Dropbox এর বিকল্প

dropbox আমাদের প্রায় সবার কাছেই বেশ পরিচিত। খুব user friendly বলে দিন দিন সবাই এটার প্রতি বেশি করে ঝুকে পড়ছি।
আমিও নিজে ব্যবহার করি তাই ভালভাবেই জানি এর কাজ কারবার ইত্যাদি ইত্যাদি।

তবে আজ এটা নিয়ে বলার জন্য টিউন করতে বসি নাই।

একটা নতুন সাইটের কথা বলব। আর তা হল


একদমই dropbox এর মত, সব সুযোগ সুবিধাই আছে। তবে স্পেস দিচ্ছে বেশি---৫ গিগা।

হা ৫ গিগা!!

সাইন আপ করলেই পাবেন ৫ গিগা আর রেফারেলে যাওয়ার জন্য আরো ৫ গিগা , মোট ১০ গিগা, twitter এ একটা post করে আরো ২ গিগা অতিরিক্ত পেতে পারেন।

তাহলে dropbox এর সুবিধা নিয়ে ১২ গিগা স্পেস আপনার জন্যই অপেক্ষা করছে.....................

ও লিঙ্কটা

https://copy.com/

প্রথমে সাইন আপ করে > ইমেইল ভেরিফাই করে> copy.com এর সফটয়ার install

আর নিজের রেফারেলে অন্যদের একাউন্ট করে দিতে পারেন, তাতে ২ জনই পাবেন ৫ গিগা করে উপহার

তাহলে আর দেরি কেন? এখনি করে ফেলুন। বলা তো যায় না কখন আবার অফার শেষ হয়ে যায়!!!

copy.com

টিউনটা  ছোট হওয়ার জন্য দুঃখিত।

Level 2

আমি মেঘ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দরকার কি ভাই এসবের? যেখানে ড্রপবক্স দিচ্ছে ১০ গিগাবাইট আর অসাধারণ সিক্যুরিটি, সেখানে এইসব copy.com এই গুলার দরকার কি? আর ভাই dropbox এর বিকল্প দিছেন, অন্তত ভালো আর reputed কিছু দিতেন। যদি dropbox এর বিকল্প লাগেই তবে আমি বলব Google Drive আর Skydrive এর কথা। একটা হল Google এর আর একটা হল Microsoft এর। Google Drive দেয় ৫ গিগাবাইট ফ্রি ক্লাউড স্পেস আর Microsoft এর Skydrive দেয় ৭ গিগাবাইট ফ্রী ক্লাউড স্পেস। গুগল আর মাইক্রোসফট, বুঝেন এদের সুবিধা আর সিক্যুরিটি কেমন। এই গুলা বাদ দিয়া কি সব বিকল্পের কথা বলেন!!!!!!!!!!!!!!!

    @Rabiul Islam: I agree with you. Zekhane Google Drive r Microsoft er Skydrive er mmoto copmpany ache zader amra 100%$ trust korte pari.. Sekhane eder dorkar ki? Ami amar Dropbox er account a amar Bank er onek joruri kagojpotro amonk credit card er number soho CVV code o save kore rekhechi… Karon credit card harale ei info diye card block kore dite parbo… Seikhane eisob copy.com k ki ami etotai trust korte parbo? Amar bank er joruri papers kotota safe hobe eder kase? Jai hok Dropbox, Skydrive and Google Drive er kono bikolpo nei… Sobche boro kotha eder apni chokh bondho kore trust korte paren apnar kono khoti hobe na…

ai blog ar info otate auto update hoice . . . bujlam na . . .