আপনার পিসি কি চালু হতে বেশি সময় নেয়?? ছোট্ট একটা ট্রিক্স, follow করুন, 1000% কাজে দিবে (Guarented)

এখন আমি আপনাদের একটা ছোট্ট কিন্তু বেশ কাজের জিনিস শেয়ার করব। আমাদের প্রত্যেকেরই পিসির বোধ হয় একটা কমন প্রবলেম আছে, চালু হতে বহুত সময় নেয়। কম্পিউটার চালুতেই মেজাজ খারাপ হয়ে যায়। দেখি আমরা এ বিষয়ে কিছু করতে পারি কি না (নতুন শিখলাম, তাই শেয়ার করছি-জানি না এ বিষয়ে এর আগে কোন টিউন করা হয়েছে কি না, যদি করা হয়ে থাকে আমি দুঃখিত, তবে আশা করি নতুনদের কাজে দিবে)

আসলে স্বাভাবিকভাবে পিসি দ্রুত চালু হওয়া নিয়ন্ত্রন করে প্রসেসর, র‍্যাম এবং সিস্টেমের ওপর। তবে যাদের এগুলো তেমন একটা উন্নত নয় তাদের ক্ষেত্রে আমার ট্রিকসটা বেশ কাজের বলে আমি মনে করি। অনেক লেকচার দিলাম, এবার আসুন কাজে আসি।

নিচের কাজগুলো ধাপে ধাপে করুন।

১. start থেকে run এ ক্লিক করুন।

২. regedit লিখুন এবং ok করুন।

৩. এখন HKEY_LOCAL_MACHINE/SYSTEM/CurrentControlSet/Control থেকে ControlIndex-এ ক্লিক করুন।

৪. Startup Delay খুঁজে বের করুন এবং Double ক্লিক করুন। (খুঁজে পেতে ctrl+f ব্যবহার করতে পারেন)

৫. এখন Decimal এ ক্লিক করুন।

৬. Value 4800000 এর পরিবর্তে 40000 দিন।

৭. registry editor বন্ধ করে পিসি restart করুন।

ব্যস... কাজ শেষ।

আশাকরি আপনাদের এই ট্রিক্সটা কাজে দেবে (অনেকের operating system অনুযায়ী settings কিছুটা ভিন্ন হতে পারে)

ভাল লাগলে কমেন্ট করবেন, অপেক্ষায় রইলাম। বিদায়.........   🙂 🙂 🙂

 

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1801 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

very nice.thanks for this tune.

ভাই… জানালা ৮ ব্যবহার করছি.. উল্লেখিত স্থানে ControlIndex পাচ্ছি না তবে ContentIndex আছে.. StartUp Delay খুজে পেলাম না।

win 8 a startup pelaam but Startup Delay pelaam na.baper ta ki dekhben vhai.

    @small randy: উইন্ডোজ 8 কখনও use করিনি, তাই help করতে পারলাম না, sorry.

nahh pelam na

    @রাহুল এ্যাশ: ভাই কোন উইন্ডোজ ব্যবহার করছেন একটু জানাবেন? আর কোনটা খুঁজে পেতে অসুবিধা হচ্ছে আমাকে জানান, solve করার চেষ্টা করব।

ভাই, আমার নোটবুক বন্ধ হতে অস্বাভাবিক বেশি সময় নেয় । কেউ সমাধান জেনে থাকলে অনুগ্রহ করে সাহায্য করুন।

    @Sleepy Doctor: এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
    http://download.cnet.com/SuperFast-Shutdown/3000-2094_4-10410931.html?tag=mncol

    এবার ডেস্কটপে দুইটা আইকন আসবে। একটা shutdown ও আরেকটা reboot (restart)। এবার ক্লিক করে মাত্র তিন সেকেন্ডে আপনার নোটবুক বন্ধ করুন। ধন্যবাদ।

system এর পরে current control set 001 আর current control set 002 আছে । কোনটা সিলেক্ট করবো ?

    @মানুষ: ঐ দুটোর পরে current control set আছে, সেখানে ক্লিক কর।

      @Black Dragon: ooo.bujhechi.current control set peyechi kintu controlindex pacchi na.content index bole ekta ache,.

        @মানুষ: তোমার খুঁজে পেতে সমস্যা হলে ctrl+f এর help নিতে পার।

Vai Aita Ki XP jonno ,, Na Ki Win 7 er Jonno…ami win 7 use korchi..”ControlIndex”-ai Text Ta Pachhhi Na Vai ..Plz Help Me

    @khanbappyCSE: current control set কে tree করুন, control পাবেন। control কে tree করলে ControlIndex পাবেন।
    Try pls….

@Black Dragon – ভাই আমি ControlIndex খুজে পাচ্ছি না । Windows 7 ব্যবহার করি আমি ।

একটা ইংরেজি ব্লগের একটা পোষ্ট থেকে এই প্রসেসটা আগে থেকেই জেনেছি।যাক,নতুনরা উপকৃত হবে। 😀
সবচেয়ে ভাল উপায় হল কম সফটওয়ার ইন্সটল দেয়া,তাতে এমনিই পিসি তুলনামূলক দ্রুত চালু হবে। 😎

Level 0

cotrollndex ta khuje pelam na….ami win 7 use kori..controlindex ta find deau khuje pelam na….controlindex ta ke vabe pabo ta bistarito lekhun……

    @muktadir7m: ভাই, control index তো একদম চোখের সামনে!! আর কি বিস্তারিত লিখব বলুন?

ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর টিউনটির জন্য, কিন্তু আমার দুভাগ্য যে আমার কম্পিউটারে ControlIndex বলতে কিছুই খুজে পেলাম না find command use করলাম কিন্তু চোখে পরছে না, অবশ্য কাজটা হলে আমার ভীষন উপকার হতো …..