আসুন NOTEPAD নিয়ে ম্যাজিক করি

কেমন আছেন সবাই…নিশ্চয়ই ভালো আছেন…আমি টেকটিউনে ব্লগ এ এই প্রথম লেখছি ,ভুল হলে ক্ষমা করবেন।আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নোটপ্যাড এরভ কিছু ট্রিক্স নিয়ে…নোটপ্যাডের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত…কিন্তু আজকাল কেউই নোটপ্যাড তেমন ব্যাবহার করেনা…তাই নোটপ্যাডের কিছু ট্রিক্স নিয়ে আসলাম যাতে করে এর ব্যাবহার একটু হলেও বৃদ্ধি পায়…আপনারা এটি মজা, এমনকি জ্ঞ্যান বৃদ্ধির জন্য করে দেখতে পারেন।

Confirm Your Anti-Virus Status

এই ট্রিক্স টি Anti-Virus Activity চ্যাক করার জন্য ব্যাবহার করা হয়…আপনি যদি মনে করেন আপনার Anti-Virus ঠিকমতো কাজ করছেনা তখন আপনি এই ট্রিক্স টি ব্যাবহার করতে পারেন।

১। নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোড টি টাইপ করুন

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

২। এখন antivirus.exe (antivirus এর জায়গায় যে কোন নাম দিতে পারেন) দিয়ে save করুন।

৩। আপনার Anti-Virus যদি ঠিকমতো কাজ করে তাহলে প্রথমে antivirus.exe ফাইলটিকে খুঁজে বের করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ফাইলটিকে remove করার চেষ্টা করবে।

৪। আপনার Anti-Virus যদি ফাইলটিকে remove করার চেষ্টা করে তবে বুঝবেন আপনার Anti-Virus ঠিকমতো কাজ করছে …আর যদি remove করার চেষ্টা না করে তাহলে নতুন কোন Anti-Virus ইন্সটল করতে পারেন।

Hint For World Trade Center

9/11 এর কথা আমরা সবাই জানি…9/11 এ ঐ বিমানটির ফ্লাইট নাম্বার ছিল Q33N …এখন কিছু মজার ট্রিক্স দেখুন

১। নোটপ্যাড ওপেন করুন এবং Q33N নাম্বারটি টাইপ করুন।

২। format অপশন থেকে font সিলেক্ট করে font size বাড়িয়ে ৭০ অথবা ৮০ এর মতো করুন।

৩। এখন নাম্বারটি select করুন এবং font পরিবর্তন করে “Wingdings” দিন।

৪। এখন ফলাফল দেখে অবাক হয়ে যাবেন

Log Trick. (Diary With Auto Date & Time)

আপনি যদি নিজের একটি ডায়রি বানাতে চান যাতে time & date অটো চলে আসবে তাহলে নিচের ধাপগুলো follow করুন

১। নোটপ্যাড ওপেন করুন এবং .LOG টাইপ করুন।

২। এখন ফাইলটি olosh.diary (olosh নামের পরিবর্তে যে কোন নাম দিতে পারেন) নাম দিয়ে save করুন।

৩। ফাইলটি আবার ওপেন করুন…এখন দেখুন অটোমেটিক time & date চলে আসছে…প্রতিবারই এমন হবে

হয়ে গেল time & date সহ সুন্দর একটি ডায়রি।

Notepad “Hide Text” Magic

১। নোটপ্যাড ওপেন করুন এবং ৪টি  word  আলাদাভাবে স্পেস দিয়ে লিখুন…৪টি word ৪,৩,৩,৫ এই format এ লিখুন…উদাহরণঃ mark the kid ahead” অথবা “boys are not quick”

২। এখন যেকোন নাম দিয়ে file টি save করুন…এবার খুলে দেখুন ম্যাজিক

Restart Your PC Quickly.
এই ট্রিক্স টির মাধ্যমে আপনি আপনার PC খুব তাড়াতাড়ি বন্ধ করতে পারবেন…বন্ধ করার আগে ১টি message box দেখবেন…এটি করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। নোটপ্যাড ওপেন করুন এবং নিচের কোডটি টাইপ করুন
@echo off

Msg* I am dead tired now.
Shutdown –c “Error! I will sleep now! Good byeee” –s
২। এখন ফাইলটি olosh.bat (olosh এর পরিবর্তে যেকোনো নাম দিতে পারেন) নাম দিয়ে desktop এ save করুন।
৩। এখন ফাইলটিতে double click করুন…এরপর আপনি ১টি message box দেখবেন এবং আপনার PC restart হবে।
**অনেকগুলো চমৎকার ট্রিক্স দিয়ে দিলাম…আশা করি মজা পেয়েছেন… শুধু মজা পেলেই হবেনা, ট্রিক্স টি শিখে রাখুন এবং অন্যকেও চমক দেখান।
যদি আমার আগে অন্য কেও এই পোস্ট করে থাকেন তবে দুঃখিত।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।
আর আমার ব্লগটি যদি পারেন তবে একটু ঘুরে আসুন।
লেখাটি প্রথম প্রকাশিত এখানে
আমার ফেসবুক পেজ

Level 0

আমি ronylast। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Notepad “Hide Text” Magic কাজ করেনাতো ভাই। বিস্তারিত স্ক্রিন শট দিলে ভাল হত।

😎

@Rahad:ভাই আপনি কি টেকটিউন্সে নিবন্ধন করেছেন স্প্যামিং করার জন্য?? :/

Level 0

Q33N

জটিল জিনিস ভাই।।

ow!! nice