PD PROXY তে Bandwith Limit Reach-হওয়ার পরও ইউজ করতে চান?

গ্রামীন ফোন ইন্টারনেট পিডি প্রক্সি দিয়ে ডাইভারট করে ফ্রী ইন্টারনেট ইউজ করা যায়।আপনারা জানেন, শুধু ১০০ মেগাবাইট পর্যন্ত ফ্রী ইউজ করা যায়। তবে অনেক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে বারবার ইউজ করতে পারেন। কিন্তু সমস্যা বাধে,যদি ভুল ক্রমে ১০০ মেগাবাইট পার করে ফেলেন, তাদের শত চেষ্টা করেও আর বেবহার করা যায় না। এই ভুল টা কেন হয়, একটু বলে নেইঃ

১) আপনি যেই ইমেইল দ্বারা অ্যাকাউন্ট খুলেছেন, সেখানে আপনার দেশের নাম সিলেক্ট করতে হয়। এবং আপনি যে একদিন ব্যাবহার করতে পারবেন, তার টাইমিং কিন্তু যে দেশ সিলেক্ট করছেন, সেই দেশের সময় অনুযায়ী হয়। বোঝাতে পেরেছি? তাই পরের দিন ইউজ করতে চাইলে, সময় একটু খেয়াল করতে হবে।

২) আপনার উচিত হবে, বাংলাদেশ সিলেক্ট করা। ভেজাল শেষ।

এখন ভুল বশত, ১০০ মেগাবাইট এর বেশি হয়ে গেলে যা করবেনঃ

১) সবার পেনড্রাইভ আছে আশা করি।

২) পেন ড্রাইভ ফাইল গুলো ব্যাক আপ করে ফরমেট দিন (ফরমেট না দিলেও হতে পারে, বাট প্রিকসান বলে একটা কথা আছে)।

৩) এখান থেকে পিডি প্রক্সি ডাউনলোড করে, পেন ড্রাইভ এ এক্সট্রাক্ট করে ব্যাবহার করুন। এরপর pd launcher ওপেন করে লগ ইন করুন। কাজ হবে ইন শা আল্লাহ।

৪) ও হ্যাঁ আরেকটা কথা, যদি দেখেন PD PROXY কানেক্ট হওয়ার পর কাজ করছে না। তাহলে  http://www.pdproxy.com/download.htm থেকে নতুন আপডেটেড সফটওয়্যার টি ডাউনলোড করুন।

আমি মাঝে মাঝে মধ্যেই ভুল করে ফেলি। তখন টেস্ট করে দেখছি কাজ হয়। আমাকে আবার ট্রাই করতে বলবেন না,যদি ট্রিক্স কাজ না করে!!

DON’T  TRY THIS WHILE ITS WORKING FINE

আমার আগের টিউন টা দেখতে পারেনঃ

WINDOWS এর সেরা ১০টি প্রিমিয়াম UTILITY সফটওয়্যার-সাথে ধামাকা গিফট তো থাকছেই 🙂

ভাবছি এর দ্বিতীয় পর্ব বের করব। আপনার আপনাদের সাজেশন কমেন্ত করে জানাতে পারেন, কোন বা কি ধরনের প্রিমিয়াম সফটওয়্যার নিয়ে করা যায় 🙂

Feel free 🙂

Level 0

আমি Abu Sayem। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai nokia 5530xm diye ki net use kora jabe?

bro..apnar 2 no. point ta thik bujhlam na !!
২) পেন ড্রাইভ ফাইল গুলো ব্যাক আপ করে ফরমেট দিন (ফরমেট না দিলেও হতে পারে, বাট প্রিকসান বলে একটা কথা আছে)।
পেন ড্রাইভ এ কোন ফাইল গুলোর ব্যাক আপ করবো…আবার ফরমেট দিব ?!!

    Level 0

    @Awesome_linkers:
    back up বলতে আপনি যেহেতু পেন ড্রাইভ ফরমেট দিসছেন, আপনার পেন ড্রাইভ এ থাকা ফাইল গুলো অন্ন কথায় কপি করে রাখতে বলচি। আর যদি পেন ড্রাইভ ফরমেট করতে না চান, তাহলে না করলেও সমস্যা নেই

Level 0

Bhi doya kora ki akto clear kora bolban Country name ki dibo BD na onno desh r pen drive a copy kora kamna korbo plz akto clear kora bolan? ami o 100MB pora use korta parina. amar mobile a use kori but mobile k pc ta modem hishaba use korta gala Icon bar a holud sign asa then PD proxy ar launch korla connect hoyna mana amar Smart phn a use kortasi but PC ta use korta pari na jodi reply koran kushu hobo

Level 0

ভাই এটা দিয়ে রাত্রে ইউস করা যাবে কি?আমার পিডি প্রক্সি তে রাত্রে চালানো যাযনা এর সমাধান দিতে পারবেন কি?

    Level 0

    @rasel mia:
    রাত্রে চালানো যায় না কারন, ৯টা থেকে ১২টা ওদের সার্ভার অনেক বিজি থাকে। সবাই অই সময় ইউজ করে। আপনি বারবার কানেক্ট করার চেষ্টা করলে, কানেক্ট হবেই। এটা কোন সমস্যা না।

Level 0

ভাই কত আর মিথ্যা বলবেন ?… আপনি কাজ করে দেখছেন ১০০মবি বা Bandwith Limit Reach হলেও ওই দিন অন্য অ্যাকাউন্ট উইস করছেন ? যত সব ফালতু কথা বার্তা …

    Level 0

    @sazzad360:
    মামা নাচতে না জানলে উঠান বাকা। তাই আগে নাচা ঝাপা শিখো, তারপর বলতে আইসো, কাজ করে কি না!
    ঠেলায় পরলে এই টিউন দেখেই কাজ করতে হবে, বলে দিলাম। আর কোন ওয়ে নাই।

Level 0

রাত ৯টার পর একটু জামেলা হয় । আর Bandwith Limit Reach হলেও ৯টার পরে উইস করা যায়

এর থেকে Volumeid ব্যবহার করা কত সহজ। আর কোন পেনড্রাইভ লাগবে না।
১০০ এমবি ব্যবহার হলে আর একটি অ্যাকাউন্ট কানেক্ট করলেই হবে।
এই রকম পোস্ট আগেই হইছে।

এর থেকে Volumeid ব্যবহার করা সহজ. আসলে ডেমোতে রাতে কানেক্ট করা কষ্ট হয়। তাই ভাই আমি প্রিমিয়াম কিনে নিয়েছি । কারন জিপিতে তো ৫ GB (মানে তথাকথিত আনলিমিতেড) এর দাম ৯০০ টাকার মত তাই মাত্র ৩০০ টাকা খরচ করে যদি সত্যি আনলিমিটেড পাওয়া যায় তা তো ভালই। আমি আপনাদের প্রিমিয়াম কিনতে বলব যাদের Paypal এ আকাউন্ট আছে।

    Level 0

    @saifulislam417268:
    আসলেই ভালই পয়েন্ট আউট করেছেন ভাইয়া। আমাকেও তাহলে তাই করতে হবে।

    Level 0

    @saifulislam417268:

    Brother Saiful I need help. I need PD-Proxy PREMIUM Accpunt. Mob: 01911292040.

    Level 0

    @saifulislam417268:

    Dear saiful islam,

    Apnar per download speed koto? amar
    premimum accont- a 30 to 35 mb. how to increase speed? pls I need help. skype: ovi.obaidul

ভাই Bandwith Limit Reach হলে কোন পেন ড্রাইভ / volume id কাজ করেনা। আমার PD PROXY কানেক্ট হয় বাট নেট পায়না। উইন্ডোজ দিতে দিতে ক্লান্ত ভাই ……… server not found বলে। তবে cproxy চলে।

vai apnar cproxy chole ?
amar cproxy ar hoi na. tobe pd-proxy connect korar por hoi.
apnar kivabe cproxy cole ektu janaben.emai: [email protected]

jader free internet aj sokal teke kaj korche na tara ekhane dekhte paren .. http://mobinfoz.tk

    Level 0

    @Shamim Ahmed: andriod দিয়ে আজ সকাল থেকে net চালাতে পারতিছি না কি করি ?????

    Level 0

    andriod দিয়ে আজ সকাল থেকে net চালাতে পারতিছি না কি করি ?????

Level New

rat 9 tar por jader pd proxy speed paina tader jonno ekta tune korechilam but admin 1 din por ota keno delete kore dilo bujhte parlam na:/ jai houk jader rat e speed er problem hoy tara browser network setting e 118.97.37.123 port: 80 ta use koren. ami to daily 1 gb use kori 12 ta id ache amar:D

    Level 0

    @adhiar: ১জিবি ইউজ এর জন্য ১০০এম খরচ হওয়ার পর কি করেন? আর রাত্রে মুল সমস্যাটা হলো পিডিপ্রক্সি কানেক্ট করা.. পিডিপ্রক্সি কানেক্ট হলে আর সমস্যা হয় না তারি প্রক্সি এর কোন প্রয়োজন নাই..

Level 0

vi pd proxy speed slow dai .plz help me…

    Level 0

    @akimur11:
    কিচ্ছু করার নাই। যে হারে মানুষ জন ইউজ করতেছে পিডি প্রক্সি, স্লো তো হবেই।

তথ্য আছে , কিন্তু ভাই যাই লিখেন ক্লিয়ার করে লিখবেন,

Level New

pd proxy niya ami ak ajob prblm e porci jata gusaye bolteo parina kawke

Level 0

কেউ কি পিডি প্রক্সি এর প্রিমিয়াম আইডি সেল করেন ? করলে কষ্ট করে একটু জানাবেন প্লিজ , ০১৯২৩৩১৯২৮৯