
ব্লগারের নতুন টেমপ্লেট এডিটরের সবগুলো ফিচারই ভালো। কিন্তু সমস্যা একটাই Edit html এ ক্লিক করলে আর লোড হয়না। যদিও সমস্যাটা সবার না। কিছুদিন আগে সমস্যাটা আমার হয়েছিল এবং আরো কিছু ব্লগার এই সমস্যায় পরেছিলেন। যাই হোক গুগলে সার্চ দিয়েও সমাধান পাইনি। পরে ঘাটাঘাটি করে একটা মোটামোটি সমাধান বের করলাম। আর সেটি হল।
১) আপনি যদি গুগল ক্রম ব্রাউজার ব্যবহার করেন তাহলে সেটি লেটেস্ট ভারসনে আপডেট করে নিন।
২) ব্রাউজারের জুম ছোট করে নিন। জুম ছোট করতে ctrl - একসাথে প্রেস করুন অথবা সেটিং থেকে ম্যানুয়ালি ছোট করে নিন।
৩) টেমপ্লেটে খুব বেশী widget ব্যবহার করবেন না। যদি বেশি ব্যবহার করে ফেলেন তাহলে লে-আউট থেকে অপ্রয়োজনীয় widget গুলো রিমুভ করুন।
সময় কম তাই চিত্র দিতে পারলাম না। সরি। কারো যদি উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai jan plz. help me ami blogspot new page create kore tate home page er moto anek post korte parsina help me