেন !!
এভাবে ইউজ করলে প্রতি ২-৩ মিনিট পর নেট ডিসকানেক্ট হয়ে যায় …
প্লিজ হেল্প মি ……… plzzzzzzzzzzzzzzzzzz @ গেমওয়ালা

vhai….kono reply pelam na……!!!!!!!!!!!!!!
plzzzz……..help.

Apni jato valo kaj-e karyn na kyno kisu manus apnar samalochona korby ata sahvabik. Donnobad.

ভাই গ্রামীনফোনকে আর কত বাস দিবেন~~~~~~~জটিল জিনিস.।।ধন্যবাদ