file বা ফোল্ডার hide করুন কোন রকম সপটয়ার চাড়া, কেউ বের করতে পারবেনা

(যারা আগে থেকে জানেননা তাদের জন্য!!!!)

কথা বাড়াবোনা, শিরোনাম দেখেই আশা করে বুঝে গেছেন যে আজ কি নিয়ে লিখতেছি। হাঁ আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া

যে কোন ফাইল বা গুরুত্বপূর্ণ ফোল্ডার হাইড করবেন যেন কেউ আর খুজে না পায়। এর জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে run এ ক্লিক করুন,

তারপর লিখুন cmd  এবং এন্টার চাপুন, একটা window আসবে, সেখানে লিখুন attrib তারপর একটি space দিয়ে লিখুন +s তারপর একটি space দিয়ে লিখুন +h তারপর একটি space দিয়ে লিখুন drive এর প্রথম অক্ষর যে drive এর file বা folder hide করতে চান, তারপর ইস্টু (:) দিয়ে যে file বা folder hide করতে চান তা লিখে enter চাপ্লেই ওই file বা folder hide হয়ে যাবে, যেমন আমি যদি kamrul নামের একটি ফোল্ডার f drive থেকে hide করতে চাই, attrib< > +s < > +h < > f:kamrul,

আবার folder টি ফিরিয়ে আনতে চাইলে সুদু +s +H এর জায়গায় -s -h হবে, আর সব নিয়ম আগের মতই…

ভাল লাগলে অবশ্যই like বা comments করলে খুশি হব,

আল্লাহ হাফেয…।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন..................................................................।।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে ডস কমান্ডে কাজ করাটা একটু জটিল নবিশদের জন্য। 😎
অন্য আরেকটা সহজ পন্থা আছে যা শেয়ার করলে নবিশদের জন্য সুবিধে হয়,অবশ্য ওটা নিয়ে কমপক্ষে একটা টিউন আছেই। 😉

    @Iron maiden: কোনটা একটু লিঙ্ক দিয়ে দেন ভাই…আমরাও পড়ি :p

ধন্যবাদ ভাই সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য কিন্তু জামেলাটা একটু বেশি। একটু সহজ করে হলে আরও একটু ভাল হতো…………..

jantam tobu Thanks for sharing…………………
http://financepostbd.blogspot.com/

Level 0

jotill…….