FireFox-এ বাংলা দেখতে সমস্যা?(একজন নতুন টিউনারের প্রথম টিউন)

আমি অজানা একজন। আর আসল নাম টা হয়ত প্রোফাইল থেকে দেখে নিবেন। একা থাকতে পছন্দ করি না কিন্ত থাকতে হয়। একাকীত্ব দূর করার জন্য টেকটিউন্স-এ অ্যাকাউন্ট খোলা। চাইব আপনাদের উফার ডিতে নতুন কিছু। এমন কিছু করব না যাতে আপনাদের কষ্ট লাগবে। অনেক কথা বলে ফেললাম এবার মুল কথায় আসি। দিন দিন FireFox থেকে Chrome এর ব্যবহারকারি বেরে যাচ্ছে। কারন টা অনেক সহজ FireFox এর চেয়ে Chrome এর পারফরমান্স এবং ইন্টারফেস দুটাই ভাল। যাই হোক নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি FireFox কিন্ত খারাপ না। আমার ভালই লাগে।

বাংলা সমস্যাঃ

FireFox এ মাঝে মাঝে কিছু হযবরল টাইপ এর বাংলা দেখা যায়। যার ফলে আমাদের বাংলা পড়তে খুব সমস্যা হয়। আজকে তারই সমাধান দেওয়ার চেষ্টা করব।

প্রথমে এই লিঙ্ক থেকে SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে নিন (বেস্ট বাংলা ফন্ট আমার মতে আপনারা নিজের পছন্দের টাও ব্যবহার করতে পারেন)

তারপর উপরে -এ ক্লিক করে Options থেকে Options-এ ক্লিক করুন নিচের মতঃ-

তারপর Options উইন্ডো ওপেন হবে সেখান থেকে সিলেক্ট করে Adavanced.... এ ক্লিক করুন নিচের মতঃ-

এবার Fonts for: এ Bengali সিলেক্ট করার পর নিচের উইন্ডো তে আমি যেখানে যা সিলেক্ট করেছি সেভাবে আপনিও সিলেক্ট করে OK করুনঃ-

Default Character Encoding এ Unicode (UTF-8) সিলেক্ট করতে ভুলবেন না। তা না হলে কাজ করবে না।

আশা করি এরপর থেকে বাংলা ভাল ভাবে পড়তে পারবেন

টিউনটি ভাল লেগে থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন এবং সমস্যার কথা জানালে আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আর আমাকে আপনারা

 

Level 0

আমি অজানা একজন(শান্তা)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অজানা একজন। আর আসল নাম টা হয়ত প্রোফাইল থেকে দেখে নিবেন। একা থাকতে পছন্দ করি না কিন্ত থাকতে হয়। একাকীত্ব দূর করার জন্য টেকটিউন্স-এ অ্যাকাউন্ট খোলা। চাইব আপনাদের উফার ডিতে নতুন কিছু। এমন কিছু করব না যাতে আপনাদের কষ্ট লাগবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে চালিয়ে যান “শান্তা”। 🙂

ধন্যবাদ “শৌভিক”

এগিয়ে যান (নতুন টিউনার হিসেবে অনেক সুন্দর হয়েছে)

ভালো হয়েছে। দ্বিতীয় টিউনের অপেক্ষায় রইলাম…

ধন্যবাদ। চেষ্টা করব……

সাবাশ

Level 0

very nice….carry on…