Mac OS X Leopard ইন্সটল করুন আপনার Windows পিসিতে( স্ক্রিনশট সহ)।

সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের স্ক্রিনশট সহ দেখাবো কিভাবে Windows পিসি তে Mac OS X Leopard ইন্সটল করতে হয়।সূতরাং কথা বেশী না বলি। চলুন শুরু করি।

System Requirement:

প্রসেসরঃ  2.0 Ghz Intel Core 2 Duo or above

র‍্যামঃ 3GB or more

রেজুলেশনঃ 1024*768 pixels or more

গ্রাফিক্স কার্ডঃ  AMD 4870 or Nvidia 9800 or above

হার্ডডিক্সে ফাঁকা জায়গাঃ Minimum 10GB

১ম ধাপঃ

আপনি যদি আপনার Windows পিসিতে Mac OS X Leopard ইন্সটল করতে চান তাহলে আপনাকে আপনার কম্পিউটারের BIOS এর কিছু পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে আপনাকে ৩টা পরিবর্তন করলেই চলবে।

২য় ধাপঃ

Advance BIOS feature এ যান। 1st boot device টা CD/DVD ROM করে দিন। Hard Disk কে 2nd Boot device করে দিন।

৩য় ধাপঃ

PCH SATA Control Mode এ যান। AHCI mode সিলেক্ট করুন। On board SATA কেও AHCI mode নিয়ে যান।

৪র্থ ধাপঃ

এখন আপনাকে Power Management Setup এ যাইতে হবে। এখানে HPET mode কে 64- bit mode সিলেক্ট করুন। এরপর Save and Exit করুন।

৫ম ধাপঃ

এখন Mac OS X Leopard ইন্সটল ডিক্স  CD/DVD ROM ঢুকান এবং ইন্সটল ডিক্স আইকন এর উপর ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ

আপনার সামনে য বক্স আসবে সেখান থেকে ভাষা সিলেক্ট করুন এবং নিচের দিকে তীর চিহ্নে ক্লিক করুন।

৭ম ধাপঃ

Mac OS X Leopard আপনাকে স্বাগতম জানাবে। ড্রপ ডাউন মেনু থেকে Disk Utility সিলেক্ট করুন।

৮ম ধাপঃ

Disk Utility থেকে New Hard Drive সিলেক্ট করুন। সতর্ক ভাবে যে Drive এ ইন্সটল করতে চান তা সিলেক্ট করে দেন।

যদি Drive সিলেক্ট করতে ভুল করেন তাহলে ৯ম এবং ১০ম ধাপ ২টি অনুসরন করবেন।

৯ম ধাপঃ

"-" এ ক্লিক করুন। নতুন একটা বক্স আসবে। এখন Remove বাটনে ক্লিক করে Drive টি মুছে ফেলুন। যখন Drive রিমুভ হয়ে যাবে তখন Option বাটনে ক্লিক করুন।

১০ ধাপঃ

ছবির মত এখানে অনুসরন করুন।

১১ম ধাপঃ

Erase বাটনে ক্লিক করে Volume format সিলেক্ট করুন।

১২তম ধাপঃ

এখন আপনাকে Drive এর নাম দিতে হবে। default হিসেবে এখানে Macintosh HD  থাকবে। এবার Erase বাটনে ক্লিক করুন।

১৩তম ধাপঃ

একটা বক্স আপনাকে সতর্ক করবে। এখানে Erase বাটনে চাপুন।

১৪তম ধাপঃ

Erase করা শেষ হলে Disk Utility বক্স টা কেটে দিন।

১৫তম ধাপঃ

এখন Continue বাটনে ক্লিক করুন। এখানে Mac OS X Leopard এর License agreement করতে হবে। Agree বাটনে ক্লিক করুন। এখন  Continue বাটনে ক্লিক করুন।

১৬তম ধাপঃ

Installation Destination টা সঠিক আছে কিনা দেখুন। সঠিক থাকলে Continue বাটনে ক্লিক করুন।

১৭তম ধাপঃ

ইন্সটল হওয়ার জন্য Mac OS X Leopard এখন রেডী। Install বাটনে ক্লিক করুন।

১৮তম ধাপঃ

একটা বক্স আসবে। এখানে Skip বাটনে ক্লিক করুন।

১৯তম ধাপঃ

Mac OS X Leopard এখন আপনার পিসি তে ইন্সটল হচ্ছে। ৩০-৪০ মিনিট লাগবে ইন্সটল হতে।

২০তম ধাপঃ

আপনি যদি ফ্রী ভার্সন টা ইন্সটল করেন তাহলে এখানে Skip বাটনে ক্লিক করতে হবে। আর যদি OEM ভার্সন ইন্সটল করেন তাহলে আপনাকে iLife Application ডিক্স থেকেই ইন্সটল করতে হবে।

২১তম ধাপঃ

দেখুন আপনার পিসিতে Mac OS X Leopard ইন্সটল হয়ে গেছে। এখন Restart বাটনে ক্লিক করুন।

প্রায় ২ ঘন্টা সময় ধরে এই পোস্টটি লিখলাম। যদি আপনাদের কোনো রকম সাহায্য এই পোস্টটি আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ভাল লাগলে অবশ্যই জানাবেন।

আমাকে ফেসবুকে পাবেন এখানে।

আমার ব্লগ সাইট থেকে সময় পেলে ঘুরে আসবেন।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই গ্রাফিক্স কার্ড কি লাগবেই । আমার নাই আর আমার ডেক্সটপ পিসি ।একটু জানালে উপকৃত হইতাম

Level 0

Thanks “Mathapocha” Vai ke for a nice tune………..

Level 2

গ্রাফিক্স কার্ড টা না থাকলেও চলবে। কোন Matharboard use করেন আপনি?

Level 2

আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট টা পরার এবং কমেন্ট করার জন্য।@pappox

Level 0

AMD Processor e ki colbe? Ami AMD FX-8150 Bulldozer 8 core Processor use korchi.

Level 0

Bhai Download Link Ta Diyen Kosto Koera

Level 2

চলবে না শুধু দৌড়াবে ভাই।

Level 0

Oh Ami Ekta Link Paise But Eta File Type Dekhai .dmg (.exe na) aai file type ke support korbe kono pen drive ba dvd rom

    Level 2

    @shonzim: .dmg used in Mac OS and .exe use in Windows OS. both are same for different platfrom.

Level 2

বাজারে তো কিনতে পাওয়া যায় Mac dvd. আর আমিও লিঙ্ক দিয়েছি ভাই। Piratebay থেকে আপনি ডাউনলোড দিতে পারবেন।

vai apnar postkeno byartho jabe.anek dindhore macosx for windows pc khujchhilam,apnake tnkzzz.
amar pc config… intel i5 2nd genration,intel DH67VR motherboard,2gb ram e cholbe ki,r jodi configure korte hoy tabe janaben
tnkzzzzzz

Level 2

র‍্যাম টা 4GB করে নেন ভাই। সেইরাম চলবে আপনার পিসি তে@ অভিজিত

bai atke ke update deya 10.8 a naya jaba

Level 2

আমি Update দেইনি। তবে আপডেট দেওয়া যাবে মনে হয়।

bai ark ta katha normal 4.7GB dvd/dual layer 7.4 dvd ta rite kar ta haba

Level 0

ভাই ফাইল অনেক বর 7.5GB ডাউনলোড করা অসম্ভব এটার ডিভিডি কি বাজারে পাওয়া যাবে?
[email protected]

Level 2

off course pawa jabe vai.

Level 2

bazar theke kine nen vai. jhamelar dorkar ki.@ palash

টিউনটা বেশ ভালো হইসে…..:)

Level 2

ধন্যবাদ ভাই।

ভাই ইনটেল এর মাদার বোর্ড । হবেনা নাকি ?

Level 2

আপনার পিসির কনফিগারেশন কি?

আমার পিসি এর config intel DH61WW, CORE I3 SECOND GENARATION , 4GB RAM , 500 HDD thats all i have.

Level 2

cholbe vai. try korte paren.

ভাই আমর পিসি তে gfx কার্ড নাই চলবে।
Intel core i3 4GB RAM 500HDD

ম্যাক ব্যবহারের ইচ্ছা আছে।উইন্ডোজ/ম্যাক ডুয়াল বুটে চালাতে চাচ্ছি।আচ্ছা এটার কিছু বেসিক ব্যবহার নিয়ে টিউন করা যায় কি?(যেমন পিসি অফ,অন করা ইত্যাদি)আর এটা কোন কাজের জন্য ভাল?

Level 0

single core 3.06 GHZ RAM:2gb DDR2 cholba?

Level 0

vhai…..ar age jara tune korese….tara onek kahini kore thn setup dite bolese……but vhai apni shodho bios setup thik kore dvd dhokia easy set up ar kotha bolese…….
just obishasho lagse….sottie ki avhabe easy boot nibe ?
apni shahosh dile 7+ gb download dia felbo……..

Level New

Vi duel boot kora jabe? win+mac

থ্যাংকস ভাই ম্যাক ওএস কোনদিন চালাইনাই তবে এবার চালাব ।

Level 0

ভাই আমার পিসি কনফিগারেশন
Mother Board: GIGABYTE H61M-S2V-B3
Processor: Intel(R) Core(TM) i3-2100 CPU @ 3.10GHz (4 CPUs), ~3.1GHz
RAM: 4GB DDR3
HDD: SAMSUNG 500GB SATA
কোন গ্রাফিক্স কার্ড নেই। আমি কি ব্যবহার করতে পারব? প্লিজ জানাবেন।

ধন্যবাদ আপনাকে। অনেকদিন ধরে এই পদ্ধতিটা খুঁজছিলাম।
ফরেক্স ট্রেডিং এর জন্য ভিজিট করতে পারেন। http://www.bdforexpro.com

Level 2

graphics ta valo paben na. bt cholbe@ mehedi

Level 2

ইনশাআল্লাহ পরবর্তী টিউন করব এই টপিক টা নিয়ে@Iron

Level 2

আমি নিজে দিয়েছি একটা পিসিতে। আপনি ও চেষ্টা করতে পারেন।@Walid

Level 2

গ্রাফিক্স টা ভালো পাবেন না। এমনিতে ভালোই চলবে।@ খাদেম

Level 0

amar pc basay ashe niye jaya ata dye dyen…@Mathapocha shaheb

Level 2

হাহাহাহাহা… আপনার বাসার ঠিকানা টা দেন। যাইতেছি আমি।@ মিষ্টিমনি

অনেক চেষ্টা করলাম কাজ হল না 🙁 এখন আপনার সাথে দেখা করতে হবে, ঠিকানা বলেন।

Level 0

jara paren nai… taderk bolsi… apnader jader motherboard er graphics HD 2000 er upore na… tader try kore lav nai… orthat jodi apnar processor core i3 o hoy but requirements onushare graphics card na thake tahole hobe na… jader core i5 o i7 ase tara parben. r jader requirements onushare graphics card ase tara core 2 duo holeo cholbe.. ei bhabe apni Mountan Lion o dite parben.

Level 0

কষ্ট করে লিখার জন‍্য ধন‍্যবাদ। আমি মেকবুক ব‍্যবহার করি। আমাদের টেকটিউনস এ মেকবুক নিেয় িলখা একদম কম। সবাই উইন্ডজ নিয়ে লিখে… দু:খের বিষয়।

Level 2

আমারে ফেসবুকে অ্যাড দেন ভাই। চ্যাটে আলাপ হবে নি।@ রাজু

Level 2

ধন্যবাদ@xcuseffr

Level 2

আসলেই দুঃখের বিষয় ভাই@ গুরু

Level 0

Vai Mathapocha,
Amar PC Dual Core 2.8 GHZ, 2 GB DDR2 RAM, ASROCK 41 er Motherboard, ATI 5450 HD Graphich card.
Amar PC te ki cholbe. Please amake janaben vai.

Level 2

may be run korbe na vai@ shishir

Level 2

🙂

Level 0

ভাই আমার পিসি কনফিগ হল asus dual core 2.13 ghz , 2gb ram ,intel hd graphics , 500 gb hdd ,চলবে ভাই ??

ভাই যদি আমার PC টা 32 bit এর হয় তাহলে কি শুধু HPET Mode – 64 bit করে দিলেই কাজ কি করবে। নাকি 64 bit এর Processor হতে হবে ? আর একটি প্রশ্ন – যদি আমি VMWare এ MAC OS X install দিতে চাই তাহলেও কি একইভাবে System Configure Settings করতে হবে ?

Level 0

ভাই ৭ জিবি ডিভিডি তে বার্ন করব কিভাবে … ৪.৭ জিবি পাওয়া যায় ?
আর আমার ল্যাপটপ AMD Dual Core 2 GB RAM এই টাতে ইন্সটল হবে …

Level 2

Double layer dvd te burn koren.

wifi kaj kore to? amar laptop lenevo core i3 nvidia geforce hohe to bai? naki mb gola fao jay?